প্যালেডিয়ম, Palladium - মেটেরিয়া মেডিকা - হোমিওপ্যাথিক মেডিসিন

প্যালেডিয়ম  
Palladium 





উৎস:- ধাতব পদার্থ

প্রুভার:- প্রথমে ডাঃ হেরিং ইহার পরীক্ষা করেন 

ক্রিয়াস্থান:-  টেম্পোরো-প্যারাইট্যাল নিউরারজিয়া, কাঁধে ব্যথা, তলপেটে ব্যথা, ডান কুঁচকীর ফোলা, এই ঔষধটা স্ত্রীলোকদিগের পাঁড়াতেই অধিক ব্যবহৃত হয়।  

 মানসিক লক্ষণ:-  
১। অত্যন্ত অহঙ্কারী।  
২। একটুতেই মেজাজ গরম হয়, ক্রুদ্ধ হয় ও কটু কথা বলে।  
৩। কেহ ভাল বলিলে বেশ খুশী হয়; কিন্তু মন্দ বলিলে চটিয়া যায়।  
৪। একটুতেই প্রায় কাঁদিয়া ফেলে। 
৫। রাতের বেদনা বৃদ্ধি, অঙ্গুলি হইতে উরু ও হাঁটুতে যায় ।

স্ত্রী-ব্যাধি:- ইহাতে ডানদিকের ডিম্বকোষ অধিক আক্রান্ত হয়। ডিম্বকোষের (ওভেরির) নিউর্যাজিয়া, তীরবেধার মত একপ্রকার বেদনা – ডিম্বকোষের স্থান হইতে নিম্নে ডান উরুতে নামে এবং সময়ে সময়ে উর্দ্ধে বুকে পরিচালিত হয়। ডান শুভেরি ফোলে ও তথায় অত্যন্ত টাটানি-বেদনা থাকে। প্রস্রাবত্যাগকালে ভীষণ কষ্ট হয়, তাহার সহিত, জরায়ু যেন বাহির হইয়া পড়িবে এইরূপ ধারণা, শুইয়া থাকিলে বেদনা কিছু কম থাকে। জরায়ুর স্থানচ্যুতি তৎসহ পিঠে ও উরুতে বেদনা। দ্রুত হাঁটিলে, স্তন্যপান করাইলে রজঃস্রাব হয়। অমাবস্যায় ঋতু হইলে পূর্ণিমায় পূর্ণ প্রকাশ পায়, প্রায় ১৫ দিন পরে (অমাবস্যা, পূর্ণিমায় – ক্রোকাস)।

শ্বেত প্রদর:-মণ্ডের মত স্বচ্ছ স্রাব, ঋতুর পূর্ব্বে ও পরে উহার বৃদ্ধি। 

ক্রম:- ৬–১২ শক্তি।

ফরমূলা:- ৭।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ