ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন - Ventricular Fibrillation, চতুর্থ বর্ষ - প্র্যাকটিস অব মেডিসিন

 ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন 
Ventricular Fibrillation









ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনের সংজ্ঞা:
- হৃদপিণ্ডের অলিন্দ ও নিলয়গুলি ঠিক পরপর সংকুচিত হয়। কিন্তু অনেক সময় রোগ ব্যাধির জন্য এট্রিয়াম ভেন্ট্রিকলের পেশীগুলি ঠিক পর পর সংকুচিত হয় না। এই অবস্থার নাম ফাইব্রিলেশন হইলেই ফ্লাটার দেখা দেয়। এ সময় হার্টের সিস্টোল এর চাপ স্বাভাবিক অপেক্ষা কম হয়। করোনারী প্রম্বোসিসের ভাবীফলে অনেক ক্ষেত্রেই করোনারী ধমনীর বৃহৎ শাখা সহসা অবরুদ্ধ হইবার ফলে ভেন্ট্রিকিউলার সিস্টোল আদৌ হয় না, ইহারই নাম ভেন্ট্রিকিউলার ফাইব্রিলেশন ।
 
ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনের কারণগুলি নিম্নরূপ:-
১) একিউট মায়োকার্ডাইটিস।
২) ডিজিটেলিস, কুইনিড্রিন, এড্রিনালিন প্রভৃতি ঔষধের বিষক্রিয়া
৩) কার্ডিয়াক অপারেশন।
৪) হাইপোথারমিয়া প্রভৃতি ।

ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনের লক্ষণাবলী:- রোগীর নাড়ী ক্ষীণ ও ক্ষুদ্র হয়। বুকের মধ্যে স্টার্নমের নিম্ন অংশে বা উদরোধ প্রদেশে সহসা তীব্র বেদনা হয়। করোনারী ধমনীর বৃহৎ শাখা সহসা অবরুদ্ধ হইয়া যায়।

ভাবীফল:- পীড়ার ভাবীফল হিসাবে রোগীর মৃত্যু অবধারিত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ