সিনিসিও - Senecio Aureus, ডাঃ মহি উদ্দিন

সিনিসিও 
Senecio Aureus 








উৎস:- মুকুলিত অবস্থায় একপ্রকার গাছ হইতে টিংচার প্রস্তুত হয়।  

ক্রিয়াস্থান:-  স্ত্রী জননেন্দ্রিয়ের উপর ইহার প্রধান ক্রিয়া, মূত্র-যন্ত্রাদির উপরেও ইহা ক্রিয়া প্রকাশ করে।

প্রস্রাবের পীড়া:- প্রষ্টেট গ্ল্যাণ্ডের বিবৃদ্ধি, তজ্জন্য প্রস্রাবত্যাগ কালে ভীষণ যন্ত্রণা ও কষ্ট (স্যাবাল সেরুলেটা) ; কিডনীতে বেদনাসহ বারবার প্রস্রাব; মূত্রনলীর ইরিটেসন ও প্রদাহ-বশতঃ— স্বল্প প্রস্রাব, প্রস্রাবে রক্ত, শ্লেষ্মা, বেগ, কোঁথানি, বারবার মূত্রত্যাগের ইচ্ছা ও রেন্যাল কলিক। স্পার্মাটিক-কর্ডে (রেতোরজ্জুতে ) বেদনা, উহা অণ্ডকোষ পর্য্যন্ত বিস্তৃত হয়, ক্রণিক-সিষ্টাইটীস।

কাশি:- ঋতু বন্ধ হইয়া কাশি, কাশির সহিত রক্ত উঠে ( হ্যামামেলিস, মিলিফোলিয়ম, ফসফরাস অধ্যায় দেখুন ) । ইহাতে ঋতুস্রাব বন্ধ হইলে কাশি বাড়ে এবং স্রাব আরম্ভ হইলেই কাশির উপশম হয়।

উদরের পীড়া:- নাভীর চতুর্দিকে বেদনা, উহা প্রায় সমস্ত পেটে ছড়াইয়া পড়ে, খোলসা বাহ্যে হইলে বেদনার উপশম থাকে। জলের মত তরল বাহ্যের সহিত কঠিন মল, কখনও রক্তামাশয়ের মত কোথানি ও বেগসহ রক্তবাহ্যে হয় । 

ঋতুস্রাব:- হরমোন সমস্যা জনিত ঋতু বন্ধ। বাধক, ঋতুবন্ধ, অতিরজঃ অনিয়মিত সময়ে ঋতুপ্রকাশ এবং ঋতুস্রাব আরম্ভের পূর্ব্বে বুক, গলা ও মূত্রথলীর প্রদাহ প্রভৃতি ইহার বিশেষ লক্ষণ।  

সদৃশ:- এলেটিস, কলোফাইলম, সিপিয়া প্রভৃতি । 

ক্রম:- &, ২য় শক্তি। 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ