Caulophyllum Thalictroides - কলোফাইলাম থ্যালিকট্রোয়িডস




এই ব্লগটি শুধুমাত্র নব্য চিকিসক এবং শিক্ষাথীদের জন্য প্রযোজ্য।

Caulophyllum Thalictroides - কলোফাইলাম থ্যালিকট্রোয়িডস

প্রতিশব্দ :  ব্ল্যু কেকহশ, লিওনটিস থ্যালিকট্রোয়িডস, ব্ল্যু বেরিচেট লিওনটিস, স্কোয়ার্ড রুট।
স : যুক্তরাষ্ট্রে ও কানাডায় উপন্ন স্কোয়ার্ড রুট নামক একপ্রকার জটপাকানো প্রন্থিময় বহুবর্ষতীবি গাছড়ার টাটকা গাছড়ার টাটকা মূল হইতে এই ঔষধটি প্রস্তুত হয়।
বর্ণনা : ইহা এক প্রকার জট পাকানো প্রন্থিময় বহুবর্ষজীবি গাছড়া। কান্ড ১ হইতে ২ ফুট লম্বা হইয়া থাকে। এপ্রিল মে মাসে বেগুনী বা হলুদবর্ণের ফুল ফুটিয়া থাকে ।টাটকা মূল ঔষধে ব্যবহৃত হয়।
প্রপ্তিস্থান : আমেরিকায় যুক্তরাষ্ট্রে ও কানাডাতে এই গাছড়া জন্মিয়া থাকে।
প্রুভার : ড়াঃ বাট এবং মিন্সপগ এই ঔষধ প্রুভ করেন।
ক্রিয়াস্থান : জরায়ু, স্ত্রীজননেন্দ্রিয়ের পেশী, শরীরের ক্ষুদ্রসন্ধির সংযোগস্থলের উপরও ইহা ক্রিয়া করিয়া থাকে।
মানসিক লক্ষণ :
১. রোগী খিটখিটে হইয়া যায়। সহ্য ক্ষমতা একেবারেই কম।
চরিত্রগত লক্ষণ :
১. স্পল্পক্ষণ স্থায়ী অনিয়মিত প্রসব বেদনা।
২. সবিরাম ধরণের আক্ষেপিক প্রসব বেদনা।
৩. অতি সামান্য সময় মাত্র বেদনা হইয়া প্রসব হওয়ায় রক্তস্রাব ও প্রসবের পর জরায়ু স্বাভাবিক আকারে সংকুচিত না হওয়া।
৪. প্রসবের পর জরায়ুর শিথিলতা বশতঃ অনেকদিন পর্যন্ত স্রাব ।
৫. জরায়ুর দুর্বলতা বশতঃ প্রতিবারেই গর্ভস্রাব।
৬. রক্ত প্রদর তসহ ভয়ানক শূলবেদনা।
৭. হৃপিন্ড প্রদেশে বেদনা। পাকস্থলীর আক্ষেপ।
৮. দেরীতে প্রসব, জরায়ুর মুখ শক্ত, সেজন্য অনেক্ষণ বেদনা হওয়ার পরও প্রসব হয় না।
৯. জিহ্বা এবং ঠোঁটের উপর সরের ন্যায় দেখিতে এক প্রকার ক্ষত।
১০. ক্ষুদ্র ক্ষুদ্র গাঁটে বাত, স্থান পরিবর্তনশীল বেদনা ও আক্রান্ত গাঁটের আড়ষ্টতা।
১১. ঋতু ও জরায়ু সংক্রান্ত উপসর্গ আছে এই ধরণের স্ত্রীলোকদের চর্মের রঙের বিকৃতি।
প্রয়োগ ক্ষেত্র : বাধকবেদনা, প্রসব বেদনা, প্রদর, জরায়ুর পীড়া, গর্ভস্রাব, বাতরোগ, গর্ভবস্থায় পীড়া।
জরায়ুর পীড়া : জরায়ুর পশ্চা বক্রতায় এবং জরায়ুর পেশীর দুর্বলতা বশত: জরায়ু বাহির হইয়া পড়িলে। জরায়ুর আক্ষেপিক বেদনা।

ঋতু : জিবনের প্রথম ঋতু হইবার সময় মেয়েদের মূর্ছা, মৃগী দেখা দিলে ।
লিউকোরিয়া : শিশুদের লিউকোরিয়া, লিউকোরিয়ার এত বেশি যে গর্ভবতী হইতে দেয় না।
প্রস্রাব বেদনা : জরায়ুর মুখ শক্ত ও দৃঢ়বন্ধ, ব্যথা ক্ষণস্থায়ী, একবার আসে আবার ছাড়িয়া যায়, অনিয়মিত ও কষ্টকর । ৯ মাসের পূর্বে কৃত্রিম প্রসাব-বেদনা।
প্রস্রাব পরবর্তী পীড়া : প্রসাবের পর জরায়ু স্বাভাবিক আকারে পরিণত না হইলে। রোগীর অত্যান্ত দুর্বল হইয়া পড়ে, শরীলে বল থাকেনা।
বাত পীড়ায় : হাতের বা পায়ের বাত ইহা ‍উপকারী। বেদনা ও ফোলা এবং সেই সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যাঙ্গ উড়োবেদনা হয়। সমস্ত আঙ্গুল ও কব্জির বাত হইলে ইহা উপকারী ।
 বৃদ্ধি : ঋতুবন্ধে, খোলা বাতাসে, গর্ভবস্থায়, সন্ধ্যাকালে।
হ্রাস : ঘরের মধ্যে ।
সদৃশ : ভাইবর্ণম ওপু, ভাইবর্ণম প্রুণি, একটিয়া, বেলেডোনা, চায়না, পালসেটিলা, লিলিয়ম।
ক্রিয়া স্থিতিকাল : ১ দিন।
ক্রম : ১x ৬ হইতে ২০০ শক্তি।
ডাঃ মহি উদ্দিন
প্রভাষক :- ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।
যোগাযোগ :- ফরাজী হোমিও হল।
সদর হাসপাতাল, উত্তর বিরিঞ্চি রোড় - ফেনী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ