Agnus Castus - এগনাস কাষ্টাস




এই ব্লগটি শুধুমাত্র নব্য চিকিসক এবং শিক্ষাথীদের জন্য প্রযোজ্য।

Agnus Castus - এগনাস কাষ্টাস


প্রতিশব্দ : ভাইটেক্স এগনাস ক্যাষ্টা, চেষ্টট্রি

উৎস : চেষ্ট ট্রি নামক এক জাতীয় বহু শাখা বিশিষ্ট বৃক্ষ। পাতাগুলির উপরের পিঠের বর্ণ সবুজ এবং নীচের পিঠের বর্ণ ধূসর, ফুলগুলি নীল অথবা বেগুনি বর্ণের হয়ে থাকে। 

প্রাপ্তিস্থান : ভূমধ্যসাগরের উপকূলে, ফ্রান্স ও গ্রীসের দক্ষিণে বালুকাময় এবং শিলাময় পাহাড়ের ধারে জন্মিয়া থাকে। 

প্রুভার : স্ট্যাফ কর্তৃক ১৯৩১ সালে হোমিও চিকিৎসায় পরিচিত হয়। 

ক্রিয়াস্থান : পুরুষ ও স্ত্রী জননেন্দ্রিয়ের স্নায়ুর উপর। তবে স্ত্রী অপেক্ষায় পুরুষের উপরই ইহার ক্রিয়া অধিক হইয়া থাকে। জননেন্দ্রিয়ের নিস্তেজ ভাব ও ধ্বজভঙ্গ আনিয়া থাকে। 

মানসিক লক্ষণ : রতি বিষয়ক অক্ষমতা বিষাদ মৃত্যু ভয়। শীঘ্রই মরিয়া যাইবে এই ভয়ে ভিত। অন্য মনষ্ক, ভুলো প্রকৃতি এবং সাহসের অভাব। এক প্রকার কাল্পনিক মাছের গন্ধ পায়। 

চরিত্রগত লক্ষণ :
১. স্নায়বিক ও মানসিক দুর্বলদতা।
২. অতিরিক্ত হস্তমৈথুন বা পুনঃপুনঃ গনোরিয়াবশত ধ্বজভঙ্গ, ইন্দ্রিয় শীতল ও ঝুলিয়া পড়ে।
৩. কামেচ্ছা চলিয়া যাওয়া।
৪. বমি বমি ভাব, মনে হয় যেন নাড়ীভুড়ি নীচের দিকে নামিয়া যাইতেছে।
৫. মল নরম কিন্তু একটু বাহির হইয়া আবার ভিতরের দিকে ঢুকিয়া যায়।
৬. জরায়ুর শিথিলতা সহ লিউকোরিয়া, প্রসবান্তে স্তনদুগ্ধ লোপ, তৎসহ বিষাদ।
৭. প্রসূতির স্তনে দুগ্ধের অভাব, শিশু দুগ্ধ পায়না। 

পুরুষজননেন্দ্রিয় : অতিরিক্ত হস্তমৈথুন করিয়া অকালে বার্ধক্য, পুনঃপুনঃ প্রমেহ আক্রমণ এবং ধ্বজভঙ্গ। অতিরিক্ত শুক্রক্ষয় করিয়া অল্প বয়সেই বৃদ্ধের মত অবস্থা হয়। লিঙ্গ শিথিল, বক্র, ঠান্ডা ও আকারে ছোট হইয়া গিয়াছে, কামেচ্ছা একেবারেই হয় না। সুন্দরী ও যুবতী স্ত্রীও তাহার লিঙ্গোদ্রেক ঘটাইতে পারেনা। মনের শুখ শান্তি নাই, আত্নহত্যা করার ইচ্ছা, মেজাজ খিট খিটে, জননেন্দ্রিয় ঝুলিয়া পড়িয়াছে। 

স্ত্রীজননেন্দ্রিয় : কোন স্ত্রীলোক অতিরিক্ত হস্তমৈথুনে অভ্যস্ত ছিল, সে বিবাহের পর দেলিল যে সঙ্গমকার্যে আর জননেন্দ্রিয় শিহরণ অনুভব করেনা, স্বামী সহবাসে ইচ্ছা নাই। স্ত্রীলোক বন্ধ্যা, ঋতুবন্ধ বা অতি সামান্য পরিমাণে স্রাব হয়। লিউকোরিয়া স্রাবে কাপড়ে চকচকে হলদে দাগ পড়ে। 

পাকস্থলী : অতি সাধারণ খাদ্য ব্যতীত সব খাদ্যেই পাকস্থলীর গোলযোগ দেখা যায় ও বমি বমি ভাব হয়। রক্ত হীনতা দেখা দেয়। দুর্বলতা ও কোষ্ঠবন্ধ দেখা দেয়। মলত্যাগ করিতে জোরে কেঁথ দিতে হয়, মলত্যাগ প্রায়ই নিষ্ফল। মলদ্ধারে চুলকানি ও জ্বালা। মলদ্ধারে চামড়া উঠিয়া যায়।

পরবর্তী ঔষধ : আর্সেনিক এল, ব্রায়ো, ক্যালেডি, ইগ্নে, লাইকো, পালস, সেলিনিয়াম, সালফার। 

ক্রিয়ানাশক : নাক্স, ক্যাম্ফার। 

সমন্ধ যুক্ত বা তুলনীয় : সেলিনিয়ম, এসিড ফস, লাইকো। 

ক্রিয়াস্থিতিকাল : ৮ হইতে ১৪ দিন। 

ব্যবহারের ক্রম : Q হইতে ৬ষ্ঠ শক্তি।





ডাঃ মহি উদ্দিন
প্রভাষক :- ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।
যোগাযোগ :- ফরাজী হোমিও হল।
সদর হাসপাতাল, উত্তর বিরিঞ্চি রোড় - ফেনী
#01814319033


একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)