এই ব্লগটি শুধুমাত্র নব্য চিকিৎসক এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ।
KALI IODIDE - কেলি আয়োডাইড
কেলি আয়োডাইড প্রতিশব্দ :-
আয়োডাইড অব পটাশিয়াম , পটাশিক আয়োডিড , কেলি আয়োডিড , কেলি হাইড্রো আয়োডিকাম ।
উৎস ও বর্ণনা :-
পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন হইতে ইহা প্রস্তুত করা হয় । সাদা অথবা বর্ণহীন শুষ্ক দানাকারে ইহা পাওয়া যায় । ইহার স্বাদ লবণাক্ত ও তিক্ত , গন্ধ আয়োডিনের ন্যায় ।
প্রস্তুত প্রণালী :-
হোমিও ফার্মাকোপিয়ার মতে প্রথমে বিচূর্ণ প্রস্তুত করা হয় । পরে উক্ত বিচূর্ণ হইতে তরলক্রমে ঔষধ প্রস্তুত হয় ।
আবিষ্কার করেন :-
জার্মানীর ডাঃ হার্টলাব ও ডাঃ ট্রিংস ইহা আবিষ্কার করেন ।
ধাতুপ্রকৃতি :-
ইহা এন্টিসোরিক ও এন্টিসিফিলিটিক ঔষধ ।
ক্রিয়াস্থান :-
শরীরের গভীরতম টিসুর উপর ইহা ক্রিয়া প্রকাশ করিয়া ধাতুদোষ নষ্ট করে ।
মানসিক লক্ষণ :-
১। রোগী খুব বেশী মাত্রায় বদ মেজাজী, নিষ্ঠুরতা এবং দুর্ব্যহার করার স্বভাব থাকে ।
২। তাহার পরিবার পরিজন, সন্তানদের সাথেও দুর্ব্যবহার করে , মারধর করে ও গালাগালি দেয় ।
৩। রোগীর মন হইতে সর্বপ্রকার শালীনতাবোধ চলিয়া যায়।
৪। রোগী দ্রুত বেগে চলাপেরা করে,
স্থির থাকিলে মানসিক অবস্থায়ও শারীরিক কষ্টের বৃদ্ধি হয় ।
৫। ঘুরিয়া বেড়াইলে মনের আবেগ শান্ত হয় ।
৬। রোগী রহস্য প্রিয় অথচ বদরাগী ।
চরিত্রগত লক্ষণ :-
১। উপদংশ বা পারদের অপব্যবহার হেতু পিড়া। পায়ে সামান্য ঠাণ্ডা লাগিলেই রোগীর সর্দি হইয়া যায় এবং নাসিকা হইতে জলের ন্যায় সর্দ্দি নির্গত হয়।
২। হাড়ে অত্যান্ত বেদনা, জানুর বাত , তাহার সাথে রসক্ষরণ। সায়েটিকা, রোগী বিছানায় থাকিতে পারে না, রাত্রে এবং আক্রান্ত পার্শ্বের উপর ভর দিয়া শয়নে বৃদ্ধি
হয়।
৩। নাসিকা লাল ও স্ফীত । নাসিকা হইতে প্রচুর হাজাকারক সর্দ্দি বাহরি হয়। নাসিকার মধ্যে পচা ক্ষত , তাহার সাথে নাসিকার বাহিরের অংশের পর্দা ছিদ্রযুক্ত অবস্থা।
৪। শিরঃপীড়া, এত যন্ত্রণাদায়ক যে ভুক্তভোগী চাড়া কেহউ অনুভব করিতে পারে না। মাথাটি
যেন বড় হয়েগিয়াছে এইরূপ মনেহয় ।
৫। চক্ষু হইতে অশ্রু বাহির
হয় ,
উপদংশজাত চক্ষু তারা প্রদাহ ।
৬। সকল রোগ লক্ষণ রাত্রি ২টা হইতে ভোর ৫টা পর্যন্ত বৃদ্ধি ।
৭। অত্যান্ত কাশি, প্রাতঃকালে বৃদ্ধি, কণ্ঠনালীর ছনছন অনুভূতি, সাবানের ফেনার ন্যায় শ্লেষ্ম, রঙ সবুজ ।
৮। বেগুনী বর্ণের দাগসমূহ, পায়ের উপর অধিক দেখা যায় , হাড়সমূহের বৃদ্ধি।
৯। আমবাত, সর্ব শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র অর্বুদসমূহ।
১০। রোগী মুক্ত বাতাস চায় , কিন্তু গরম খাদ্য ও পানীয় পছন্দ করে , ঠাণ্ডা পানি পান করিলে সকল লক্ষণের বৃদ্ধি ।
১১। দিনরাত কানে সোঁ সোঁ করে ।
১২। স্তন শুকাইয়া যায় ।
১৩। রতিক্রিয়ার পর মূত্রনালীতে ব্যথা ।
১৪। চলিবার সময় হৃৎপীড়া বৃদ্ধি পায় । বুকের গভীর প্রদেশে সুঁচ ফোটান ব্যথা ।
প্রয়োগ ক্ষেত্র:-
সিফিলিস ও পারদ অপব্যবহারজনিত পীড়া , সর্দি , কাশি , নিমোনিয়া , চক্ষুপীড়া , গলক্ষত , অস্থিবেদনা , হাঁপানী , যক্ষ্মা , উপদংশ জনিত টাকপড়া , মেরুণ্ডের পীড়া , শিরঃপীড়া , বাত , হৃৎপিণ্ডের পীড়া , কিডনীর পীড়া , সায়েটিনা , সিফিলিস , পুরাতন প্রমেহ , চর্মরোগ , আমবাত প্রভৃতি ক্ষেত্রে ইহা প্রয়োগ হয় ।
প্রান্তদেশের লক্ষণ বা হস্তপদের লক্ষণ:-
উপদংশ বা অন্য রোগে পারদের অপব্যবহার হেতু পায়ে সামান্য ঠাণ্ডা লাগিলেই সর্দি লাগে। পায়ের উপর বেগুনী বর্ণের দাগ দেখা যায়। গ্রন্থিসমূহের বৃদ্ধি ও শক্তহয়,
অত্যান্ত হাড়ে বেদনা, হাত ও পায়ের হাড়ে বেদনা, জানুর বাত , তৎসহ রসক্ষরণ। মেরুদণ্ড আক্রান্ত হইয়া নিম্নদেশে পক্ষাঘাতের মত অবস্থা, সন্ধিবাতে হাঁটু ফুলিয়া যায় ও রাত্রে যন্ত্রনা বৃদ্ধি।
সর্দি লক্ষণ:-
আবহাওয়ার পরিবর্তনে সর্দি উপস্থিত হয়, অনবরত হাঁচি। নাক হইতে প্রচুর জলের ন্যায় স্রাব নাসা পথ বন্ধ
করে দেয়, নাকের মধ্যে জ্বালা উৎপাদন হয়। এই সর্দি খোলা বাতাসে বৃদ্ধি হয় কিন্তু রোগীর অন্যসব লক্ষণই খোলা বাতাসে উপশম হয়। গরম ঘরে তাহার নাসিকার সর্দি ও স্রাব উপশমিত হয়। পুনঃ পুনঃ সামান্য মাত্র ঠাণ্ডা লাগায় সর্দির আক্রমণ হয়।
শ্বাসযন্ত্র বা ফুসফুসের পীড়ায়:-
অনেক দিন স্থায়ী কাশি থাকে, কিংবা যদি নিমোনিয়ার পর কাশি বহুদিন পর্যন্ত থাকায়া রোগীর মনে হয় বুঝি যক্ষ্মাই হইবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে গয়ার যেন বক্ষের নিম্নদেশ হইতে উঠে এবং দুই স্কন্ধের মধ্য স্থানে বেদনা অনুভব করে ও রাত্রে অত্যন্ত দুর্বলকারক ঘর্ম এবং সঙ্গে সঙ্গে রোগীর সাধারণ দুর্বলতার বৃদ্ধি হয়।
সময়ে সময়ে ইহার গয়ার সাবানের ফেনার মত ও থুথুর মত বাহির হইতে থাকে । কেলি আয়োডের গয়ারের আস্বাদ নোনতা, স্ট্যানামের মিষ্ট।
চক্ষুপীড়ার লক্ষণ:-
চোখের পাতাগুলিতে অসুবিধা বোধ করে এবং চক্ষু খুলিলে চক্ষুর শ্বেতমণ্ডল জলপূর্ণ থলির ন্যায় দেখায়, কেলি আয়োড চক্ষুর পাতার শোথজনিত ফীতি উৎপন্ন করে এবং শ্বেতমণ্ডলের বহিনির্গত ভাব উৎপাদন করে । শ্লৈষ্মিক ঝিল্পীসমূহ লাল, হাজাভাবযুক্ত এবং রক্তপাত বিশিষ্ট হয় । উপরিভাগ বেদনাযুক্ত, প্রদাহিত ও জ্বালাযুক্ত হয়, চক্ষুর পলক ফেলিবার সময় চক্ষুর পাতাগুলি ধরিয়া থাকিতে বাধ্য হয় । যাহারা পারদের অপব্যবহার করিয়াছেন অথবা সিফিলিস রোগগ্রস্থ হইয়াছেন , তাহাদের চক্ষুর শ্বেতমণ্ডলের তরুণ প্রদাহে উপকারী ।
গলক্ষত লক্ষণ:-
গলায় গভীর ক্ষত, পুরাতন সিফিলিসজনিত ক্ষত, উহাতে সকল কোমল তন্ত , আলাজিব ও কোমল তালু খাইয়া ফেলিতে থাকে । টনসিলের উপর ক্ষত, টনসিল বৃদ্ধি। গলায় শুষ্কতা এবং টনসিল বৃদ্ধি ।
মাথাব্যথা :-
মাথায় তীব্র যন্ত্রণা, অন্ধকারে ও গাড়িতে চড়িলে বুদ্ধি । মাথার উপরিভাগে কামড়ানি , মাথায় ঢিবলীর মত হইয়া তাহাতে অত্যন্ত যন্ত্রণা , মস্তিষ্ক যেন বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে এইরূপ অনুভূতি । মাথার দুইদিকে যেন কিছু
আঁটকানো আছে এইরূপ অনুভূতি । যক্ষ্মারোগীদের মাথায় রক্তের জমাট বাঁধে । মাথা
ব্যাথা শুইলে বাড়ে সেজন্য রোগী অনবরত ঘুরিয়া বেড়ায় ।
বাত বা পুরাতন বাত :-
লক্ষণ মেরুদণ্ড আক্রান্ত হইয়া নিম্নদেশে পক্ষাঘাতের মত অবস্থা হইলে ইহা উপকারী । সন্ধিবাতে হাঁটু ফুলিলে ও বেদনা রাত্রে বৃদ্ধি পাইলে ইহা ব্যবহৃত হয় । চিবানো ব্যথা অথবা ফুটা করিবার মত ব্যথা ও যন্ত্রণা হয়। সাইনোবাইটিস রোগে এইরূপ ব্যথা রাত্রে বাড়িলে ইহাতে বেশ উপকার হয়।
চর্মপীড়ার লক্ষণ :-
মাথা হইতে ইরাপসান আরম্ভ হইয়া উহা ক্রমশঃ ক্ষতে পরিণত হইয়া পিঠের দিকে নামে এবং উহা আরোগ্য হইলেও ক্ষতচিহ্ন প্রায় থাকিয়া যায়।
আমবাতের লক্ষণ:-
উদ্ভেদগুলি বড় বড় ডেলার ন্যায় , আপাদমস্তকে জ্বালা। শরীর খুব উত্তপ্ত থাকে কিন্তু তাহা সরু নহে। চর্মের উপর খসখসে উভেদ, এরূপ এক দেখা দে আবার কয়েক ঘন্টার মধ্যেই চলিয়া যাইবে । কিন্তু কয়েক দিন,
কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর আবার ফিরিয়া আসিবে। যাহারা এইরূপ আমবাতে ভুগেন উচ্চশক্তির একমাত্র কেলি আয়োড তাহাদিগকে সুস্থ করিয়া তুলিবে।
সিফিলিস বা উপদংশ লক্ষণ :-
প্রাইমারী অপেক্ষা সেকেণ্ডারী উপদংশে ইহা অধিকতর উপযোগী। সেকেণ্ডারী উপদংশে হাতের ব্যথায় মনে হয় যেন সেই স্থান চিবাইতেছে । পুরাতন সিফিলিস জাত সর্দিতে নাক হইতে বড় বড় মামড়ি ও অস্থি খণ্ড বাহির হয় । দপদপানি , নাসিকা ক্ষত , নাসিকা হইতে সবুজ বা হরিদ্রাব স্রাব বাহির হয় , নাক হাজিয়া যায়। পারদ অপব্যবহার হেতু সিফিলিস রোগগ্রস্ত হইয়া চক্ষুর শ্বেত মণ্ডল প্রদাহ, দৃষ্টি শক্তির বিশৃঙ্খলা, চক্ষুর পাতার শোথজনিত স্ফীতি প্রভৃতি দেখা যায় । পুরাতন সিফিলিসজনিত গলায় পুরাতন ক্ষত,
উহাতে সকল কোমলত্য, আলাজিব ও কোমল তালু খাইয়া ফেলিতে থাকে। শিরঃপীড়া , স্যাংকারের ধারসমূহ শক্ত ও তাহা হইতে দধির মত ঘন পুঁজ বাহির হয়, পোঁড়া বসিয়া যাওয়া প্রভৃতি লক্ষণে কেলি আয়োগ উপকারী ।
সম্বন্ধযুক্ত ঔষধ :-
উপদংশে এসিড নাইট্রিক , পারদ অপব্যবহারে অরাম , হিপার , গলগণ্ড ও হৃদপিণ্ডের পীড়ায় আয়োডিয়াম।
পূর্ববর্তী ঔষধ :-
মার্কসল ।
পরবর্তী ঔষধ :-
এসিড নাইট্রিক ।
বৃদ্ধি :-
ডানপার্শ্বে ও আক্রান্ত পার্শ্বে শয়নে। রাত্রি ৩ / ৪টায় , উফ পানে , স্পর্শে , চাপ প্রয়োগ , গরম ঘরে ।
উপশম :-
হাটাহাটি করিলে, নির্মল বায়ুতে , উত্তাপ সংস্পর্শে , নড়াচড়ায় , বায়ু নিঃসরণে ।
ক্রিয়ানাশক ঔষধ :-
এমন মিউর , আর্সেনিক , চায়না , মারিয়াস , রাসটক্স , সালফার ।
তুলনীয় ঔষধ :-
আয়োড , মার্ক , সালফার , মেজেরিয়াম ।
ক্রিয়াস্থিতিকাল :-
২০ হইতে ৩০ দিন ।
শক্তি :-
৩x - ২০০ ।
1 মন্তব্যসমূহ
ভালো
উত্তরমুছুন