এই ব্লগটি শুধুমাত্র নব্য চিকিৎসক এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ।
Chelidonium M - চেলিডোনিয়াম
মেজাস
চেলিডোনিয়ামের প্রতিশব্দ:-
১। সিলানডাইন
২। চেলিডোনিয়াম হেমাটোডস
৩। পেপাভের কর্ণিকুলেটাম লিউটিরাম
৪। ক্যালেন্ডুাইন
৫। টেটার ওর্ট।
চেলিডোনিয়ামের উদ্ভিদের
বর্ণনা:-
হেমাটোডস নামক এক প্রকার গাছড়া হইতে ঔষধ প্রস্তুত হয়। ইহা প্রায় ১২ ফুট লম্বা হয়ে থাকে।
মে হইতে অক্টোবর পর্যন্ত সকল গাছে ছোট ছোট ফুল দেখা যায়। মূলসহ সমুদয় গাছটি ঔষধে ব্যবহৃত হয়।
চেলিডোনিয়ামের গাছের
প্রাপ্তিস্থান:-
ইউরোপের সর্বত্র ( র্জামার ও ফান্সে অধিক ) বাসস্থানের নিকটস্থ পতিত ভূমিতে ইহা জম্মিয়া থাকে।
চেলিডোনিয়ামের প্রুভার:-
ডাঃ মহাত্মা হ্যানিমান ইহার প্রুভ করেন।
চেলিডোনিয়ামের ক্রিয়াস্থন
:-
যকৃত বা লিভাবারের উপর চেলিডোনিয়ামের প্রধান ক্রিয়া
কিডনী বা মূত্রযন্ত্রের উপরও ইহার ভাল ক্রিয়া দেখা যায়।
পাকাশয় ও উদরের পীড়া, পুরুষ ও স্ত্রিলোকের পিত্ত প্রধান ধাতু ব্যক্তিদের পীড়ায় উপকারী।
চেলিডোনিয়ামের অধিকাংশ পীড়া দেহের ডানদিকে আক্রমণ করে।
চেলিডোনিয়ামের মানসিক
লক্ষণ
:-
স্মৃতিশক্তিহীনতা, একটু পূর্বে কি করিয়াছে তাহা বলিতে পারেনা।
মাথার পেছনের দিকে ঠান্ডা ও ভারবোধ।
অলসতা – চলাফেরা করার কোন ইচ্ছা থাকেনা।
চেলিডোনিয়ামের চরিত্রগত
লক্ষণ
:-
লিভারের নানা প্রকার পীড়া, ন্যাবা (জন্ডিস) সেই সঙ্গে ডান কাদের দাবানায় বেদনা।
গাত্র চর্ম, প্রস্রাব, চক্ষু, নখ সমস্থই হরিদ্রাবর্ণ।
কোষ্টবদ্ধতা, মল ছাগলনাদির মত।
কাশি নিমোনিযায় গলায় ঘড়ঘড় করে।
ঋতু পরিবর্তনে পীড়ার পুনরাবিভাব।
দিনের মাঝা মাঝি ভোজনে সকল কষ্টের উপসম।
আক্ষেপিক কাশি, ছোট ছোট ঢেলা মুখ হইত ছিটকাইয়া বাহির হয় ।
ডান কপালে ও চোখে বেদনা।
ডানদিকের নিমোনিয়া, ডান পা খুব ঠান্ডা।
প্রয়োগক্ষেত্র :-
লিভার বা যকৃতের যাবতীয় পীড়া,
ন্যাবা
যকৃতের কাঠিন্য ও বিবৃদ্ধি
পাকস্থলীর পীড়া
শ্বাসযন্ত্রের পীড়া ও নিমোনিয়া
শিরঃপীড়া, উদরাময় ও প্রস্রাবের পীড়া।
পাকস্থলীর পীড়া
:-
গা বমি বমি, জিহবায় ময়লা, মুখ তিক্ত, পিত্তজনিত বেদনা, তাহার সহিত পাকস্থলী বেদনা, ঐ বেদনা পাকস্থলীর মধ্য দিয়া পিঠে এবং ডান কাঁধের হাড়ে চলিয়া যায়।
কিছু খাইলে বা পানাহার করিলে বেদনার উপসম হয়।
দুধ খাইতে আগ্রহ প্রকাশ করে দুধ সহ্য হয়না।
খালি পেট থাকিলে বেদনা বৃদ্ধি হয়।
ডানদিকের পীড়া
:-
ডানদিকের কপালে স্নায়ুশূল, লিভারে ও ডানদিকের পেটে শক্তভাব ও বেদনা।
ডান কাঁদের নিচে বেদনা।
ডানদিকের পাছায় ও উরুতে অত্যন্ত বেদনা ও ঠান্ডা।
চেলিডোনিয়ামের বৃদ্ধি
:-
ডানদিকে, নড়াচড়ায়, জলবায়ুর পরিবর্তন, স্পর্শ।
চেলিডোনিয়ামের উপসম:-
মহ্যাহৃ ভোজনের পর, চাপে, আক্রান্ত অংশ ঘর্ষণে।
চেলিডোনিয়ামের ক্রিয়ানাশক
:-
ক্যামোমিলা, একোনাইট, এসিড, কফি, সুরা
চেলিডোনিয়ামের পরবর্তী:-
ইপিকাক, নাক্স ভম, লাইকো, সিপিয়া, সালফার
চেলিডোনিয়ামের শক্তি:- Q থেকে ৩০ শক্তি
ডাঃ মহি উদ্দিন
প্রভাষক:- ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ।
যোগাযোগ:- ফরাজীহোমিওহল,সদরহসপাতাল মোড়,
উত্তর বিরিঞ্চি রোড়-ফেনী।
মোবাইল:-
০১৮১৪-৩১ ৯০ ৩৩
blog:
htth://fhhfeni.blogspot.com
4 মন্তব্যসমূহ
Thanks Sir,
উত্তরমুছুনচিলিডোনিয়ামের ক্রিয়া নাশক (ক্যামোমিলা, একোনাইট, এসিড, কফি, সুরা) বলতে কি বোঝাচ্ছেন?
উত্তরমুছুনক্যামোমিলা, একোনাইট, এসিড, কফি, সুরা এই ঔষধ চিলিডোনিয়াম ব্যবহার করলে ব্যবহার করা যাবে না?
আমার অনেক দিন যাবত পেটের ডানপাস সহ ডান পাশে চাকনার ভিতরে ব্যাথা করে এমতাবস্থায় আমি এক জন হোমিও ডাঃ কাছে গেলে সে আমাকে (সেলিডোনিয়াম,হিপার সালপার2০০,বারবারিস বলগ,নাকস বোম মাদার,)ক্যাপসুল।রিমকস,এসিলিড,এগুলো খেতে দেয়, আমার পেটে গ্যাসের সমস্যা আছে,আমি আপনার মতামত জানতে ছাই
উত্তরমুছুনSo so.
উত্তরমুছুন