ডেসমোডিয়ম গ্যাঞ্জেটিকাম - Desmodium Gangeticum
বাংলা নাম - শালপানি।
সাধারণতঃ বিভিন্ন দরনের বেদনার এই ঔষধটি অধিক ব্যবহৃত হইতেছে। যেমন - পায়ে, পিঠে, মেরুদণ্ডে, ঘাড়ে, পেটে যে কোন প্রকারের বেদনাই হউক, অন্য ঔষধে উপকার না হইলে ইহা একবার পরীক্ষা করিবেন। বাত-বেদনা, ফিক-বেদনা, স্নায়বিক বেদনা, নিউরালজিয়া, গা হাত-পা ইত্যাদি সমস্ত শরীরে বেদনা ইহা ব্যবহাৰ্য্য।
টাইফয়েড, রেমিটেন্ট ইত্যাদি জ্বরে—গায়ে বেদনা, পিঠের শিরদাঁড়ায় বেদনা, মাথাবেদনা এবং শিশুদের জ্বরে—আচ্ছন্নভাবের সঙ্গে উপরোক্ত বেদনার লক্ষণগুলি থাকিলে ইহাতে উপকার হইবে।
ক্রম-১ ×, ৩২, ৬x, ৩০ শক্তি।
0 মন্তব্যসমূহ