এই ব্লগটি শুধুমাত্র নব্য চিকিৎসক এবং শিক্ষাথীদের জন্য প্রযোজ্য।
Colchicm Autumnale - কলচিকাম অটামনেল
প্রতিশব্দ : কলচিকাম, কলচিকাম কমিউন, টিউবার রুট,
বন্য জাফরান।
উৎস ও বর্ণনা : ইহা খুব কান্ড বিশিষ্ট একপ্রকার গাছড়া। ৩ হইতে ৫ টি ঘন সবুজ লম্বাপাতা এই
গাছে থাকে। সেপ্টেম্বর বা অক্টোবরে ডাঁটার মধ্যে একটি সুগন্ধি ফুল ফুটিয়া থাকে। ইহার
স্বাদ তিক্ত, ইহার টাটকা মূল ঔশধে ব্যবহৃত হয়।
প্রাপ্তিস্থান : ফ্রান্স, জার্মেনী, ইউরোপের মাঠে ইহা
জম্মিয়া থাকে।
প্রস্তুত প্রণালী : হোমিও ফার্মাকোপীয়ার
নিয়মানুসারে টাটকা মূলের সহিত সুরাসার মিশ্রিতি করিয়া মূল অরিষ্ট ২x প্রস্তুত হয়।
ক্রিয়াস্থান : অস্হির আবরন, মাংসপেশী ও গাঁইটের শ্লৈম্মিক
ঝিল্লীর উপর, মস্তিষ্ক এবং স্নায়ু , পাকস্থলী, অন্ত্রের মিউকাস মেমব্রেন, লিভার, মূত্র
ও শ্বাসপ্রশ্বাস যন্ত্রের কিছু অংশে ইহার বিশেষ ক্রিয়া দেখিতে পাওয়া যায়।
মানসিক লক্ষণ :
০১. ইঁদুর স্বপ্ন দেখে।
০২. গোলমাল মাল সহ্য করিতে পারে না।
০৩. কোন দরনের খারাপ ব্যবহার সহজ্য করিতে পারে না।
০৪. লিখিবার সময় শব্দ বা অক্ষর ভূল করে।
০৫. স্বরণ শক্তিহীনতা ও আত্নভোলা।
০৬. আবেগ ও উদ্বেগপূর্ণ ।
চরিত্রগত লক্ষণ :
০১. বাতের বেদনা ছিঁড়িয়া খুঁড়িয়া ফেলিবার বা টানা হেঁচড়ার মত।
০২. গ্রীষ্মের ঋতুতে বেদনা অতি অল্প
উপরেই থাকে। বাম দিকে হইতে ডানদিকে পরিচালিত হয়।
০৩. রান্নার গন্ধ বা খাদ্যদ্রব্যের ঘ্রাণ পাইলে গা বমি বমি ও বমি। খাদ্যদ্রব্যের
কথা চিন্তা করিলেও বমি ভাব ।
০৪ গোলমাল, তীব্রগন্ধ, কুব্যবহার এবং অন্যের সংশ্রব আদৌ সহ্য করিতে পারে না।
০৫. শব্দ, স্পর্শ, আলো, নড়াচড়া সবই অসহ্য।
০৬. পেটের মধ্যে একবার জ্বালা ও একবার ঠান্ডাবোধ হয়।
০৭. শোক বা অন্যের কুকার্য দেখিয়া মানসিক যাতনা হেতু পীড়া।
০৮. পেটে অত্যাধিক বায়ু জমিয়া পেট ফুলিয়া উঠে।
০৯. সুর্যাস্ত হইতে সুর্যোদয় পর্যন্ত বৃদ্ধি
হয়।
প্রয়োগক্ষেত্র :
পাকস্থলীর পীড়া, কলেরা, আমাশয়, বাত ও গেঁটে বাত,
শোথ, প্রস্রাবের পীড়া, টাইফয়েড জ্বর, জিহ্বার পক্ষাঘাত, হৃদপীড়া, চাপচাপ পঁচা রক্ত।
মাথা : মাথা ব্যথা প্রধানত সম্মুখ এবং পিচনের
দিকেও ঘাড়ে, খারাপ বিকালে এবং সন্ধ্যায়।
চোখ : চক্ষুর ভীষন্নতা মধ্যে বৈচিত্র। উম্মক্ত বাতাসে উপসম, চোখের মধ্যে হিংসাত্নক,
জোরে কথা বলার পরে দৃষ্টি কমে যায়।
মুখ : মুখের পেশী মধ্যে ব্যথা, প্রায় চলন্ত।
গাল লাল, গরম, ঘাম খুব খিঁচুনি ডানদিকের চোয়ালের কোণের পিছনে ব্যথা।
পেট : শুকনো মুখ, জিহ্বা জ্বালা, পানির পিপাসা,
পেটর মধ্যে ব্যথা। খাদ্যের গন্ধ ভয়াবহ এমনকি বেশেষ করে মাছের কারণেও বমি বমি সৃষ্টি
করে।
মল : ব্যথা, জেলি মত শ্লেম্মা, যেমন মলদ্বার
খোলা ছিল। মলদ্বার মধ্যে পিচ্ছিল মনে হয়।
স্ত্রী : স্ত্রী যোনিদ্বার এবং ভগাঙ্কুর মধ্যে
ফুসফুরত্ব উত্তেজনা।
প্রস্রাব : রক্তাক্ত, বাদামি, কালো কালি, বিভিন্ন
ভিবক্ত রক্ত, অ্যালবামিন, চিনির দাগ রয়েছে।
চামড়া : মুখের উপর দাগ, বুকে এবং পেটে ছুলি।
বৃদ্ধি : সন্ধ্যায়, রাত্রিতে, সূর্যাস্ত হইতে
সূর্যোদয় সময়ের মধ্যে, খাদ্যদ্রব্যাদির এবং রন্ধনের গন্ধে।
হ্রাস : সামনে ঝুঁকিলে, গরম ঘরে, আবৃত করিলে।
পরবর্তী ঔষধ : পালসেটিলা, সিপিয়া, কার্ব্বোভেজ, মার্কুরিয়াস,
নাক্স, ব্রায়োনিয়া, আর্স ও এপিস।
ক্রিয়ানাশক : নাক্স, পালসেটিলা, স্পাইজেলিয়া, বেলেডোনা,
ক্যাম্ফার, লিডাম, ককুলাস, মধু ও চিনি।
ক্রিয়া স্থিতিকাল : ১৪ হইতে ২০ দিন।
ক্রম : ১x হইতে ৩০ শক্তি।
ডাঃ মহি উদ্দিন
প্রভাষক :- ফেনী হোমিওপ্যাথিক
মেডিকেল কলেজ।
যোগাযোগ
:- ফরাজী হোমিও হল।
সদর হাসপাতাল, উত্তর বিরিঞ্চি রোড় - ফেনী
blog: htth://fhhfeni.blogspot.com
0 মন্তব্যসমূহ