Lactuca - ল্যাটুকা ভিরোসা

Lactuca - ল্যাটুকা ভিরোসা 


উৎসঃ- একপ্রকার ক্ষুদ্রজাতীয় গাছ হইতে টিংচার প্রস্তুত হয়। 

ক্রিয়াস্থানঃ- প্রমেহে, মূত্রনালী, ওভারি টিউমার, কাশি, বেদনা।


প্রমেহেঃ- স্ত্রীলোকদের অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রমেহরোগে এবং পুরুষদিগের প্রমেহে — রোগী বসিয়া থাকিলে মনে হয় যেন মূত্রনলী দিয়া ফোঁটা ফোঁটা করিয়া প্রস্রাব বাহির হইতেছে।

ওভারিঃ- স্ত্রীলোকদের ওভারিয়ান - টিউমার ( ডিম্বকোষে অৰ্ব্বুদ ) —তাহাতে অত্যন্ত বেদনা - যন্ত্রণা থাকিলে ইহাতে অতি শীঘ্র উপকার হয় । 

কাশিঃ- এতদ্ভিন্ন — গলা কুট কুট করিয়া কাশি , আক্ষেপিক দমকা - কাশি , হুপিং - কাশি , বুকে চাপিয়া ধরার মত বেদনা , শরীরের অন্যান্য স্থানেও ঐরূপ বেদনা , রোগী বেদনার উপশমের জন্য ক্রমাগত হাই তোলে।

বেদনাঃ- মেরুদণ্ডের মধ্যে বেদনা , উহা ক্রমশঃ পাছার হাড়ের নিম্নদেশে পর্য্যন্ত বিস্তৃত হওয়া , শরীর শোলার মত কিম্বা পালকের ন্যায় হাল্কা অনুভব করা প্রভৃতি পীড়া ও লক্ষণেও ইহা উৎকৃষ্ট ফল প্রদান করে । 

হাইড্রোথোরাক্স ও এসাইটীসেও ইহা উপকার। 

শক্তি - ৩০।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ