প্রতিবিষ বা অ্যান্টিডোট
অ্যান্টিডোট কথাটার মানে কি?
যে ঔষধের কুফল বা বিষক্রিয়া পরবর্তী অন্য ঔষধে দূর করা সম্ভব হয় তাকেই বলে সেই ঔষধের অ্যান্টিডোট; অর্থাৎ- বিষঘ্ন ঔষধ, প্রতিবিষ ঔষধ বা প্রতিকারক ঔষধ। মনে করুন, কোনও রোগীকে আপনি ক্যান্থারিস দিয়েছেন। তাতে হয়ত সেই রোগীর খারাপ হলো, বা নানা কুফল প্রকাশ হলো। এক্ষেত্রে সেই রোগীর ঐ সমস্ত কুফল দূর করতে পারা সম্ভব হবে একমাত্র ক্যান্থারিস ঔষধের বিষক্রিয়া দূর করতে পারে এমন কোনও ঔষধের দ্বারা। আমরা জানি এপিস ঔষধটি ক্যান্থারিস, চায়না ও ডিজিটেলিসের বিষক্রিয়া নষ্ট করে। এক্ষেত্রেও আপনি এপিস দিবেন এবং তাতেই সে রোগীর মঙ্গল বা আরোগ্য সাধিত হবে। তা হলে বুঝুন যে, ঔষধের অ্যান্টিডোটাল সম্বন্ধ, অর্থাৎ বিষক্রিয়ানাশক সম্বন্ধ জানা কতই না দরকার। চিকিৎসা করতে করতে বহু রোগিক্ষেত্রে দেখবেন, ঔষধ দেবার পর হঠাৎ রোগীর রোগ বেড়ে গেল, বা নতুন কষ্টদায়ক ও মন্দ লক্ষণ প্রকাশ হলো। এক্ষেত্রে আপনাকে ধীরভাবে বসে চিন্তা করতে হবে, এই বৃদ্ধির কারণ কি? অর্থাৎ ইহা কি স্বাভাবিক রোগবৃদ্ধি? অথবা ইহা কি রোগীর অসাবধানতা হেতু বা আহার-বিহারে কোন দোষ হেতু রোগবৃদ্ধি? কিংবা ইহা ঔষধের বিষক্রিয়া হেতু রোগ-বৃদ্ধি? যতক্ষণ না আপনি এই তিনটি বিষয়ের সত্য সমাধান বার করতে পারবেন, ততক্ষণ আপনি ঔষধ দিবেন না। এই খানেই আমার হোমিওপ্যাথ ভাই-বোনেরা প্রায়ই ভুল করে বসেন। তাঁরা রোগীর লক্ষণ পাওয়া মাত্রই ঔষধ প্রয়োগ করেন। কিন্তু ইহা মারাত্মক ভুল। রোগীর পাশে বসে ধ্যানভরে সবদিক বিচার করতে হবে। হট করে ঔষধ দেওয়াকে আমি পাপ বলে মনে করি। আমার মতে, ঔষধ দেওয়ার চেয়ে ঔষধ না দেওয়াই বরং বাঞ্ছনীয়।
অরাম মেট- বেলেডোনা, চায়না, পালস, মার্ক, ককিউলাস। নাক্স ভমিকা।
আইরিস- নাক্স ভূমিকা
আয়োডিয়াম- এপিস, অ্যাকোনাইট, বেলেডোনা, অ্যান্টিম-টার্ট, চায়না, ফেরাম, গ্র্যাফা, হিপার, ওপি, ফস, থুজা, সালফ, আর্স।
আর্জেন্টাম নাইট্রিকামের সঙ্গে দুধেরও ঠিক এমনি অ্যান্টিডোটাল সম্বন্ধ।
আর্জেন্টাম মেট- পালস, মার্ক।
আর্নিকা - অ্যাকোন, আর্স, ক্যাল্কে, চায়না, ইগনে, ইপি, ফেরাম।
আর্সেনিকাম আয়োডেটাম – ব্রায়োনিয়া।
আর্সেনিক- ক্যাফর, কার্বো ভেজ, চায়না, ফেরাম, গ্র্যাফা, হিপার, ইপি, আয়োডি, মার্ক নাক্সভম, সালফ, ল্যাকেসিস, ট্যাবেকাম ভেরেট্রাম।
অ্যাকোনাইট - ভিনিগার, সুরাসার ও সুরা ঐ ঔষধটির প্রতিবিষ বেলেডোনা, কফি, নাক্স, সালফ, ক্যামো, সিপিয়া, ভেরেট্রাম, অ্যাকটিয়া র্যাসেমোসা।
অ্যাগনাস ক্যাকটাস- নাক্স, নেট্রাম মিউর এবং লবণাক্ত জল।
অ্যান্টিম-ক্রুড- ক্যাল্কেরিয়া, হিপার, মার্ক।
অ্যান্টিম টার্ট - চায়না, ইপি, পালস, ওপিয়াম, রাস টক্স, মার্ক, সিপি।
অ্যানার্কাডিয়াম- ক্রোটন, কফি, রাস টক্স।
অ্যান্থাক্সিনাম- এপিস, আর্স কার্বো অ্যাসিড, ল্যাকে, পালস, রাস, চায়না।
অ্যামোন- কার্ব- রেড়ির তেল, জলপাই তেল ও উদ্ভিজ অম্ল ইহাকে অ্যান্টিডোট করতে পারে। তা ছাড়া, হিপার, ল্যাকে, আর্নিকা, ক্যাম্ফর।
অ্যামোন মিউর- নাক্স, কফি, হিপার, ক্যাম্ফর।
অ্যালো- ক্যাম্ফর, লাইকো, নাক্স, সালফার এবং সরিষা।
অ্যালিয়াম সাট- লাইকোপোডিয়াম।
অ্যাসিড নাইট্রিক- ক্যাল্কেরিয়া, হিপার, মার্ক, মেজে, সালফার, পেট্রোলিয়াম।
অ্যাসিড ফস- কফি, ক্যাম্ফর, স্ট্যাফি।
অ্যাসিড ফ্লোর- সিলি।
অ্যাসিড সালফ- ইপি, পালস।
ইগ্নেসিয়া- পালস, নাক্স
ইপিকাক – নাক্স, ট্যাবে, চায়না, আর্স।
এপিস- ইপি, ক্যান্থা, ল্যাকে, লিডাম, নেট্রাম মিউর।
এসকিউলাস- নাক্স ভমিকা।
ওপিয়াম- বেল, ক্যামো, সিকিউটা, কফি, জেলস, ইপি, মার্ক, নাক্স, পালস, ভেরেট্রাম, জিঙ্কাম, সালফার, মদ্য, কফি, ইত্যাদি।
আম্ব্রা গ্রিজিয়া- ক্যাম্ফর, কফি, নাক্স, ভম, পালস, স্ট্যাফি। আস্ত্রা গ্রিজিয়া নিজে আবার স্ট্যাফিসেগ্রিয়া ও নাক্স ভমিকাকে অ্যান্টিডোট করতে পারে। পরস্পরের এই সম্বন্ধ যেন আমরা মনে রাখতে পারি।
ব্যারাইটা কার্ব – অ্যান্টিম- টার্ট, বেল, ক্যাম্ফ, ডালকা।
বেলেডোনা - কফিয়া, হায়ো, ক্যাম্ফ, হিপার, ওপি। ইহার পর ভিনিগার খেলে যে মাথাব্যথা বাড়ে তা আগেই বলেছি। এইখানে মনে রাখুন যে, বেলেডোনা নিজে অ্যান্টিডোট করতে পারে-অ্যাকোন, কিউপ্রাম, ফেরাম, হায়ো, মার্ক, প্লাম্বাম।
বার্বেরিস- ক্যাম্ফর।
বিসমাথ- ক্যাল্কে-কার্ব, ক্যান্সি, নাক্স।
বোভিস্টা- ক্যাম্ফর। কফি দ্বারা ইহার ক্রিয়ার ব্যাঘাত হয়।
ব্রায়োনিয়া- অ্যাকোন, অ্যালুমেন, ক্যাল্কে, ক্যামো, ক্লেমা, কফিয়া, ইগনে, অ্যাসিড মিউর, নাক্স ভম, পালস, রাস টক্স ও সেনেগা। ব্রায়োনিয়া নিজে কিন্তু রাস টক্সকে অ্যান্টিডোট করে।
ক্যাক্টাস- অ্যাকোন, ক্যাম্ফ, চায়না। আখের রস খেলে ক্যালেডিয়ামকে অ্যান্টিডোট করা যায়। তাই এই ঔষধ ব্যবহারের সময় আখের রস খেতে দিবেন না আপনার রোগীদের। ক্যালেডিয়াম নিজে আবার মার্কিউরিয়াসকে অ্যান্টিডোট করে।
ক্যাল্কেরিয়া কার্ব- ক্যাম্ফ, অ্যাসিড নাই, নাক্স ও সালফার। ক্যাল্কেরিয়া কার্ব নিজে অ্যান্টিডোট করতে পারে- অ্যাসেটিক অ্যসিড, বিসমাথ, চিনিনাম সালফ ও অ্যাসিড নাইট্রিককে।
ক্যাম্ফার- ওপিয়াম, ডালকামেরা।
ক্যানাবিস সাট- ক্যাম্ফর।
ক্যান্থারিস- অ্যাকোন, ক্যাফর, লরো, পালস। তৈল দ্বারা ক্যান্থারিসের ক্ষতিকর লক্ষণ প্রকাশ পায়। ক্যান্থারিসের সহিত কফিয়ার যে শত্রুভাব তা ভুলবেন না।
ক্যান্সিকাম- ক্যালেডিয়াম, ক্যাম্ফ, চায়ানা, সিনা, সালফার। ক্যান্সিকাম নিজে অ্যান্টিডোট করে ক্যালেডিয়াম, চায়না ও কফিয়াকে।
কার্বো অ্যানি- আর্স, ক্যাফ, নাক্স ভম।
কার্বো ভেজ- আর্স, ক্যাম্ফ, কফিয়া, ল্যাকেসিস। কার্বো ভেজ নিজে পচা মাংসের বিষক্রিয়া দূর করতে পারে।
কস্টিকাম- অ্যাসাফি, কফি, কলো, নাক্স। কস্টিকাম নিজে অ্যান্টিডোট করে - মার্কিউরিয়াস ও সালফারকে।
ক্যামোমিল-অ্যাকোন, অ্যালু, বোরাক্স, ক্যাম্ফ, ককিউলাস, কফি, কলোসি, ইগনে ও পালসেটিলা। ক্যামোমিলা নিজে অ্যান্টিডোট করে কফি ও ওপিয়ামকে।
চেলিডোনিয়াম – অ্যাকো, ক্যাম্ফ, মদ্য ও কফি। চেলিডোনিয়াম স্বয়ং ব্রায়োনিয়াকে অ্যান্টিডোট করে।
চায়না- অ্যারানিয়া, আর্স, আর্নি বেলেডোনা, ক্যাল্কেকা, কার্বো ভেজ, ইউপা পার্ফো, ফেরাম, ইপি, ল্যাকে, মার্ক, নেট্রাম, নাক্স, পালস, সালফ, সিপি, ভেরেট্রাম। চায়না নিজে আর্সেনিক ও ইপিকাককে অ্যান্টিডোট করে। এই ঔষধটি যে ফেরামের সহকারী এবং ইহার সহিত সেলিনিয়ামের যে শত্রুভাব।
সিকিউটা- আর্নি, ওপিয়াম। সিকিউটা ওপিয়ামকে অ্যান্টিডোট করে।
সিনা- ক্যাম্ফ, চায়না, ক্যান্সি, ইপিকাক। সিনা নিজে ক্যাপ্সিকাম, চায়না ও মার্কিউরিয়াসকে অ্যান্টিডোট করে।
ক্লেমাটিস- ব্রায়োনিয়া, ক্যাফর।
ককিউলাস- ক্যাম্ফ, ক্যামো, কিউপ্রাম, ইগনে, মার্ক, নাক্স। ইহার সহিত কফিয়ার যে শত্রুভাব তা মনে রাখুন।
কফিয়া- অ্যাকোন, ক্যামো, ইগনে, নাক্স ও পালস। কফিয়া অ্যান্টিডোট করে ক্যামো, কলো, নাক্স, সোরিনাম। সর্বদা মনে রাখতে হবে, কফিয়ার সহিত ক্যান্থা, কস্টি, ককিউ ও ইগনেসিয়ার বৈরীভাব।
কলোসিন্থ- ক্যাফ, কফি, স্ট্যাফি কস্টি, ক্যামো। বেশি মাত্রায় কলোসিন্থের বিষাক্ততায় উষ্ণ দুগ্ধ উপকার করে।
কোনিয়াম- কফি, অ্যাসিড নাইট্রিক।
ক্রোকাস- অ্যাকোন, বেল, ওপিয়াম।
ডিজিটেলিস- নাক্স, ওপিয়াম।
ডালকামেরা- ক্যাম্ফ, কিউপ্রাম, ইপি, মার্ক । ডালকামেরা নিজে কিউপ্রাম ও মার্কিউরিয়াসকে অ্যান্টিডোট করে। বেলেডোনা ও ল্যাকেসিসের সহিত ডালকামেরা যে আদৌ খাপ খায় না, তা জেনে রাখা খুবই আবশ্যক।
ইউফ্রেসিয়া- ক্যাম্ফর, পালস।
ফেরাম মেট- আর্স, চায়না, হিপার, ইপি, পালস ও ভেরেট্রাম।
জেলসিমিয়াম- চায়না, কফি, নেট্রাম মিউর।
গ্রাফাইটিস - অ্যাকোন, আর্স, নাক্স এবং মদ্য। গ্র্যাফাইটিস নিজে আর্স-আয়োড ও রাস টক্সকে অ্যান্টিডোট করে।
গুয়েকাম- নাক্স।
হ্যামামেলিস- পালস।
হেলেবোরাস- ক্যাফর, চায়না।
হিপার সালফ - অ্যাসেটিক অ্যাসিড, বেল, ক্যামো, সাইলিসিয়া। হিপার নিজে পটাসিয়াম আয়োডি, আয়োডি, মার্কারি ও ধাতুঘটিত ঔষধকে অ্যান্টিডোট করে।
হাইড্রাস্টিস- সালফার।
হায়োসায়ামস- অ্যাসিড অ্যাসেটিক, বেল, চায়না ও স্ট্রমোনিয়ামকে অ্যান্টিডোট করে।
হাইপেরিকাম- আর্স, ক্যামো, সালফার।
ইগ্নেশিয়া- আর্নি, ক্যাম্ফ, ক্যামো, ককিউ, কফি, নাক্স, পালস। ইগনেসিয়া নিজে জিঙ্কাম, কফি, ক্যামো ও পালসকে অ্যান্টিডোট করে। ইগ্নেশিয়ার সহিত কফিয়ার ও ট্যাবেকামের যে শত্রুভাব তা মনে রাখুন সর্বদা।
কেলি বাই- আর্স, ল্যাকে, পালস।
কেলি কার্ব- ক্যাফর, কফি।
ল্যাকেসিস- আর্স, বেল, মার্ক, নাক্স, অ্যাসিড ফস। ল্যাকেসিসের বিষক্রিয়া, লবণ অ্যালকোহল ও উত্তাপের দ্বারা দূর করা সম্ভব হয়।
লিডাম- ক্যাফর। লিডাম স্বয়ং চায়না, অ্যালকোহল ও মৌমাছি কামড়ের কুফল দূর করতে সমর্থ।
লাইকোপোডিয়াম- অ্যাকোন, ক্যাম্ফ, কস্টি, ক্যামো, গ্র্যাফা, পালস লাইকোপেডিয়াম স্বয়ং চায়নাকে অ্যান্টিডোট করে; কিন্তু উহা ক্যাল্কেরিয়া কার্ব, বা ল্যাকেসিসের পরে কাজ দেয়।
ম্যাগ-কার্ব - ক্যামোমিলা, রিউম। মার্কিউরিয়াস - হিপার, অ্যাসিড নাই, অরাম, কার্বো ভে, মেজে সালফ, আয়োডি, গুয়েকাম, ডালকামেরা, চায়না, স্ট্যাফি ফেরাম, বেল, ল্যাকে, ওপি, ক্যাল্কে কার্ব। মার্কিউরিয়াস সাইলিসিয়া যে পরস্পরের পর ভালো কাজ করে না, তা সর্বদা মনে রাখতে হবে।
মার্ক- কর - সাইলিসিয়া।
মেজেরিয়াম- ক্যাল্কেয়া কার্ব, নাক্স, মার্ক ক্যাম্ফর।
মস্কাস- ক্যাম্ফর।
নেট্রাম মিউর - ফস, আর্স। নেট্রাম মিউর নিজে আর্জেন্টাম নাই, চিনি সালফ ও মৌমাছির দংশনের কুফল নষ্ট করে।
নাইট্রিক অ্যাসিড- ক্যাল্কে-কা, ক্যাম্ফ, হিপার, মার্ক, সালফার। নাইট্রিক অ্যাসিডের সহিত ল্যাকেসিসের শত্রুভাব মনে রাখুন।
নাক্স ভমিকা- অ্যাকোন, ক্যাম্ফ, ক্যামো, ককিউ, কফি, পালস, মদ্য ও অ্যালকোহল। জিঙ্কামের সহিত নাক্সের শত্রুভাব।
ওপিয়াম - কড়া কফি, বেল, ইপি, নাক্স। ওপিয়াম নিজে অ্যান্টিডোট করে বেল, ডিজি, ল্যাকে, নাক্স, প্লাম্বাম, স্ট্রামো ও অ্যান্টিম-টার্টকে।
ফসফরাস- নাক্স, কফি, টেরেবিন্তু, ক্যাম্ফর। ফসফরাস নিজে টেরেবিস্থ ও রাস ভেনকে অ্যান্টিডোট করে। ফসফরাসের সঙ্গে কস্টিকামের যে শত্রুভাব, তা আগেই জানিয়েছি।
অ্যাসিড ফস- ক্যাফর, কফিয়া।
ফাইটোলাক্কা- ইগনে, সালফার ও ওপিয়াম। ইহা ছাড়া দুগ্ধ ও লবণ ইহার বিষক্রিয়া দূর করে।
প্ল্যাটিনা - পালস।
প্লাম্বাম- অ্যালুমেন, ওপি, পেট্রোল, নাক্স ভম, ককিউলাস, জিঙ্কাম।
পডোফিলাম- নাক্স ভমিকা, ল্যাক্টিক অ্যাসিড।
সোরিনাম- কফিয়া।
পালসেটিলা- ক্যামো, কফি, ইগনে, নাক্স ভম।
র্যানানকিউলাস - ব্রায়ো, ক্যাক্ষর, পালস ও রাস টক্স।
রিউম- ক্যাক্ষর, ক্যামো, কলো, মার্ক, নাক্স, পালস।
রাস টক্স- বেল, ব্রায়ো, ক্যাম্ফ, কফি, ক্রোটন, সালফার। রাস টক্সের সহিত এপিসের শত্রুভাব মনে রাখবেন। রাস টক্স নিজে যদিও ব্রায়োনিয়াকে অ্যান্টিডোট করে, তথাপি উহারা পরস্পর সহকারীও বটে- এমনি মজার ব্যাপার।
স্যাবাডিলা- পালস।
স্যামবিউকাস-আর্স, ক্যাম্ফর। স্যামবিউকাস নিজে আর্সেনিককে অ্যান্টিডোট করে
সার্সাপ্যারিলা- বেল, মার্ক।
সিকেল- ক্যাক্ষর।
সেলিনিয়াম- ইগনেসিয়া ও পালস। চায়না ও মদ্যের সহিত সেলিনিয়ামের শত্রুভাব।
সেনেগা- আর্নি, বেল, ব্রায়ো, ক্যাক্ষর।
সিপিয়া- নাইট্রি স্পির ডালসিসের ঘ্রাণে অতি সত্বর কুফল দূর হয় অ্যান্টিম-ক্রুড, অ্যান্টিম-টার্ট, অ্যাকোন। ল্যাকেসিসের সাথে সিপিয়ার খাপ খায় না (incompatible)
সাইলিসিয়া- অ্যাসিড-ফ্লু , হিপার, ক্যাল্কে-সা, ক্যাফর। স্পাইজিলিয়া- অরাম, ককিউলাস, পালস, ক্যাক্ষর।
স্পন্ডিয়া- ক্যাক্ষর।
স্ট্যানাম- পালস।
স্ট্যাফিসেগ্রিয়া -ক্যাফর।
স্ট্রামোনিয়াম-বেল, হায়ো, নাক্সভ।
সালফার- অ্যাকোন, ক্যাফ, ক্যামো, চায়না, মার্ক, পালস, রাস টক্স সিপিয়া।
অ্যাসিড সালফ- পালস। কিন্তু পালস ও অ্যাসিড সালফ উভয়ে পরস্পর সহকারী ঔষধও বটে।
ট্যাবেকাম- আর্স, ইপি, নাক্স, ফস, ইগনে, পালস, সিপি, লাইকোপোডিয়াম ও ক্লেমাটিস।
থুজা- ক্যামো, ককিউ, ক্যাম্ফ, মার্ক, পালস ও সালফার। থুজা নিজে অ্যান্টিডোট করে-আয়োডি, মার্ক, নাক্স, সালফার ও থিয়া। ভ্যালেরিয়ানা- ক্যাফর, কফি, পালস এবং ভ্যালেরিয়ানা নিজে ক্যামোমিলাকে অ্যান্টিডোট করে। ভেরেট্রাম অ্যালবাম-অ্যাকোন, ক্যাম্ফ, চায়না ও কফিয়া। ভেরেট্রাম নিজে অ্যান্টিডোট করে-আর্স, চায়না, কিউপ্রাম, ফেরাম ওপিয়াম ও তামাক।
ভেরেট্রাম ভিরিডি- ট্রিকনিনের আক্ষেপ ইহাতে দূর হয়।
জিঙ্কাম- হিপার, ইগনে, ক্যাফর। এই খানে আমাদের মনে রাখতে হবে যে, ক্যামোমিলা ও নাক্স ভমিকার সহিত জিঙ্কাম আদৌ খাপ খায় না (incompatible)।
0 মন্তব্যসমূহ