লিভার পীড়া

 লিভার পীড়া ( যকৃত প্রদাহ ) 



রোগ বিবরণ ও কারণঃ- 

পেটের ডান দিকে পাজরার নীচে এই পীড়া জন্মিয়া থাকে । ঐ স্থান টিপিলে হাতে লাগে । স্বল্প বিরাম , ম্যালেরিয়া প্রভৃতি জ্বর কুইনাইন সেবন , বাত গ্রস্থ রোগী , স্ত্রীলোকদের ঋতু বন্ধ হইয়া এই পীড়া হয় । অধিক পরিমাণে মাছ , মাংস , ঘৃত , তৈলাক্ত দ্রব্য আহার অজীর্ণ প্রভৃতি নানা বিধ কারণে এই পীড়া হইতে পারে । 

চিকিৎসা ঃ-

ব্রাইওনিয়া ( Bryonia Alb ) : লিভারের স্থানে সুঁচ ফোঁটানো ব্যথা , জ্বালা , চাপ দিলে নাড়াচাড়া করিলে কিংবা কাশিলে বেদনার বৃদ্ধি , শুষ্ক কঠিন মল , ডান কাঁধের ব্যথা , মুখে তিক্ত আস্বাদ প্রভৃতি লক্ষণে ইহা উপকারী ।  

মাকুরিয়াস সল ( Merc Sol ) : যকৃত প্রদাহে উৎকৃষ্ট ঔষধ । নরম থল থলে জিহ্বা , সাদা ময়লাযুক্ত জিহ্বায় দাঁতের দাগ , নিঃশ্বাসে দুর্গন্ধ । হাসিলে বা কাশিলে লিভারের বেদনা । ডান পার্শ্বে শয়নে অক্ষমতা কখনো ও কোষ্ঠবদ্ধ কখনো সবুজ বা হলদে রঙের তরল মল । ইহা ব্রাইওনিয়ার সহিত পর্যায়ক্রমে ব্যবহারে যথেষ্ট উপকার হয় । এক দিন ব্রাইওনিয়া পর দিন যাকুরিয়াস এই ভাবে পর্যায়ক্রমে ব্যবস্থেয় ।  

চেলিডোনিয়ম ( Cheledonium ) : ডান কাঁধের নীচে বেদনা , মুখে তিক্ত আস্বাদ । জিহ্বায় হরিদ্রা বর্ণের ময়লা , চোখ মুখ হলুদ বর্ণ , মাটির মত কিংবা গন্ধকের ন্যায় হলুদ বর্ণের পায়খানা ক্ষুধা হীনতা গা বমি বমি মাঝে মাঝে পিত্ত বমি । গরম খাবারের আকাঙ্খা ইত্যাদি লক্ষণে ইহা উপকারী ।

ম্যাগনেশিয়া মিউর ( Magnesia Mur )  ঃ– লিভার বেদনা ও ফোলা ডান দিকে চাপিয়া শুইতে অপারগতা । জিহ্বায় হলুদ ময়লা , নিশ্বাসে দুর্গন্ধ , স্বল্প মূত্র , কোষ্ঠ বদ্ধ , গুটলে মল , মাঝে মাঝে টক বমি , শ্বাস কষ্ট বুক ধড়ফড়ানি লিভার প্রদেশে হাত ছোঁয়াইলে বেদনা বাড়ে । ইত্যাদি লক্ষণে ইহা উপকারী । 

কার্টুয়াস মেরি ( Cardus Mare ) : ইহা লিভার পীড়ায় একটি উৎকৃষ্ট ঔষধ । মুখ বিস্বাদ কিংবা তিক্ত আস্বাদ লিভারের স্থালে সুঁচ ফোঁটানো বেদনা , নাড়াচাড়ায় বেদনার বৃদ্ধি । গা বমি বমি মাঝে মাঝে টক বা তিক্ত বমি । কোষ্ঠবদ্ধ মাঝে মাঝে উদরাময় , ডান দিকে চাপিয়া ওইতে পারে না । প্রস্রাব ঘোলা বা হলুদ , পরিমাণে অল্প । 

লাইকোপোডিয়ম ( Lycopodium )ঃ লিভারের স্থানে চিন চিনে ব্যথা , পেট ফাঁপে , ভুট চাট করে । পেট ভার বোধ , মুখের স্বাদ টক । পেটে ক্ষুধা , অল্প আহারে ক্ষুধা নিবৃতি , বিকাল ওটা হইতে রাত ৮ টায় সকল যন্ত্রণার বৃদ্ধি । গরম খাবারের ইচ্ছা কখনও কোষ্ঠবদ্ধ কখনো উদরাময় ইত্যাদি লক্ষণে ইহা অমোঘ । সেবন বিধিঃ- শক্তি 30 বা 200 সকাল বিকাল দুই বার । 

কোলেষ্টেরিনাম ( Cholesterinum ) : লিভারে রক্ত সঞ্চয় । লিভার অত্যন্ত বড় প্রথমাবস্থায় বিশেষ কোন বেদনা থাকে না । দ্বিতীয় অবস্থায় জ্বালাযুক্ত বেদনা , হাটিবার সময় বদনার জন্য হাত দিয়া চাপিয়া ধরে । ইহা লিভার ক্যানসারের উৎকৃষ্ট ঔষধ সেবন বিধিঃ- শক্তি 3x বিচূর্ণ চার পাঁচ গ্রেন মাত্রায় দিনে চার বার । 

বাইওকেমিক চিকিৎসা ঃ

ফেরাম ফস ( Ferrum Phos ) : লিভার পীড়ার প্রথমাবস্থায় জ্বর লিভারে রক্ত সঞ্চয় টাটানি ব্যথায় ইহায় উপকারী । জিহ্বায় সাদা ময়লা চক্ষু হরিদ্রা বর্ণ কোষ্ঠবদ্ধ দক্ষিণ স্কন্ধে বেদনা ইত্যাদি লক্ষণ দেখা গেলে উক্ত ঔষধের সঙ্গে ক্যালি মিউর পর্যায়ক্রমে সেবনে উপকার হয় ।  

নেট্রাম সালফ ( Natrum Sulph ) : মুখে তিক্ত আস্বাদ পিত্ত বমন । লিভারে তীব্র বেদনা চক্ষু হরিদ্রা বর্ণ পিত্তযুক্ত মল ত্যাগে ইহা উপকারী । 

নেট্রাম মিউর ( Natrum Mur ) : – স্বল্প বিরাম ম্যালেরিয়া প্রবৃতি কোন প্রকার জ্বর ভোগে কুইনাইন সেবন জনিত লিভার পীড়ায় নেট্রাম মিউর উপকারী । 

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা 

জ্বর অবস্থায় সাগু , বার্লি , এরারুট , সটির পাল ব্যবস্থা করিবে । মাছ , মাংস , ঘৃত পক্ক দ্ৰব্য ভোজন নিষিদ্ধ । অধিক পরিশ্রম , রাত্রি জাগরণ , দিবানিদ্রা মদ্য পান ক্ষতিকর , জ্বর না থাকিলে পুরাতন সরু চাউলের ভাত ছোলা , মুগ , মসুর ডাল , বেগুন পোড়া সুপথ্য । তিক্ত দ্রব্য আহার করা উপকারী । উষ্ণ জলে স্নান করা যাইতে পারে । লিভার প্রদাহে বাছুর , গরুর চোনা গরম করিয়া পশমি কাপড় ভিজাইয়া নিংড়াইয়া ছেক দেওয়া ভাল ।


পরিশেষে বলব একজন ভালো রেজিস্ট্রেশনকৃত হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন। 


প্রভাষক:- ডাঃ মোঃ মহি উদ্দিন

যোগাযোগ:- ফরাজী হোমিও হল
সদর হসপাতাল মোড়উত্তর বিরিঞ্চি রোড়-ফেনী।
মোবাইল :- ০১৮১৪ ৩১ ৯০ ৩৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ