মেয়েদের ঋতুস্রাবে বিলম্ব
রোগ বিবরণঃ- প্রথম
ঋতুস্রাব হইবার সময় বালিকাদের স্তন উঁচু হইয়া বর্ধিত হয়। বক্ষ প্রসারিত হয়।
যৌবনকাল আরম্ভ হইলে সুশ্রী ভাব ধারণ করে। দরিদ্র বালিকা অপেক্ষা বিলাস পরায়ণা
বালিকাগণের যাহারা পুষ্টিকর বলকারক দ্রব্যাদি আহার করে তাহাদের অতি অল্প বয়সে
ঋতুস্রাব হয়। সাধারণত ১২ থেকে ১৪ বৎসর বয়সের সময়ে ঋতু আরম্ভ হয়। শারীরিক অসুস্থতা,
স্নায়ুবিক দুর্বলতা,
ডিম্বকোষের পীড়া, দীর্ঘকাল কোন পীড়ায় ভোগিয়া দুর্বলতা ও
রক্তশূন্যতা কিংবা যোনিদ্বারে আবরক পর্দা ছিন্ন না হওয়াতে প্রথম ঋতুস্রাবে বিলম্ব
ঘটে। মাথা ভারবোধ, কোমরে টাটানি
ব্যথা, শ্বাস-প্রশ্বাসে কষ্ট,
তল পেটে বেদনা নানা
প্রকার উপসর্গ দেখা দেয়।
হোমিওপ্যাথিক চিকিৎসা:-
সিপিয়া (Sepia): ঋতুস্রাবের পরিবর্তে প্রদর স্রাবে ভোগে, দিন দিন শরীর শুকাইতে থাকে, সর্বদা মনমরা, ঘর সংসারে মন বসে না। বিমর্ষভাবে দিন কাটায়। এই প্রকৃতির বালিকাদের ঋতুস্রাব বিলম্বে ইহা অমোঘ। সেবন বিধিঃ শক্তি 30 বা 200 দিনে দুই মাত্রা। পুরাতন রোগে আরো উচ্চ শক্তি 1m, 10m
নেট্রাম মিউর (Natrum Mur): ঘাড় শীর্ণ, মেজাজ রাগী, সান্ত্বনায় বৃদ্ধি। গরমে কাতর, অত্যাধিক লবণ প্রিয় এই ধাতু বালিকাদের রজঃস্রাবে বিলম্ব হইলে ইহা অব্যর্থ। সেবন বিধিঃ- শক্তি 12x হইতে উচ্চ শক্তি ৩ বড়ি এক মাত্রা দিনে দুই বার সেব্য। হোমিওপ্যাথিক 200, 1m, 10m। বা আরো উচ্চ শক্তি ফলপ্রদ।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা:-
প্রত্যহ স্নান করা ভাল। শারীরিক পরিশ্রমাদি ও সহ্য মত ব্যায়াম করা দরকার। বিলাসিতা এবং আলস্যতা ত্যাগ করা উচিত। সব প্রকার উত্তেজক ও গরম খাদ্যাদি আহার করা অনুচিত। পুষ্টিকর ও সহজে পরিপাক হয়, এইরূপ খাদ্যাদি আহার করা উচিত।
0 মন্তব্যসমূহ