পাকস্থলী আলসার - Gastric Ulcer
পাকস্থলী আলসার (Gastric Ulcer)
সম্পর্কে পরিষ্কারভাবে কারণ, লক্ষণ, এবং
শেষে
হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি ও চিকিৎসা
পাকস্থলী আলসার কী?
পাকস্থলীর ভেতরের
আবরণে
যখন
ক্ষত
বা
ঘা
সৃষ্টি
হয়,
তাকে
পাকস্থলী আলসার বলা
হয়।
পাকস্থলী আলসারের কারণ
- H. pylori ব্যাকটেরিয়া
সংক্রমণ
- দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ (যেমন: Aspirin, Ibuprofen)
- অতিরিক্ত অম্লতা (Acidity)
- ধূমপান ও
মদ্যপান
- মানসিক চাপ ও
দুশ্চিন্তা
- অনিয়মিত খাবার
- অতিরিক্ত ঝাল, তেল-মসলা যুক্ত খাবার
- দীর্ঘদিন খালি পেটে থাকা
পাকস্থলী আলসারের লক্ষণ
- বুকের মাঝখানে বা পেটের উপরের অংশে জ্বালা বা ব্যথা
- খাওয়ার পর ব্যথা বাড়ে
- অম্বল, গ্যাস
- বমি ভাব বা বমি
- খাবারে অরুচি
- ওজন কমে যাওয়া
- কালো পায়খানা বা রক্তবমি (⚠️
বিপজ্জনক লক্ষণ)
কখন দ্রুত ডাক্তার দেখাবেন
- রক্তবমি হলে
- কালো পায়খানা হলে
- তীব্র পেটব্যথা সহ দুর্বলতা
- হঠাৎ ওজন খুব কমে গেলে
হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে পাকস্থলী আলসার
হোমিওপ্যাথিতে রোগকে
শুধু পাকস্থলী নয়, পুরো শরীর ও মানসিক অবস্থার সাথে মিলিয়ে দেখা
হয়।
হোমিওপ্যাথিতে সম্ভাব্য কারণ
- দীর্ঘদিনের মানসিক চাপ
- অতিরিক্ত রাগ, দুশ্চিন্তা
- খাদ্যাভ্যাসের সমস্যা
- বংশগত প্রবণতা
পাকস্থলী আলসারে ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক ওষুধ
নিজে নিজে ওষুধ না খেয়ে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
- Nux Vomica
- অতিরিক্ত অম্বল
- ঝাল-মসলাযুক্ত খাবারে সমস্যা
- রাগী ও দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির জন্য
- Kali Bichromicum
- পাকস্থলীতে ক্ষত
- খাওয়ার পর ভারী ভাব
- ব্যথা নির্দিষ্ট জায়গায় অনুভূত হয়
- Phosphorus
- জ্বালা ও পোড়া ভাব
- ঠান্ডা পানিতে সাময়িক আরাম
- দুর্বলতা ও ওজন কমে যাওয়া
- Arsenicum Album
- জ্বালাপোড়া ব্যথা
- অস্থিরতা, ভয়
- অল্প অল্প করে খেতে ভালো লাগে
- Robinia
- তীব্র অম্লতা
- রাতের দিকে সমস্যা বাড়ে
খাবার ও জীবনযাপনের পরামর্শ
- সময়মতো অল্প অল্প করে খাবার
- অতিরিক্ত ঝাল ও
ভাজাপোড়া এড়ানো
- ধূমপান ও
মদ্যপান বন্ধ
- মানসিক চাপ কমানো
- পর্যাপ্ত ঘুম
·
কোনো ওষুধ নিজে নিজে সেবন করবে না
·
ফারাজী হোমিও হল ফেনী।
·
০১৮১৪৩১৯০৩৩
·
হোমিওপ্যাথিতে স্বস্তি ও চিকিৎসার নিশ্চয়তা।
0 মন্তব্যসমূহ