এই ব্লগটি শুধুমাত্র নব্য চিকিৎসক এবং শিক্ষাথীদের
জন্য প্রযোজ্য।
Dioscorea Villosa - ডায়স্কোরিয়া ভিলোসা
প্রতিশব্দ :
ডাইওস্কোরিয়া, ডাইওস্কোরিয়া কুইনাটা, উবিয়াম
কুইনাটাম, চায়না রুটা, কলি রুটা, হেয়ারী ইয়েম।
বর্ণনা :
ইহা এক জাতীয় লতানু উদ্ভিদ। বেড়ার উপর বা ঝোপের
মধ্যে ইহা লতাইয়া থাকে। জুলাই মাসে ফ্যাকাশে সবুজ ও হলুদ বর্ণের ফুল ফুটিয়া থাকে। পুষ্পিত
হওয়ার পূর্বে সংগৃহীত টাটকা মূল ঔষধে ব্যবহৃত হয়।
উৎস :
আমেরিরকায় যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে উৎপন্ন চায়না রুট নামক এক প্রকার লতা জাতীয়
উদ্ভিদের ফুলফোটার পূর্বে সংগৃহীত টাটকা মূল হইতে ঔষধটি প্রস্তুত করা হয়।
প্রাপ্তিস্থান :
আমেরিকায় যুক্তরাষ্ট্রর ও ইংল্যান্ডের আর্দ্র
লোকালয়ে ইহা জম্মিয়া থাকে।
প্রুভার :
ডাঃ এ, এম, কাসিং ইহা প্রুভ করেন।
প্রস্তুত প্রণালী
:
লতা জাতীয় উদ্ভিদে ফুল ফোটার পূর্বে সংগৃহীত
টাটকা মূল সুরাসার সহযোগে মূল অরিষ্ট ২X শক্তি প্রস্তুত করা হয়।
ক্রিয়াস্থান :
পরিপাকতন্ত্র, যকৃত, হৃৎপিন্ড, স্নায়ুমন্ডল,
রক্ত।
মানসিক লক্ষণ :
১/
স্মৃতি বিভ্রান্তি, একজনকে ডাকিবার সময় অপরকে ভুল করিয়া ডাকে।
২/
কোন একটি জিনিষ চাহিবার সময় অপরটি ভুল করিয়া চাহে।
৩/
একা থাকিতে ভালবাসে।
চরিত্রগত লক্ষণ :
১/
অতিশয় যন্ত্রণাদায়ক উদরশূল।
২/
বেদনা পেট হইতে আরম্ভ হইয়া পৃষ্ঠে ও হস্তে পর্যন্ত পরিচালিত হয়। এই বেদনা
চলাপেরা করিলে বা ধনুকের মত বাঁকিলে উপশম হয়।
৩/
উদরাময়, হলদে তরল মল।
৪/
প্রাতঃকালীন উদরাময়।
৫/
প্রতে মুখ শুষ্ক ও তিক্ত। জিহবায় প্রলেপ যুক্ত, পিপাসা হিনতা।
৬/
একরাত্রে কয়েকবার স্বপ্নদোষ।
৭/
আক্রান্ত স্থানে চাপ সহ্য হয় না।
৮/
আঙ্গুল হাড়ায় তীব্র বেদনা।
৯/ পেটের অর্ধভাগ শূন্য বোধ।
১০/ হাঁটুতে অতিশয় দুর্বলতা, হাটিতে কষ্ট বোধ ।
প্রয়োগক্ষেত্র :
পেটে বেদনা, পিত্ত পাথরী বেদনা, সায়েটিকা, স্বপ্নদোষ, হৃদশূল, আঙ্গুল হাড়া।
উদরশূল বেদনা বা পেট
ব্যথা :
বেদনা তলপেটে এমনকি কুঁচকীর নিকট হইতে আরম্ভ
হইয়া সমস্ত পেটে ছড়াইয়া পড়ে। পশ্চাৎ দিকে হেলিলে কিম্ভা সোজা হইয়া বসিলে অথবা
শুইলে বেদনা উপশম হয়। পেটে গড় গড় করিয়া ডাকে, বায়ু নিঃসরণ হয়, তলপেট, পাকস্থলী ও অন্ত্রে,
থামিয়া থামিয়া কাটা ছেঁড়ার মত ভয়ানক বেদনা হয়। মুখ দিয়া জল উঠে, বেদনার সময় বমন, ঢেকুর
উঠে, পেট ফোলে, ময়লা জিহবা।
আঙ্গুল হাড়া :
আঙ্গুল হাড়ায় বেদনা অতিশয় তীব্র হয়, যেন কিছু
ফুটিতেছে এইরুপ বোধ হয়। রোগী মনে করে আঙ্গুলে প্রদাহে সূঁচ ফুটিতেছে এই রৃপ বেদনা।
পিত্তপাথরী :
যকৃত হইতে বেদনা আরম্ভ হইয়া বাম স্তনের বোঁটা
পর্যন্ত তীরবেগে ছুটিয়া যায়। পিত্ত কোষ হইতে বেদনা আরম্ভ হইয়া বক্ষস্থল, পৃষ্ঠদেশ এবং
বাহুযুগল পর্যন্ত প্রসারিত হয়। পেট ফাঁপার সহিত শূলানি বেদনা ও প্রাতঃকালিন উদরাময়।
পিত্তশূল তৎসহ হাতে পায়ে বেদনা।
সায়েটিকা :
বেদনা তীরের মত উরুর উপর দিয়ে নিম্নদিকে নামে।
ডান দিকের সায়েটিকা, একটু নড়াচড়া করিলে বা বসিয়া থাকিলে বেদনার বৃদ্ধি। সম্পুর্ণ স্খির
থাকিলে বেদনার উপশম ।
স্বপ্নদোষ :
এক রাত্রিতে ২/৩ বার স্বপ্নদোষ হয় এবং পরদিন
অত্যন্ত দুর্বলতাবোধ করে। হাঁটুগুলি এত বেশি দুর্বল হয় যেন সামন্য মাত্র শক্তিও ইহাতে
থাকেনা, হাঁটুতে বেদনা।
বৃদ্ধি :
নিছের দিকে ঝুকিলে, শয়নে, সন্ধ্যায় ও রাত্রে,
আহারের পর।
উপশম :
সোজা হউয়া দাঁড়াইলে, মুক্ত বাতাসে, চাপনে, হাটা
হাটি করিলে, পশ্চাৎদিকে বাঁকিলে।
অনুপূরক :
পালস, সালফার, ইস্কিউলাস, ব্রায়োনিয়া, ক্যামোমিলা।
ক্রিয়াস্থিতিকাল : ১ হইতে ৭ দিন।
ক্রম : ৩ হইতে ২০০ শক্তি।
ডাঃ মহি উদ্দিন
প্রভাষক :- ফেনী হোমিওপ্যাথিক
মেডিকেল কলেজ।
যোগাযোগ
:- ফরাজী হোমিও হল।
সদর হাসপাতাল, উত্তর বিরিঞ্চি রোড় - ফেনী
blog: htth://fhhfeni.blogspot.com
0 মন্তব্যসমূহ