সাইডোনিয়া ভেলগারিস - Cydonia vulgaris
প্রাপ্তিস্থান ও প্রস্তুত প্রণালীঃ- সাইডোনিয়া খেলগারিস এটি ইউরো
প সহ বিভিন্ন দেশে পাওয়া যায় যেখানে তাপমাত্রা কম থাকে সেখানে ভালো জন্মায়, এটি একটি ফলন বৃক্ষ, ফল গুলো দেখতে আপেলের মতো ও খেতেও আপেলের মত স্বাদ। এই ফল থেকে মাদার টিংচার প্রস্তুত করা হয়। এরপর মাদার থেকে শক্তি কৃত ওষুধ প্রস্তুত করা হয়।
প্রধান ক্রিয়া ঃ- পুরুষাঙ্গ ও পাকস্থলী কার্যকারিতার শক্তিশালী করে এবং উন্নত করে তোলে এবং অকালে বীর্যপাত রোধ করে।
পাকস্থলী পীড়া ঃ- পেটের লক্ষণসমূহ ঘন ঘন পরিবর্তন হয়, কখনো কোষ্ঠকাঠিন্য আবার কখনো উদাহারাময় কখনো পায়খানা হতে চায় না। পেটে গ্যাস জমে ঠিকমতো হজম হয় না ঘন ঘন পেটের লক্ষণ পরিবর্তন হয়।
পুরষাঙ্গঃ- যাহাদের হস্তমৈথুনের কারণে বা স্বপ্নদোষের কারণে পেনিস খুব ছোট যেমন তিন ইঞ্চি থেকেও কম ও চিকন হয়ে যায় অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয় লিঙ্গ ঠিক মত শক্ত হয় না, লিঙ্গ শিথিলতা তাহাদের ভাল কাজ করে। লিঙ্গ বড় ও মোটা করিতে এই ঔষধ প্রয়োগ করা হয়।
ফলাফল ঃ- ৪ থেকে ৬ মাস অপেক্ষা করতে হবে।
ব্যবহারবিধিঃ- ৩০ বা ২০০শক্তি ১ ফোটা করে একটু পানিতে মিশিয়ে দিনে তিনবার খাবার ৩০ মিনিট পর ।
এবং মাদার টিংচার সাইডোনিয়া ৩০% । অলিভ অয়েল ৭০% একসাথে মিশিয়ে লিঙ্গে মালিশ করিবে দিন দুইবার।
প্রভাষক:- ডাঃ মোঃ মহি উদ্দিন
1 মন্তব্যসমূহ
দাম কত ভাই
উত্তরমুছুন