Apocynum Canabinum - এপোসাইনাম ক্যানাবিনাম। Dr. Mohi Uddin


এই ব্লগটি শুধুমাত্র নব্য চিকিৎসক এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য

Apocynum Canabinum - এপোসাইনাম ক্যানাবিনাম

 এপোসাইনামের প্রাকৃতিক অবস্থা:-
 এপোসাইনাসিয়াই

এপোসাইনামের প্রতিশব্দ:-
ব্ল্যাকইণ্ডিয়ান হেম্প , এপোসাইনাম হাইপোরিসিফলিয়াম , পিউবিসিস , ডগসূবেন , ইণ্ডিয়ান হেম্প , ভারতীয় শন বা পাট

উৎস:-  
 ইণ্ডিয়ান হেম্প নামক গাছড়া হইতে এই ঔষধ প্রস্তুত হয়

বর্ণনা:-
ইহা ফক জাতীয় গাছড়া কাণ্ড প্রায় ফুট পর্যন্ত উঁচু হইয়া থাকে এই গাছগুলি দুগ্ধবৎ রসে পরিপূর্ণ থাকে পাতাগুলি সম্মুখবর্তী এবং বৃন্তযুক্ত   হইতে ইঞ্চি লম্বা জুন হইতে সেপ্টেম্বর মাসে গাছে সবুজাভ সাদা বর্ণের ফুল ফুটিয়া থাকে  

 প্রাপ্তিস্থান:-
 কানাডা এবং ভারত বর্ষের ঘন বনজঙ্গলের নিকটে, ঝোপ ঝাড়ে এবং বালুকাময় মাটিতে, নদী তীরে আর্দ্র ভূমিতে এই সকল গাছড়া জন্মিয়া থাকে

ক্রিয়াস্থান:-
শ্লৈষ্মিক ঝিল্পী এবং রক্তস্রাবী ঝিল্লীর রস অধিক পরিমাণে ক্ষরিত করে এবং কৌষিক ঝিল্লীর উপর ক্রিয়া করিয়া শোথ এবং চর্মের উপর ক্রিয়া করিয়া রক্ত স্রাবের সৃষ্টি করে কিডনী বা মূত্র গ্রন্থির উপরও ইহার ক্রিয়া আছে এপোসাইনাম মূত্রধার সবল পেশীর দুর্বলতা জন্মায় এবং হৃৎপিণ্ডের অবসাদ জন্মাইয়া নাড়ীর গতি দুর্বল অনিয়মিত করে

মানসিক লক্ষণ:-
রোগী উদভ্রান্ত বিষন্ন , বিহ্বল , নিস্তেজতা ভাব ইহাতে বর্তমান থাকে

চরিত্রগত লক্ষণ:-
১।  উদভ্রান্ত বিষন্ন ভাব
২।  নাসিকার পুরাতন সর্দি , তৎসহ নাক বন্ধ হইয়া যায়
৩। খাদ্য অথবা ঠাণ্ডা জল খাইবা মাত্র বমি হইয়া যায়
৪। স্বল্পমূত্র ফোলা ভাব , পর্যায়ক্রমে শোথ তরল ভেদ এবং পিপাসা
৫।  শ্বাস নাতিদীর্ঘ এবং সন্তোষজনক নহে , হৃৎপিণ্ড নাড়ীর গতি অনিয়মিত
৬। তন্দ্রালুতা শক্তিহীনতা

প্রয়োগক্ষেত্র:-
প্রস্রাবের পীড়া , শোথ উদরী , উদরাময় , হাইড্রোকেফালস , স্ত্রীপীড়া প্রভৃতি ক্ষেত্রে ইহা প্রয়োগ হয়

শোথ উদরীর লক্ষণ:-

যকৃতের হৃৎপিণ্ডের পীড়াজনিত শোথে এই ঔষধ বিশেষ উপযোগী টাইফয়েড জ্বর হেতু এবং কুইনাইনের অপব্যবহার জনিত শোথ রোগে এই ঔষধ ভাল কার্যকরী রক্তস্রাবজনিত শরীর দুর্বল হইলে এবং সেজন্য শোথ পীড়ায়ও ইহা ব্যবহৃত হয় এপপাসাইনামের সকল শোথে পিপাসা থাকে কিন্তু ঠাণ্ডা জল পান মাত্র বমন পেট বেদনা আরম্ভ হয় এপিসের সহিত ইহার প্রভেদ এই যে , এপপাসাইনমে পিপাসা থাকে ঠাণ্ডায় পীড়ার বৃদ্ধি হয় অথচ এপিসে পিপাসা থাকে না এবং গরমে পীড়ার বৃদ্ধি হয় রক্তস্রাবের ফলে রক্তশূণ্য হইয়া শোথ হইলে চায়না অপেক্ষা এপপাসাইনাম বেশী উপকারী
  ) কোষ্ঠবদ্ধতাসহ শোথে এপিস।  
) উদরাময় শ্বাসকষ্টসহ শোথে এপপাসাইনাম মাদার বা x
) সর্বাঙ্গীণ শোথে আর্সেনিক , অক্সিডেন ; উপকার না হইলে লিয়াট্রিস মাদার।  
) উদরাময় , অন্ন , বমি , পিপাসাসহ শোথে এসিড এসেটিক

প্রস্রাবের পীড়ার:-
মূত্রাশয় প্রসারিত , ঘোলাটে উত্তপ্ত প্রস্রাব , তৎসহ ঘন শ্লেষ্ম , এবং প্রস্রাবের পর মূত্রনালীতে জ্বলন প্রস্রাব বাহির করার শক্তি নাই বলিলেই চলে । ফোঁটা ফোঁটা করিয়া প্রস্রাব নির্গত হয় , স্বল্প প্রস্রাব বা প্রস্রাব বন্ধ , প্রস্রাবে কষ্ট , মূত্রথলির ফোলা রোগগ্রস্ত রোগগ্রস্ত হইবার ফলে সর্বাঙ্গীন শোথ

উদরাময় লক্ষণ:-
পর্যায়ক্রমে শোথ উদরাময় হইলে এপোসাইনাম উপকারী তরল হরিদ্রা বর্ণের মল অতিশয় জোরে বাহির হইয়া পড়িলে , প্রত্যেকবার দাস্ত হইবার পর শরীর দুর্বল পেট খালি বোধ হইলে অথবা বায়ু নিঃসরণের সময় মল বাহির হইয়া পড়িলে ইহাতে উপকার পাওয়া যায়

মস্তিষ্কেপীড়ার :-
এই পীড়ায় মস্তিষ্কে জল জমিলে এবং বুকে জল জমিলে এপপাসাইনাম উপকারী হাইড্রোফেকালসের পরবর্তী এবং শেষ অবস্থায় অর্থাৎ সম্পূর্ণ অজ্ঞানাবস্থায় এপপাসাইনাম মাদার দ্বারা চিকিৎসা করিলে মৃত্যুপথযাত্রী রোগীর প্রাণ অনেক সময় রক্ষা পায়

স্ত্রীপীড়ার লক্ষণ:-
অবিরাম রক্তস্রাব কিম্বা অল্পদিন বন্ধ থাকিয়া মাঝে ভীষন রক্তস্রাব হয় , তৎসহ গা বমি বমি , জীবনীশক্তি হ্রাস , উঠিলে মূৰ্ছার ভাব , এবং স্ত্রীলোকদের ঋতুবন্ধের বয়সে অত্যধিক রজঃস্রাব হইলে ইহা উপকারী রজলোপ তৎসহ শরীর ফুলিয়া গেলে ইহা উপকারী

বৃদ্ধি:-
 ঠাণ্ডা আবহাওয়ায় , শীতল পানীয়ে , অনাবৃত হইলে

তুলনীয় ঔষধ:-
এপিস , আর্সেনিক , ডিজিটেলিস , হেলিবোরাস

ব্যবহারের শক্তি:-
হইতে ২০০ শক্তি ব্যবহৃত হয়




ডাঃ মোঃ মহি উদ্দিন
প্রভাষক:- ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল
যোগাযোগ:- ফরাজী হোমিও হল
সদর হসপাতাল মোড়, উত্তর বিরিঞ্চি রোড়-ফেনী।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ