Urtica Urens - আর্টিকা ইউরেন্স
আর্টিকা ইউরেন্স ( Urtica Urens ) উত্তর আমেরিকা , এসিয়া ও ইউরোপে আমাদের দেশের বিছুটি গাছের ন্যায় একপ্রকার ক্ষুদ্র জাতীয় গাছ জন্মায় তাহা হইতে টিংচার প্রস্তুত হয় )
ক্রিয়াঃ-
চর্মের উপরে এই ঔষধের প্রধান ক্রিয়া , ইহার দ্বারা শরীরে , আম বাতের মত একপ্রকার উদ্ভেদ দেখা যায়। দেখতে চাকাচাকা শরিরে মাংস পুলে উঠে, অত্যান্ত চুলকানি থাকে।
ডাঃ পিয়ার্স বলেন— একজন স্ত্রীলোকের ৩/৪ বৎসর সন্তান হয় নাই , সেই স্ত্রীলোকটি কোনও কারণ বশতঃ একদিন এই গাছ সিদ্ধ করিয়া তাহার দুই আউন্স পরিমাণে পান করে , তাহাতে প্রথমে তাহার স্তন ফোলে , তাহার পরে স্তন হইতে রসানির মত একপ্রকার স্রাব ( serum ) নির্গত হয় , পরে পরিষ্কার দুগ্ধ নির্গত হইতে থাকে , অতএব প্রসবের পর কাহারও স্তনে দুগ্ধ অল্প হইলে কিম্বা দুগ্ধ একেবারে না থাকিলে এই ঔষধ সেবনে বিশেষ উপকার পাওয়া যায়।
স্তনদুগ্ধ — প্রসূতির স্তনে দুগ্ধ কম হইলে কিম্বা না থাকিলে এই ঔষধ সেবনে দুগ্ধ উৎপন্ন হয় ।
গেঁটেবাত — ফোলাযুক্ত গেঁটেবাতে গাঁটে ইউরেট - অফ সোড ( Urate )।
সেবন বিধি -
আর্টিকা - ইউরেন্স —0 . প্রতি মাত্রায় ৫ ফোঁটা , গরম জলসহ ৩/৪ ঘন্টা অন্তর দিনে ৪/৫ মাত্রা সেবন করিলে প্রস্রাবসহ ইউরিক এসিড নির্গত হইয়া পীড়া শীঘ্র আরোগ্য হইবে ।
দক্ষিণ বাহুতে বেদনা হাত ঘুরাইতে হাতে লাগে . চাপিয়া শুইলে ব্যথা বাড়ে
শক্তি — &
0 মন্তব্যসমূহ