নাকে পলিপাস - Nasal Polypas
নাকে পলিপাস (Nasal Polypas) হলে নাক বন্ধ থাকা, শ্বাস নিতে কষ্ট, ঘ্রাণশক্তি কমে যাওয়া, মাথাব্যথা, ও নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। হোমিওপ্যাথিক চিকিৎসায় নাকের পলিপ দূর করার জন্য বেশ কিছু কার্যকর ওষুধ রয়েছে।
হোমিওপ্যাথিক ওষুধসমূহ:
১. টেউক্রিয়াম মারুম (Teucrium Marum Verum) 30 / 200
- নাকে কিছু আটকে থাকার অনুভূতি হলে।
- নাকের ভিতরে চুলকানি ও শুষ্কতা থাকলে।
- ঘ্রাণশক্তি কমে গেলে।
২. সাঙ্গুইনারিয়া (Sanguinaria Nitricum) 30 / 200
- বিশেষ করে ডান নাসারন্ধ্র বেশি বন্ধ থাকলে।
- মাথাব্যথা ও নাকে চাপ অনুভূত হলে।
৩. কালকারিয়া কার্ব (Calcarea Carbonica) 30 / 200
- যদি নাকের পলিপ বড় হয়ে শ্বাস নিতে কষ্ট হয়।
- ঠান্ডা বা সর্দিতে সমস্যা বেড়ে যায়।
- ওজন বেশি হলে বা অতিরিক্ত ঘাম হলে কার্যকর।
৪. ফসফরাস (Phosphorus) 30 / 200
- নাক থেকে রক্তমিশ্রিত পানি পড়লে।
- নাকের ভিতরে শুষ্কতা অনুভূত হলে।
- কাশি বা গলার সমস্যার সাথে নাকের পলিপ থাকলে।
৫. ফ্লুয়োরিক এসিড (Fluoric Acid) 30 / 200
- দীর্ঘস্থায়ী নাকের পলিপের জন্য কার্যকর।
- ঘ্রাণশক্তি পুরোপুরি চলে গেলে ভালো কাজ করে।
ব্যবহারবিধি:
- সাধারণত ৩০ শক্তির ওষুধ দিনে ২-৩ বার ৪-৫টি বড়ি করে খাওয়া যেতে পারে।
- ২০০ শক্তির ওষুধ সপ্তাহে ২-৩ বার নেওয়া যেতে পারে (যদি দীর্ঘস্থায়ী সমস্যা থাকে)।
- লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করা জরুরি।
অতিরিক্ত পরামর্শ:
ধুলাবালি ও ঠান্ডা থেকে দূরে থাকুন।
লবণ পানি দিয়ে নাক ধোয়ার (Saline Nasal Wash) অভ্যাস করুন।
গরম পানির ভাপ নিলে নাক পরিষ্কার হবে।
নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন, যদি সমস্যা দীর্ঘদিন থাকে বা শ্বাস নিতে অসুবিধা হয়।
প্রভাষক, ডাঃ মহি উদ্দিন
ফরাজী হোমিও হল ফেনী
01814319033
0 মন্তব্যসমূহ