Morphinum - মর্ফিণাম - ডাঃ মহি উদ্দিন (হোমিওপ্যাথিক মেডিসিন)

 Morphinum - মর্ফিণাম  


( আফিমের উপাক্ষার— an alkaloid of opium ) বেলেডোনার সহিত এট্রোপিনের যে প্রকার সম্বন্ধ , আফ্রিমের সহিত মর্ফিয়ারও ঠিক সেই প্রকার সম্বন্ধ । ডাঃ বোরিক বলেন—  কোনও প্রকার বেদনা যন্ত্রণায় রোগী অত্যন্ত ছট্‌ফট্ করিতে থাকিলে এলোপ্যাথগণ উক্ত মর্ফিয়া হাইপোডার্শ্বিক ইনজেকসনে ব্যবহার করেন , তাহাতে রোগী ১০/১৫ মিনিটের মধ্যেই নিদ্রিত হইয়া পড়ে । আমরা হোমিওপ্যাথিতে নিম্নলিখিত কতিপয় লক্ষণে ব্যবহার করিয়া অনেক সময় উপকার প্রাপ্ত হই :

১। মাথা একটু কোনও দিকে নাড়িলেই মাথা ঘুরিয়া উঠে , মাথাভারী ও গরমবোধ হয়।

২। অন্ধকার দর্শন , কিছুই দেখিতে না পাওয়া , যেন চারিদিক অন্ধকার। 

৩। রোদন পরায়ন — ক্রমাগত কাঁদে , কাহারও সহিত কোনও কথা কহিতে এমন কি চিকিৎসকের নিকটেও নিজের অসুখের কথা বলিতে কাঁদে। 

৪ । হঠাৎ মূৰ্চ্ছা , মনে হয় মুত্যু আসন্ন।  

৫। পা এত অস্থির হয় , মনে হয় যেন কেহ পা জোরে চাপিয়া ধরিয়া রাখিলে ভাল হইত , পায়ের ভিতর যেন অসংখ্য কীট চলিতেছে। 

৬। হাত - পা কাঁপা ও আক্ষেপ। 

৭। অত্যন্ত নিদ্রালু,  কিন্তু সম্পূর্ণ নিদ্রা হয় না , অর্দ্ধ নিদ্রা ও অর্দ্ধ জাগ্রতভাবে ঘুমাইতে ঘুমাইতে চমকাইয়া উঠে । 

ক্রিয়ানাশক — এভেনা,  এট্রোপিন , বেল , ইপি । 

সদৃশ — এপোমর্ফি , ওপি , ক্যামো , কফি , মস্কাস । 

ক্রম —৩ × – ৬ × বিচূর্ণ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ