বন্ধ্যাত্ব - Infertility


 বন্ধ্যাত্ব - Infertility


সংজ্ঞা  : —স্ত্রীলোকদের সন্তান উৎপাদন শক্তির অভাবকে বন্ধ্যাত্ব বলে ।  

কারণ:- ডিম্বকোষের ডিম্ব উৎপাদনের বয়স না হলে । 
কোনও যান্ত্রিক গোলযোগ হেতু ঋতুবন্ধ্যা হলে । 
বেশী বয়সে মেনোপোজ ( ৪৫–৬০ বছরের মধ্যে ঋতুবন্ধ ) । 
নারী গর্ভবতী থাকলে নূতন সন্তান হবে না । 
পুরুষের শুক্রকীটে ক্রোমোজোম ঠিকমতো না থাকলে । 
কোনও কারণবশত ডিম্বকোষে সপ্তান সৃষ্টির মত ডিম্ব না সৃষ্টি হলে । 
বিভিন্ন রোগের জন্য সন্তান সৃষ্টির ক্ষমতা লোপ পেলে । এছাড়া নারী পুরুষের কতগুলো স্বতন্ত্র ব্যাধি থাকার কারণে বা জনন যন্ত্রের ত্রুটি থাকার জন্য বন্ধ্যাত্ব ভাবের সৃষ্টি হতে পারে । 

পুরুষের ক্ষেত্রে :-
ডায়াবেটিস রোগ থাকলে । 
এন্ডোক্রিন গ্রন্থির জন্য , যেমন— থাইরয়েড গ্রন্থির কাজ কম হলে পিটুইটারির কাজ কম হলে , পুরুষ অত্যধিক মোটা হলে । 
টেস্টিস ঠিকমতো গঠিত না হলে । 
দীর্ঘকাল যাবৎ কঠিন প্রকৃতির রোগে ভুগলে, যেমন — কালাজ্বর, ম্যালেরিয়া, টাইফয়েড, বসন্ত, মাম্পস ইত্যাদি । 
দিনরাত অত্যধিক গরমে কাজ করলে । 
যৌনাঙ্গের কোনও রোগ থাকলে , যেমন — গনোরিয়া, সিফিলিস ইত্যাদি । 
জন্মগতভাবে বীর্যে শুক্রকীট না থাকা । 
একশিরা , হাইড্রোসিল , ফাইলেরিয়া রোগ থাকলে । 
সঙ্গমের পদ্ধতিগত ভুলের জন্য বীর্য ঠিকমতো যোনিতে প্রবেশ না করা । 

নারীর ক্ষেত্রে : - 
অতিরিক্ত রক্তহীনতা । 
দৈনিক অপুষ্টি । 
হর্মোনজনিত গোলযোগ । 
দুঃখ শোক , পুরুষের প্রতি বিরক্ত , সন্তানভীতি । 
জননযন্ত্রের জন্মগত অপরিণতি এবং যোনি ক্রিয়াশীল না থাকা । 
ডিম্বনালিতে obstruct
জরায়ু, ডিম্বকোষ, ডিম্বনালি, যোনিতে টিউমার, আব, পলিপ, ক্যানসার । 
গনোরিয়া ও সিফিলিস দোষ ।

হোমিওপ্যাথিক চিকিৎসা:-
হেলোনিয়াস-মাদার :- জরায়ুর বিভিন্ন রোগ, অতিরিক্ত রজোস্রাবের কারনে রক্ত হিনতা । রক্তস্রাব ও সাদাস্রাব এর কারনে দুবলতা। জরায়ুর স্থানচ্যুতি, কোমরে উত্তাপ, জ্বালাসহ পিঠে বেদনা, জরায়ু বেদনা। 
প্রয়োগ - ১৫ ফোঁটা করে আদাকাপ পানিতে মিশিয়ে দিনে ৩/৪ বার খাবে ।

আয়োডাম-৬ শক্তি :- যাহাদের থাইরয়েড আছে। সিডি বেয়ে উপরের দিকে উঠলে দুবল হয়ে যায় ও নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মত হয়। অতিরিক্ত ক্ষুধা, খায় অধিক কিন্তু শরীরের মাংসক্ষয় হয়। স্থন শুকিয়ে ছোট হয়ে যায়। জরায়ু হইতে প্রচুর রক্তস্রাব ও জরায়ু ক্যানসার। পুরাতন সাদাস্রাব, স্রাব হাজাকারক, কাপড়ে লাগলে কাপড় ছিদ্র হয়ে যায়। উষ্ণ ঘরে লক্ষণ বৃদ্ধি। 
প্রয়োগ - ১/২ ফোঁটা করে দিনে ৩/৪ বার পানিতে মিশিয়ে খাবে। 

প্লাটিনাম-৬ শক্তি 


প্রভাষক:- ডাঃ মোঃ মহি উদ্দিন

যোগাযোগ:- ফরাজী হোমিও হল
সদর হসপাতাল মোড়উত্তর বিরিঞ্চি রোড়-ফেনী।
মোবাইল :- ০১৮১৪ ৩১ ৯০ ৩৩









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ