বায়োকেমিক ঔষধ – ফেরাম ফসফোরিকাম সংক্ষিপ্ত আলোচনা
Ferram phosphoricum - ফেরাম ফসফোরিকাম
প্রধান রোগ নির্দেশনা ( Major Indication )
রক্ত স্বল্পতা ( Anemia )
যে কোন ব্যথার
প্রাথমিক অবস্থা ( First stage of all pains )
জ্বর
( Fever )
প্রদাহ (Inflammation
) মাথা
ঘোরা
( Vertigo )
শিশুদের মাথা
ব্যথা ( Children's headache )
বৃহদান্তের
প্রদাহ ( Colitis )
বার বার ঠান্ডা-কাশি
( Recurrent cold and cough )
বাত ব্যথা ( Rhematism
)
বৃক্ক প্রদাহ ( Nephritis
)
মুখে ঘা ( Stomatitis
)
ক্রিয়াস্থান ( Center
of Action )
বিশেষ করে
রক্তকণিকা ( Blood corpuscles )
শিথিল মাংসপেশীর
( Relaxed condition of muscular tissue ) ক্ষেত্রে ।
সাধারণ ক্রিয়া ( General Action )
যে কোন রােগের
প্রথম অবস্থায় ইহা অতি উপযােগীতার সাথে ব্যবহার হয় । যে কোন স্থানে রক্ত জমা
হয়ে প্রদাহ উপস্থিত হলে ফেরাম ফস অত্যন্ত কার্যকর কেননা রক্তের উপর ইহার প্রধান
ক্রিয়া দেখা যায় । জ্বরের সময় দ্রুত রক্ত সঞ্চালন হলে ইহা প্রয়ােগ করা যায় ।
রক্ত সঞ্চয় , রক্তহীনতা ,
রক্তাধিক্য , রক্তশূন্যতা সবক্ষেত্রেই ইহা সমধিক উপযােগী ।
ফেরাম ফসের অভাব হলে রক্তকণিকার ও অভাব হয় এবং রােগী রক্তস্বল্পতায় ভােগে ।
রক্তকণিকার সৃষ্টিকারক ফেরাম ফস , অতএব ইহা জীবনী
শক্তিবর্ধক ও জীবন রক্ষক ঔষধ ।
গুরুত্বপূর্ন
লক্ষণ ( Important Symptoms )
১/ সকল প্রকার
প্রদাহের প্রাথমিক অবস্থা ।
২/ একোনাইটের ন্যায় হ্রষ্টপুষ্ট , বলবান ও রক্তবিশিষ্ট লােকদের পীড়ায় ফেরাম , ফস উপযােগী নয় ৩/ মস্তকে রক্ত প্রবাহের উচ্ছাস , দপদপানি অনুভূতি । শিরঃপীড়া , শীতল জল প্রভৃতি প্রয়ােগে উপশম ।
৪/ চক্ষু রক্তবর্ণ , প্রদাহযুক্ত তৎসহ জ্বালাকর অনুভূতি ।
৫/ মুখমন্ডল রক্ত
সঞ্চয়হেতু রক্তিমাভ ।
বৃদ্ধিঃ
গরম প্রয়ােগে , গরম আহারে ও পানে এবং সঞ্চালনে ।
উপশমঃ
শীতল প্রদানে , আহারে , পানে ও স্থির
হয়ে থাকিলে ।
মাত্রা ও
সেবনবিধি ( Dosage and Administration )
প্রাপ্ত বয়স্কঃ
৪-৬ টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার অপ্রাপ্ত বয়স্কঃ ২-৩ টি করে ট্যাবলেট দিনে ৩-৪
বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
ফেনী সদর হাসপাতাল মোড়-উত্তর বিরিঞ্চি ফেনী।
মোঃ- ০১৮১৪ ৩১ ৯০ ৩৩
0 মন্তব্যসমূহ