বায়োকেমিক ঔষধ - ম্যাগনেশিয়া ফসফোরিকামের সংক্ষিপ্ত আলোচনা
ম্যাগনেশিয়া ফসফোরিকা - Magnesia phosphorica
প্রধান রোগ নির্দেশনা ( Major Indication )
সকল ধরনের ব্যথা
( All kinds of Pain )
কোমর ব্যথা ( Lumbago
)
সন্ধিবাত ( Osteoarthritis
)
অক্সিজেন
স্বল্পতার কারনে বুকে ব্যথা ( Angina Pectoris )
খিঁচুনি ( Convulsion
)
মৃগী ( Epilepsy
)
পেশীর সংকোচন ( Muscular
cramps )
পেশীর টান ( Muscular
twitching )
মলাশয় প্রদাহ ( Colitis
)
ব্যথাযুক্ত মাসিক
( Menstrual cramps )
ক্রিয়াস্থান ( Center
of Action )
স্নায়ু ( Nerves
)
পেশীসমূহ ( Muscles
)
মুখমন্ডল ( Face
)
মস্তক ( Head
)
ডান দিক ( Right
Side ) ইত্যাদি ।
সাধারণ ক্রিয়া (
General Action )
ম্যাগ ফস
সর্বপ্রকার ব্যথার অতি উত্কৃষ্ট ঔষধ । যে কোন প্রকার ব্যথাতেই নির্বিচারে ইহা গরম
পানি বা গরম দুধসহ সেবন করলে ব্যথা থেমে যায় । এই ঔষধের অভাবে পেশি ও স্নায়ু
সঙ্কোচন হয় । এই স্নায়ু সঙ্কোচনজনিত শূল , বেদনা আক্ষেপ প্রভৃতির প্রধান ঔষধ ম্যাগ ফস ।
স্থান পরিবর্তনশীল ব্যথা , বেদনা হঠাৎ আসে
আবার হঠাৎ চলে যায় । ঐ সব বেদনা সামান্য স্পর্শে বাড়ে কিন্তু জোরে চাপ দিলে উপশম
হয় । বেদনা ঠান্ডায় বাড়ে এবং উত্তাপে কমে । অত্যাধিক বেদনায় রোগী যখন ব্যথায়
ছট ফট করতে থাকে , উত্তাপে এই
বেদনার উপশম হয় সেই ক্ষেত্রে ম্যাগ ফল হবে অতি উৎকৃষ্ট ঔষধ ।
গুরুত্বপূর্ন
লক্ষণ ( Important Symptoms )
১ ) ইহার ব্যথা -
বেদনা সর্বদাই স্নায়বিক জাতীয় অর্থাৎ কখনও প্রাদাহিক নয়
২ ) ইহার ব্যথা -
বেদনা বেলাডোনার মত হঠাৎ আসে ও হঠাৎ যায়
৩ ) ব্যথা -
বেদনা শূলবৎ , কর্ত্তনবৎ ,
খোঁচামারার মত অথবা
সূচঁফোটান মত এবং অতিশয় অসহ্য , এমনকি রোগীকে
পাগল করে ফেলে
৫ ) পাকস্থলী ,
পেট ও তলপেটের আপেক্ষিক
কিংবা স্নায়বিক বেদনা ।
বৃদ্ধিঃ ডানদিকে , ঠান্ডা বাতাসে , ঠান্ডাজল স্পর্শে ও রাত্রে ।
উপশমঃ গরমে ও গরমজল পান করলে ।
মাত্রা ও
সেবনবিধি ( Dosage and Administration )
প্রাপ্ত বয়স্কঃ
৪-৬ টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার
অপ্রাপ্ত বয়স্কঃ
২-৩ টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
ম্যাগনেশিয়াম
ফসফোরিকাম শক্তিঃ 3x , 6x
, 12x . 30x , 60x , 200x I
0 মন্তব্যসমূহ