মানসিক বা বিষন্নতা / ডিপ্রেশন - ডাঃ মহি উদ্দিন

  

মানসিক বা বিষন্নতা / ডিপ্রেশন

ডিপ্রেশন কি ?
আমাদের প্রতিদিনের জীবনে নানা রকম ঘটনার চাপে পড়ে মন খারাপ হয়ে যায় । ছেলে বা মেয়ে অসুন্থ  কিংবা ব্যবসায়ে বিপর্যয়ের মতো ঘটনা আমাদের মানসিক কষ্ট বাড়িয়ে দেয় । মনের এরকম অবস্থাকে বলি বিষণ্ণতা বা ডিপ্রেশন । এরকম অবস্থা অনেকে কাটিয়ে উঠতে পারে আবার কেউ পারে না । যারা পারে তারা দিনের পর দিন মানসিক কষ্টে ভোগে , তখন এটি একটি রোগের পর্যায়ে দাঁড়িয়ে যায় , যা ডিপ্রেশন বা বিষণ্ণতা ।

ডিপ্রেশন কাদের হয় ?
যে কোনো দেশের জনসংখ্যার প্রায় ১০ থেকে ২০ শতাংশ লোক বিষণ্ণতা রোগে ভুগে থাকে । মেয়েদের এই রোগে ভোগার প্রবণতা পুরুষের চেয়ে দ্বিগুণ । বেকার ও নিঃস্ব জীবন যাপনকারীরাও ( বৃদ্ধ , স্বামী পরিত্যক্ত রোগে বেশি ভুগে থাকেন । যারা বিভিন্ন ধরনের নেশা করে তাদের মধ্যেও ডিপ্রেশনের হার বেশি । পরিসংখ্যা দেখা গেছে , ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে সাধারণত এ রোগ বেশি হয় । আগে একটি ধারণা ছিল , সাধারণত
বয়স্কদের এ রোগ হয় । কিন্তু এ ধারণা বোধ হয় এখন আর টিকছে না । 

 

ধাতুগত লক্ষণে ও চিকিৎসা

ল্যাকেসিস 

রোগী কোন কিছু খাইতে চায় নাএমন কি পানি খেতে চায় নাসন্দেহপ্রবণকেহ কোন কিছু ক্ষেতে দিলে ভাবে তাতে বিষ দিয়েছেনির্জনে বসে থাকে কোন প্রশ্ন করলে উত্তর দেয় না বরং মাঝে মাঝে বলে খাজা বাবা / আজমিরী শরীফে গেলে ভাল হবরাতে ঘর থেকে বের হয়ে দৌড়া দড়ি বা ছুটাছুটি করেবিভিন্ন স্থানে লুকায়হাসেগান গায়গায়ে কাপড় রাখে নাদিনে চুপচাপ পড়ে থাকে অর্থাৎ ঘুমায় ।

 ব্যারাইটা কার্ব – 

১৬ বছরের মেয়ে ছোটদের সাথে পুতুল খেলা করতে ভালবাসে বৃদ্ধগণ ছোটদের সাথে মারবেল বা ঘুড়ি উড়াতে ভালবাসে। 

হায়োসিয়ামস  - 

ব্যর্থ প্রেম কারণে সিজোফ্রেনিয়া মানসিক বা উন্মাদঋতুকালে দেখা দেয়অশ্লীল কথাবার্তাগালমন্দ করতে থাকেগান গায় ও উলঙ্গ হতে চায় .. বারবার জননেন্দ্রিয়ে হাত দেয়নাচেহাতু তালি ও শিষ দেয়পড়নের কাপড় খুলে ফেলে দিতে চায়নিজেকে অপরাধী মনে করে প্রার্থনা করেসন্দেহপ্রবণহাতের আঙ্গুল দ্ধারা খেলা করেটেরা বা এক দৃষ্টিতে তাকায় মল - মূত্র অসাড়ে নির্গত হতে থাকেভয়ে দেহের মাংস পেশি কাঁপতে থাকেআত্মীয় - স্বজন তাকে বিষ খাইয়ে মারবেতাই তাদের হাতে কোন খাবার ও পানি খেতে চায় নাএমকি তাদের হাতে ওষুধ খেতে চায় নাপানি ও কথা শু’লে বা দেখলে ভয় পায়মুখ শুকিয়ে যায় তবুও পানি খেতে চায় নাএকাকী থাকতে ভয় পায়উজ্জ্বল বস্তু দর্শনে ও ঠাণ্ডায় বৃদ্ধি হয়

এবসিস্থিয়াম 

রোগী পূর্বে কাল্পনিক ভূতপ্রেতবাঘ ইত্যাদি দেখে ভীত হয়ে কম্পনের  পর মুখ থেকে খিঁচুনি শুরু হয়ে সমস্ত দেহে ছড়ে পড়িয়ে অজ্ঞান হয়েগলার মধ্যে পুড়ে যাওয়ার মত একটা মাংসপিন্ড আটকে থাকার ন্যায় অনুভূতিকমলা লেবুর রং এর মত ও ঘোড়ার প্রস্রাবের ন্যায় গন্ধযুক্ত

থেরিডিয়ন 

কোনরূপ শব্দ সহ্য করতে পারে না অথবা শব্দে সকল যন্ত্রণা বৃদ্ধি পায়মেরুদণ্ডে উপর সামান্য স্পর্শ সহ্য করতে পারে নাকোমলা ও কলা খাওয়ার প্রবল ইচ্ছা হয়।

মস্কাস 

রোগী সবসময় এমনভাবে মুখ নাড়ে দেখলে মনে হয় সে কিছু চিবাচ্ছেশুয়ে থাকলে মারা যাবে ভয়ে বিছানায় ঘুমাতে চায় নাআহারে অরুচিখাদ্যের গন্ধ অসহ্যশীতার্তনিদ্রার মধ্যে বিছানায় পায়খানা করে । 

ট্যারেন্টিউলা হিস 

ছোট বেলা থেকে পড়াশোনার ব্যাপক চ্যাপে রেজাল্ট ভাল হওয়ার কারণে পিতামাতার অস্বাভাবিক কার্যকালাপের কারণেঅতীতে ঘুমের মধ্যে কেহ তার দেহে স্পর্শ কর কারণেতালাকপ্রাপ্ত বা ব্যর্থ প্রেমের আক্রান্ত হওয়ার কারণে সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত হয়ে বিভি নেশাগ্রস্থ হতে থাকে এমনকি উলোঙ্গ হয়ে বারবার জরায়ুতে / লিঙ্গে হাত দিতে থাকে।  

ভিরেট্রাম এলব 
রোগীর গোপন প্রিয়তা অর্থাৎ সহজে কোন কথা স্বীকার করতে চায় না বা কথা চাপিয়ে রাখতে চায়প্রকাশ করতে চায় নাপ্রতারণা করার ইচ্ছাঅসুন্থতার ভান করেগান বাজনায় বৃদ্ধিধীরে ধীরে কথা বলেরাত বা দিন ৩ টায় রোগ বৃদ্ধিমৃত ব্যক্তির স্বপ্ন, উড়িয়া যাওয়া বা পড়িয়ে যাওয়ার স্বপ্নে চমকিয়ে উঠেহাতের আঙ্গুলের দ্বারা পায়খানার মল বের করার ইতিহাস,কাজকর্ম ধীরে করে, গাড়ে আঁচিল, ঠান্ডা খাবার ভালবাসেচা সহ্য হয় নাঘুম হয় নাএরূপ লক্ষণে - বলেপ্রেম বা ধর্ম বিষয়ে সর্বদা বকেপ্রার্থনা করেমাথার চাঁদিতে একই সময়ে একবার ও গরম ব্যবহার করেসমস্ত দেহ বরফের মত ঠাণ্ডা কপালে ঠাণ্ডা ঘাম, ঠান্ডা খাদ্য ও টক খেতে ভালবাসেগরম খাদ্যে বিতৃষ্ণাঋতুকালে প্রচণ্ড বাধক ব্যথায় বমিউদারাময়ের সাথে ঘামে শরীর হিমশীতল বা ঠাণ্ডা হয়ে যায়এরূপ ক্ষেত্রে

কোনিয়াম  - 
বিধবা নারীর মানসিক রোগ অথবা বেশি বয়সে বিবাহ বা স্ত্রীকে রেখে তিন / পাঁচ বছর বিদেশে থাকা অবস্থায় যৌবনকে চাপিয়ে রাখার কারণে অথবা ঘুমের মধ্যে ভূত কেহ তাকে সহবাসের জন্য জরিয়ে ধরছে এমন ভয়ে ঘুমাতে পরে নাআবোলতাবল / বকাবকি করে।

বিউফোরানা 
ধাতুদৌর্ব্বল ও স্মৃতিশক্তি হ্রাস এবং ব্যর্থ প্রেমে ও প্রতিরিক্ত হস্তমৈথুন এবং স্ত্রী সহবাস এবং নতুনত্ত্ব সুন্দর নারী আকর্ষণের খারাপ চিন্তার কারণে রোগে আক্রান্ত হয়।

ষ্ট্যাফিসেগ্রিয়া 
ব্যর্থ প্রেম ছাত্র ও পুরুষের স্বপ্নদোষ চক্ষুর নিচে কালো ও মুখ বসা এবং কোমরে বেদনাউদরাময়মলদ্বারে ও লিঙ্গের ভিতরে ছোট ক্রিমিতে সুড়সুড় করে লিঙ্গের উত্তেজনা হেতু হথা বেদনা ও ধাতুদৌর্ব্বলে সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত হয়মানসিক রোগী অল্পেই রাগান্বিত হয়ে উঠে কিন্তু মুখ ফুঠে কিছু বলতে পারে নারাগে সর্বশরীর থরথর কাঁপতে থাকে তথাপি মনের রাগ মনের মধ্যে চাপিয়ে রাখার কারণে অসুস্থ হয়।

ক্যালডিয়াম সেগু 
প্রেমের ব্যর্থ রোগীর অন্ডকোষ ও জরায়ুর এর উপরে বা পার্শ্বে চলকানিতে ঠাণ্ডা পানিতে ভাল লাগেমলদ্বারে ও লিঙ্গে ছোট ক্রিমির উত্তেজনামনে মনে খারাপ চিন্তায় স্বপ্ন না দেখে স্বপ্নদোষে শরীর দুর্বলঅথবা সব সময় স্ত্রী সহবাস ও নারী আসন্ডের কামনায় চিন্তিত কিন্তু লিঙ্গে বারবার উত্তেজনায় ডিস্টাব বা বিরক্ত হয়ে সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত হয়। 

সেলিনিয়াম 
প্রেমের ব্যর্থ রোগীর নিদ্রায়স্বপ্নে ভ্রমণের সময়কোষ্ঠকাঠিন্য ও মিউকাস পায়খানা এবং প্রসাবের সময় শুক্রস্খলনধীরে ধীরে ধ্বজভঙ্গ হয়ে সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত হয়।

এসিড পিক্রিক - 
প্রেমের জন্য ধাতুদৌর্ব্বল এবং স্মৃতিশক্তি হ্রাস রোগীর অতিরিক্ত হস্তমৈথুন ও স্ত্রী সহবাসের কারণে পোনিস বা লিঙ্গ যে কোন দিক বাঁকা হওয়ার কারণে সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত হয়।

অনোসমোডিয়াম -
প্রেমের ব্যর্থ রোগীর অনবরত লিঙ্গের উত্তেজনা তবুও সহবাসের ইচ্ছা নেইলিঙ্গ পূর্ণাঙ্গ শক্তিশালী হয় না তবুও যৌনলিপ্তে ব্যর্থতায় সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত হয়।

ইরিজিরন - 
নারী বিষয়ে সামান্য কুচিন্তার কারণেই ধাতুবের হয় স্বপ্নদোষ কিভাবে হয় রোগী বুঝতে না পারে নাতবুও সামান্য উত্তেজনায় হস্তমৈথুন কামনায় সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত হয়।

বেলিস পিরে - 
সিজোফ্রেনিয়া মানসিক আক্রান্ত রোগীর হস্তমৈথুন থেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে হয়।

কেলিব্রোম 
স্বপ্নদোষ কিভাবে হয়েছে রোগী ঘুমান্তাবস্থায় হস্তমৈথুন করলে অথবা অতিরিক্ত স্ত্রী সহবাস ও হস্তমৈথুনের কামনার নিমিত্তে ধাতুদৌর্ব্বল ও স্মরণশক্তি হ্রাসে সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত হয়।

ফসফরাস 
মানসিক আক্রান্ত রোগীর প্রত্যহ সন্ধায় কম্পদিয়ে জ্বর আসেপর্যায়ক্রমে শীত ও উত্তাপ দেহের উপর দিক থেকে নিচের দিকে নামে আবার নিচের দিক থেকে উপর দিকে উঠেবারবার দেে ঠাঅ পানি প্রয়োগে উপশমবোধ করে।

মিউরেক্স 
মানসিক আক্রান্ত রোগীর জরায়ুতে সুড়সুড়ি বা একটু স্পর্শেই কামপ্রবৃত্তি নারীকে জাগিয়ে তোলেসময়ে সময়ে যৌন উত্তেজনা অধিক হওয়ার কার জ্ঞানবুদ্ধি আপ পায় অথবা যে কোন উপায়ে বির্যাস্খলনে বা হস্তমৈথুনে বাধ্য হয়।

প্ল্যাটিনা 
মানসিক রোগে আক্রান্ত হয়- ছাত্রীদের তলাপেটে বা জরায়ুতে সুড়সুড় করে যৌন উত্তেজনায় অস্থির হস্তমৈথুন করেচুরি দেখলে স্বামী ও সন্তানকে হত্যা করতে চায়এরূপ লক্ষণে। 

লাইসিন -  
মানসিক রোগী লোককে গালি দেয় মারে কামড়ায় নিজের ছেলেকে উপর হতে নিচে ছুরে ফেলতে চায় অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করতে থাকে পানি গলায় আটকে যাওয়ার কারণে অন্যের মুখে গ্লাস নিক্ষেপ করে পানি ও শব্দ পানি ও শ্রোত ও ঈদুল বস্তু দেখলে রোগের বৃদ্ধি পায়।

অরিগেনাম 
মানসিক আক্রান্ত রোগীর অতিরিক্ত জমথুনের ইচ্ছা ও মনের প্রবল উত্তেজনায় স্ত্রীদের দুর্দ্দমনীয় কামেচ্ছা হয়।

এষ্টিরিয়াস 
মানসিক আক্রান্ত রোগীর লম্বা আকৃতির স্ত্রীদের স্তন অনেক বড় এমন রোগীর স্তনে সামান্য স্পর্শে বা জরায়ুতে সুড়সুড় করে যৌন উত্তেজনা হস্তমৈথুন করে

সালিক্সনাইগ্রা - 
মানসিক আক্রান্ত রোগীর অতীতে হস্তমৈথুনের কারণে স্ত্রীদের স্বামী সহবাসের হচ্ছা থাকে না অথবা যৌন অবক্ষয়ের কারণে প্রদ্রাব ও পায়খানা করার কোঁথ দিতে সাদাস্রাবে শুক্রস্থলন হয়। 

নেট্রামমিউর -  

মানসিক আক্রান্ত রোগীর বেলা ১০ / ১১ টয় করে প্রবল পিপাসা ঠোঁট ও তালু শুকে যায় ঠাণ্ডা পানি করতে চায় হাড়ে ও মাংসে কামড়ানো বাঘা শীত করে জর ও খিঁচুনি আসে ঐ সময়ে হাতের তালু ও পায়ের তলায় ঠাজ থাকে মাধাদপদপ করে যন্ত্রণা । সারাক্ষণ ঘুম ঘুম ভাব ঘর্মে উপশম কোষ্ঠবদ্ধতা গরমেকাতর লবণ ও তিতো প্রিয় সান্তনায় বৃদ্ধি হয় রাত ১ টা পর্যন্ত ঘর্মহীনাবস্থায় উত্তাপে প্রবল কম্প জ্বরে একাধিক লেপ দিয়ে চাপিয়ে ধরতে বলে মূৰ্চ্ছাভাব।

নেট্রামসালফ - 

মানসিক আক্রান্ত রোগীর বিকাল ৪ টা হতে রাত ৮ টার মধ্যে জ্বর ও খিঁচুনি এসে রাতের পর ও ভোরের দিকে ঘর্ম দিয়ে জ্বর ছাড়ে বিষণ্ণ গরমেকাতর পাতলা পায়খানার প্রবণতা বর্ষায় বৃদ্ধি হয়।

মেডোরিনাম - 

মানসিক আক্রান্ত রোগীর অতীতে গনোরিয়ায় এলোপ্যাথিক চিকিৎসা করে ছিল অর্থাৎ লিঙ্গ দিয়ে পুঁজ বের হয়ে ধ্বজভঙ্গ হয়ে পুরুষত্বহীনতা হয়।

সিফিলিনাম 

মানসিক আক্রার রোগীর অতীতে সিফিলিস হয়েছিল অর্থাৎ লিঙ্গের মাথার নরম স্থানে ফুস্কুরির ন্যায় চুলকানিতে ক্ষতরস যেখানে লাগে সেখানে অনুরূপ ক্ষতরস ঝরে এমন রোগের চিকিৎসায় এলোপ্যাথিকভাবে সুস্থ হওয়ার কারণে সৃষ্ট সিফিলিস গুপ্তভাবে দীর্ঘ মেয়াদীতে ধ্বজভঙ্গ হয়ে পুরুষত্বহীনতা হয়।

টিউবারকুলিনাম 

মানসিক আক্রান্ত রোগীর পরিবর্তনশীল মন বাচাল শীতার্ত সর্দিলাগার প্রবণত কৃমির ইতিহাস কুকুরভীতি মাংস প্রিয় রোগীর অতীতে যক্ষা হওয়ার কারণে ধ্বজভঙ্গ হয়ে পুরুষত্বহীনতা হয়।

এলুমিনা - 

মানসিক আক্রান্ত রোগীর ২/৩/৫ দিন ধরে পায়খানা হয় না প্রস্রাব ফোঁটা ফোঁটা মলত্যাগকালে কোঁথ দিতে শুক্রস্খলন হয়ে ধ্বজভঙ্গ হয়ে পুরুষত্বহীনতা হয়।

পিওনিয়া অফক্যালকেরিয়া এসেটক্যালকেরিয়া ফসএসিড মিউরল্যাকেসিস বার্ব্বেরিসইস্কিউলাস হিফার সালফারএসিড নাইট্রিক  - 

মানসিক আক্রান্ত রোগীর অর্শ ভগন্দর ফেস্টুলা ও কোষ্ঠকাঠিন্যে মলদ্বারে ফাটা ঘা ফোলা ব্যাপক চুলকানি পুঁজযুক্ত ক্ষত ও রক্ত বের হয়ে ধাতুদৌর্ব্বল হয়ে পুরুষত্বহীনতা হয়।

ওপিয়াম - 

মানসিক আক্রান্ত রোগীর মারাত্মক ভয়ের কারণে বা শক্ত মল বা ছাগলে মলের ন্যায় বড়ি বড়ি কোষ্ঠবদ্ধে মলদ্বারে ঘা বা ফেটে যাওয়ার রোগীর মুখমন্ডল রক্তবর্ণ নিদ্রায় নাক ডাকে অর্ধচন্দ্র বা অর্ধনিমীলিত চোখ সামান্য খালি করে ঘুমায় এমন রোগীর ধ্বজভঙ্গ হয়ে পুরুষত্বহীনতা হয়। 

জিঙ্কাম মেট 
মানসিক আক্রান্ত রোগীর চেয়ারের বদ রোগীর দুই পা বা এক অনাবরত নড়তে থাকে এমন রোগীর ধ্বজভঙ্গ হয়ে পুরুষত্বহীনতা হয়।
 
লাইকোপোডিয়াম 
মানসিক আক্রান্ত রোগীর সঞ্চয়ী মন গরম খাবার গরম মিষ্টি প্রিয় ভীষণ ক্ষুধায় সামান্য খেলে আর খেতে পারে না এমন রোগীর লিঙ্গ শিতল ও ধাতুদৌর্ব্বল এবং স্মরণশক্তি হ্রাস হয়ে পুরুষত্বহীনতা হয়।
 
এসিড ফস - 
মানসিক আক্রান্ত রোগীর উদরাময় পায়খানার সময় ভুটবাট শব্দ হয় পেট ডাকে ফোলে মলের রং সাদা পানিবৎ হরিদ্র্যাবর্ণের মিউকাস রোগীর স্বপ্নদোষ হস্তমৈথুনের ধাতুদৌর্ব্বল এবং স্মরণশক্তি হ্রাস হয়ে পুরুষত্বহীনতা হয়।
 
এলোপডোফাইলামমার্কসলমার্ককরনেট্রামকার্ব 
মানসিক আক্রান্ত রোগীর আইবিএস রোগে উদরাময় পায়খানা দিনের মধ্যে অনেকবার হওয়ার কারণে শরীর ধতল হয়ে ধ্বজভঙ্গ হয়ে পুরুষত্বহীনতা হয়।
 
সালফার 
মানসিক আক্রান্ত রোগীর কোষ্ঠবন্ধে মলদ্বারে ঘা বা ফেটে অর্শ ও ভগন্দর রোগীর মাথা হাত ও পায়ের তালু গরম জ্বালা গায়ে আবরণ রাখতে পারে না উত্তাপে পিপাসা পাতলা মলত্যাগ অপরিস্কার অপরিচ্ছন্ন দুধ সহ্য হয় না গরম খাবার ভালবাসে ঠান্ডা পানি পানে ব্যবহারে ও গোসলে ভয় পায় এমন রোগীর ধ্বজভঙ্গ হয়ে পুরুষত্বহীনতা হয়।
 
চায়না 
মানসিক রোগীর আহারে অরুচি জীবনে বিষ্ণা নিদ্রাকালে ঘর্ম দুর্বলতা ও রক্তহীনতায় অনিদ্রা হলে।
 
ব্রায়োনিয়া 
মানসিক রোগী বলে আমি বাড়ি যাব আমাকে বাড়ীতে নিয়ে চল এমন মানসিক রোগীর লক্ষণগুলো বেলা ৩ টায় রাত ৯ ঠায় বা ২ টায় বৃদ্ধি পায় গরম মোটেই সহ্য করতে পারে না।
 
জেলসিমিয়াম 
মানসিক রোগী পরীক্ষা দিতে বসে বক্তৃতা অভিনয় করতে হঠাৎ অবসন্নতা বা অজ্ঞান হওয়া অথবা অবশ হয় সামান্য দুঃসংবাদ বা দুশ্চিন্তায় উদরাময় বা ডাইরিয়া হয়।
 
পাইরোজিনিয়াম 
মানসিক রোগীর বমির রং কালচে এবং বমিতে ভীষণ মাংসপচা দুর্গন্ধ এবং মুখ ও দেহ হতে পচা দুর্গন্ধ বের হয়।
 
সিকেলি কর 
মানসিক রোগীর সন্তান প্রসবে ব্যাপক রজস্রাবে বা প্রচুর ঋতুস্রাবের সাথে যৌন উত্তেজনায় উন্মাদ হয়ে প্রলাপ বকেকামড়াতে যায় এবং কাপড় খুলে ফেলে দিয়ে জরায়ুর মধ্যে আঙ্গুল দিয়ে কাতে ক্ষতবিক্ষত করে রক্তপাত ঘটায়গরমে কাতরশরীর ঠাণ্ড্র তথাপির দেহের মধ্যে জ্বালার জন্য বা আবরণ রাখতে পারে না, অত্যান্ত ক্ষুধা প্রবল পিপাসা।
 
কষ্টিকা 
মানসিক রোগীর চর্মরোগ ভাল হওয়ার পরে খিঁচুনি হয় আর ঠাণ্ডা পানি করলে অথবা ঠাজ পানি ঘরা যৌত করলে খিঁচুনির উপশম খিঁচুনির সময়ে অথবা পূর্বে ও পরে রোগী হাসে বা কাঁদে মাথার চুল ছেড়ার এটা করে শীতাত লবণ হালকা কিন্তু ঝাঁল বেশি খায় মিষ্টির প্রতি অনীহা বিদ্যমান থাকে।
 
সাইকিউটা 
মানসিক রোগী বয়স্ক অথচ ছোট বাচ্চাদের সাথে পুতুল খেলতে চায় আনন্দে লাফিয়ে উঠে ধরুর পূর্বে উভয় হাত দিয়ে মাথা ঠুকরাতে থাকে এবং মাথার পিছন দিকে বেঁকে গিয়ে মাটিতে পড়ে অজ্ঞান চোয়াল আটকে যায়হাত পা শক্ত হয়ে সমস্ত শরীর কাঁপতে থাকেএক দৃষ্টিতে উপরেরদিকে তাকিয়ে থাকেগোসল করতে চায় নাখিঁচুনি ১০/১৫ মিনিত থাকার পর স্বাভাবিক হয় অথবা খিঁচুনিতে দাঁতে দাঁত লাগেছে মুখে দিয়ে ফেনা কাটছেশ্বাসরুদ্ধ হচ্ছেপেট ফুলে উঠছেঘাড় একদিকে বাঁকিয়ে যাচ্ছেমাথা পিছন দিকে হেলে যাচ্ছেটেরা দৃষ্টিতে তাকিয়ে থাকেএমন অবস্থা হয়।
 
আর্টিমিশিয়া ভাল 
মানসিক রোগ বালিকাদের ঋতুর শুরুতে শিশুদের দাঁত উঠার সময় ভয়ের পর শোকের পর গোপনে হস্তমৈথুনের কুফলে সস্তান প্রসবের পর খিঁচুনি হয় খিঁচুনির সময় মাথা পশ্চাৎ দিকে এবং মুখ ঘাড়ের দিকে আড়ষ্ট হয় মাথা গরমে উত্তপ্ত হয়।
 
এসিডকার্বলিকক্রোটেলাসহরল্যাকেসিসএচিনেসিয়া, বারবেরিস, পাইরোজিনিয়ামথুজা, নেট্রামসালফআর্সেনিক এলবলেপ্ট্যান্ডা -  
মানসিক রোগে আক্রান্ত রোগীর রক্তে হেপাটাইটিস ভাইরাস জনিত করণে ধ্বজভঙ্গ হয়ে পুরুষত্বহীনতা হয়।
 
কেলিব্রোম 
মানসিক রোগে আক্রান্ত রোগীর স্বপ্ন বা ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে ওষুধ নির্বাচন সংক্ষিপ্তকারে স্বপ্নে বা ঘুমের মধ্যে বোবা ধরে বা বুক চাপা স্বপ্ন অথবা বুকের উপর চাপ দিচ্ছে এরূপ লক্ষণে।
 
কোনিয়াম 
স্বপ্নে উলঙ্গ ব্যক্তি সহবাসের জন্য জরিয়ে ধরচ্ছে এরূপ লক্ষণে।
 
সালফার 
স্বপ্নে গান গায়।
নাক্সভূমিকা 
স্বপ্নে ঝগড়া করচ্ছে দাঁত পড়ে যাচ্ছে।
 
থুজা 
স্বপ্নে মরে যাচ্ছে সৃষ্টিকর্তার ঠাকুর দেবতার নির্দেশ পায়।
 
এলুমিনা 
স্বপ্নে চোর ডাকাত দেখে।
 
বেলেডোনা নেট্রামসালফ রাসটক্স  -
স্বপ্নে সাঁতার কাটচ্ছে।
 
ক্রিয়োজোটল্যাক-ক্যানাইনাম 
স্বপ্নে কান্না করছে বিছনায় প্রস্রাব করে।
 
লাইকোপোডিয়ামনেট্রামসালফথুজাএপিস মেল 
উপরেরদিকে উড়ে যাচ্ছে।
 
এলোসোরিনামজিঙ্কাম মেট, থুজা 
বিছানায় পায়খানা করচ্ছে।
 
আর্জেন্টাম নাইটমেডোরিনামসালফার 
ভূত-প্রেত দেখে।
 
এলুমিনালাইকোপোডিয়ামষ্ট্যাফিসেগ্রিয়াকেলিকার্বমার্কসল 
স্বপ্নে পানিতে ডুবে যাচ্ছে।
 
কক্কাস ক্যাকটাইবেলেডোনাডিজিটেলিসশুয়েকামনেট্রামসালফথুজা 
স্বপ্নে উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে।
 
সিপিয়া 
স্বপ্নে ইঁদুর দেখে।
 
আর্সেনিক এলবক্রোটেলাসমেডোরিনামসালফারবেলেডোনাগুজা 
স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখে।
 
এনাকার্ডিয়ামথুজা 
স্বপ্নে মৃতদেহ দেখে।
 
সালফারসাইলিসিয়া 
স্বপ্নে কুকুর দেখে।
এনাকার্ডিয়ামক্যালকেরিয়া ফসনেট্রামমিউরবেলেডোনা, সালফার 
স্বপ্নে আগুন দেখে।
 
ক্রিয়োজোটল্যাকেসিসনেট্রাম মিউরসাইলিসিয়াট্যাফিসেগ্রিরা 
স্বপ্নে হত্যা করচ্ছে বা নিজেকে হত্যা করচ্ছে।
 
এমন কার্ব্ব 
স্বপ্নে মরা মানুষকীটউকুন ও ভূত - প্রেত দেখে। 



প্রভাষক-
ডাঃ মহি উদ্দিন
ফরাজী হোমিও হল 
সদর হাসপাতাল রোড়, উত্তর বিরিঞ্চি-ফেনী। 
মোবাইল-#01814319033
youtube- https://www.youtube.com/results?search_query=fhhfeni


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ