মলাশয়ের পীড়া (DISEASE OF COLON)

 


মলাশয়ের পীড়া 


(DISEASE OF COLON)

সংজ্ঞা :- মলাশয়ের ক্রিয়াজনিত বিশৃঙ্খলার ভাবকে মলাশয়ের পীড়া বলে। উদাহরণস্বরূপ বলা যায় বেদনা, আমাশয় সহ মলের প্রকৃতির পরিবর্তন যদি কোনও যান্ত্রিক পরিবর্তন ছাড়াই দেখা যায়। বিভিন্ন কারণে মলাশয়ের পীড়া হতে পারে।

কারণ:
(১) অন্ননালী, পাকস্থলী, অস্ত্র সম্পর্কিত রোগে আক্রান্ত রোগীদের একটা বড় অংশই এর আওতায় পড়ে। সাধারণত দেখা যায়, খাদ্যে বিষক্রিয়া, অনিয়মিত আহার, দীর্ঘদিন অজীর্ণ, আমাশয় রোগে ভোগা। 
(২) আমাশয় যদি খুব পুরাতন হয় তবে এই রোগ প্রকাশ লাভ করতে পারে। 
(৩) যান্ত্রিক গোলযোগ। 
(৪) জীবাণু সংক্রমণ। 
(৫) কমিজনিত রোগ, বিশেষ করে গুঁড়ো, সুতাকৃমি। 
(৬) এছাড়া Colon আক্রান্ত হলে আরও অনেক ভয়ঙ্কর রোগ হত পারে, 
যেমন – Cancer of colon, Polyposis of colon, Colostomy ইত্যাদি।

মার্ককর :
অনাবরত সবুজ পিত্তবমন, পাকস্থলীতে বেদনা। পেটে বায়ু সঞ্চয় আমাশয়। মল রক্ত মিশ্রিত, পিচ্ছিল, ফেনাময়, শ্লৈষ্মিক ঝিল্লীর টুকরো মিশ্রিত।

মার্ক সল :-
জলের মতো পাতলা মল মলদ্বারে জ্বালা পা দুটি স্ফীত, অত্যন্ত শ্বাসকষ্ট, জ্বালাকর মূত্র। মল হলুদ বর্ণের, গরম জলের স্রোতের ন্যায় জোরে নির্গত, চালধোয়া জলের ন্যায় পাতলা। সর্বাঙ্গীণ, দুর্বলতা, অবসাদ, অস্থিরতা।

আর্সেনিক এলবাম :-
শরীরে জ্বালাকর বেদনা। খুব পিপাসা বারবার সামান্য জলপান। খাদ্যের ঘ্রাণ সহ্য করতে পারে না।
মল কালচে, দূর্গন্ধযুক্ত, আমাশয় ও মল রক্ত মিশ্রিত। মুখ শুষ্ক, জিহ্বা লাল ও জ্বালাপোড়া।


কলচিকাম :-
খাদ্যের গন্ধে বমি আসে। বমি বমি ভাব। মল বেদনাপূর্ণ, সামান্য আমবৎ, প্রচুর সাদা সাদা টুকরো পড়ে কুথুন দিলে মল পড়ে না। পিত্ত প্রধান ব্যক্তি।  


পডোফাইলাম :-
ডিউডেনাম, অন্ত্র এবং সরলঅন্ত্রের উপর ক্রিয়া করিয়া থাকে। উদরাময় ও কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে নামে। বমি বমি ভাব, গরম শ্লেষ্মাময় বমি, লিভার বেদনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ