Vanadium – ভ্যানাডিয়ম




এই ব্লগটি শুধুমাত্র নব্য চিকিসক এবং শিক্ষাথীদের জন্য প্রযোজ্য।

Vanadiumভ্যানাডিয়ম


ইহার ক্রিয়া অক্সিজেন সরবারহ করা ও রক্তের টক্সিন (দুষিত বস্তু) নষ্ট করা, এইজন্য সমস্ত ক্ষয়কারী পীড়ায় উপযোগী। ইহা দ্বারা লিভার, অক্ষুধা, পাকস্থলীর ইরিটেসন, প্রস্রাবে এলবুমেন, কাষ্টস ও রক্ত, সমস্ত অঙ্গের বা একাঙ্গের কম্পন, মাথাঘোরা, হিষ্টিরিয়া ও বিমর্ষতা, অন্ধ হইয়া যাওয়া, রক্তহীনতা, দুর্বলতা, চোখে নাকে ও গলায় ইরিটেসন, পুরাতন বাত, বহুমূত্র, সমস্ত বুকে চাপবোধ, হৃৎপিন্ড রক্তে পূর্ণ, এই সমস্ত উপসর্গে ও লক্ষণে সুফল পাওয়া যায়।
ক্রম – ১X থেকে ৩০ শক্তি।



ডাঃ মহি উদ্দিন
প্রভাষক :- ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।
যোগাযোগ :- ফরাজী হোমিও হল।
সদর হাসপাতাল, উত্তর বিরিঞ্চি রোড় - ফেনী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ