সেলিনিয়ম - ‍Selenium

 সেলিনিয়ম - ‍Selenium



উৎস - (একপ্রকার ধাতু হইতে ট্রাইটুরেসন আকারে ঔষধ প্রস্তুত হয়)। 

ক্রিয়াস্থান - লেরিংসে ও জনন্দ্রেন্দ্রিয়ের উপর ইহার প্রধান ক্রিয়া। সাধারণ দুর্ব্বলতাই, ইহার বিশেষ লক্ষণ । রোগী একটুমাত্র শরীরিক বা মানসিক পরিশ্রম করিলেই দুৰ্ব্বল ও ক্লান্ত হইয়া পড়ে, এইজন্য টাইফয়েডাদি কোনও প্রকার বলক্ষয়কারী পীড়ার পর ব্যবহৃত হইলে শীঘ্র দেহে বল আনয়ন করে। রোগীর রৌদ্র কিম্বা উত্তাপ আদৌ সহ্য হয় না, তজ্জন্য গ্রীষ্মকালের দুর্ব্বলতা ও অন্যান্য উপসর্গের অতিরিক্ত বৃদ্ধি হয়। 

রোগী — কি গ্রীষ্ম, কি শীত, কি বর্ষা কোনও সময়ের দমকা বাতাস বা ঝড় সহ্য করিতে পারে না। সেলিনিয়ম - বৃদ্ধ বয়সের পীড়ায় রোগীদের পক্ষে অধিক উপযোগী। নিম্নলিখিত কয়েকটা পীড়ায় সেলিনিয়াম ব্যবহারে অনেকটা উপকার পাওয়া যায়।

চুলউঠা—চিরুণী দিয়া চুল আঁচড়াইবার সময় মাথার চুল উঠিয়া যায়। মাথার চাঁদিতে টাক পড়ে, সেখানকার চামড়া চক্‌চক্‌ করে। জ্বর কিম্বা কোনও দুর্ব্বলকর পীড়াভোগের পর মাথার চুল উঠিতে থাকিলে তাহাতে উপকার হইবে। ভ্রু, দাড়ী ও লিঙ্গস্থানের চুল উঠিয়া যায়।

শিরঃপীড়া- নিউরালজিক কিম্বা স্নায়বিক শিরঃপীড়া, বাম চক্ষুর উপরিভাগই অধিক বেদনা করে। রৌদ্রে, তীব্র গন্ধে, চা-পানে, কোনও প্রকার টক-দ্রব্য পান করিলে শিরঃপীড়া বৃদ্ধি হয়। মদ্যপায়ীদের মদ্য পানের নেশা ছুটিয়া যাইলেই মাথা ধরে, মেজাজ খারাপ হইয়া যায়, তজ্জন্য টনিকরূপে (ইহাকে মৌয়ারি-কাটানো বলে) তাহারা আবার একটু মদ্যপান করিতে চায়। মাথা উঁচু করিলে ও দাঁড়াইলে মাথা ধরে।

শুক্রপতন— নিদ্রায়, স্বপ্নে, বেড়াইতে বেড়াইতে কিম্বা প্রস্রাব বাহের পর অল্প অল্প অসাড়ে রেতঃপাত হইতে থাকে, রোগী তাহাতে ক্রমশঃই দুর্ব্বল হইয়া পড়ে, অঙ্গ-প্রত্যঙ্গ ক্রমশঃ শীর্ণ হয়, চোখ মুখ বসিয়া যায়, শেষে ধ্বজভঙ্গ হইয়া পড়ে, শুক্র তরল হয়, তাহাতে কোনও প্রকার গন্ধ থাকে না। লিঙ্গ অতি ধীরে ধীরে ও অসম্পূর্ণ উত্থিত হয়।

স্বরযন্ত্রের পক্ষাঘাত - গান কিম্বা বক্তৃতা করিবার পর গলাধরা (আর্জেন্ট, কষ্টিকাম) ; গান ও বক্তৃতা আরম্ভ করিবার পূর্ব্বেই মনে করে যেন গলায় আঠার মত কত শ্লেষ্মা জমিয়া আছে, তজ্জন্য পুনঃ পুনঃ গলা বেঁকায় ও উহা তুলিয়া ফেলিবার চেষ্টা করে।

ল্যারিণজিয়্যাল থাইসিস—গলার স্বর ক্রমশঃ বন্ধ হইয়া আসে, কাশির সহিত রক্ত উঠে। প্রাতে ভয়ানক আক্ষেপিক কাশি হয়। 

সম্বন্ধ—আর্জেন্ট-মেট, কষ্টিকাম, ফসফরাস, ষ্ট্যানম্ ।

পরবর্তী ঔষধ- ক্যালকেরিয়া কার্ব, মার্কুরিয়স, নাক্স, সিপিসিপিয়া ।

 ক্রিয়ানাশক - ইগ্নেসিয়া, পালসেটিলা ।

শক্তি—৩০ ।  






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ