Calcarea phosphoricum - ক্যাল্কেরিয়া ফসফোরিকাম (বায়োকেমিক) ডাঃ মহি উদ্দিন

 

বায়োকেমিক ঔষধ - ক্যাল্কেরিয়া  ফসফোরিকামের সংক্ষিপ্ত আলোচনা

Calcarea phosphoricum  -       ক্যাল্কেরিয়া ফসফোরিকাম

 

প্রধান রোনির্দেশনা ( Major Indication )


অস্থির অস্বাভাবিক বৃদ্ধি ( Abnormal bone growth )

শিশুদের দূর্বল অস্থি ( Children with weak bone )

দন্ত উদমনজনিত ক্রটি ( Difficulty teething )

খাদ্যদ্রব্য হজমের পর শশাষনের দুর্বলতা ( Poor assimilation )

হজম ক্রিয়ার সমস্যাবলী ( Digestive disorders )

অতিরিক্ত ঘাম ( Excessive perspiration )

দন্তক্ষয় ( Dental caries )

চর্মের নানাবিধ সমস্যা ( Skin problems )

অপুষ্টিজনিত চুল পড়া ( Hair fall due to Malnutrition )

শ্বেতপ্রদর ( Leucorrheoa )

পক্ষাঘাত ( Paralylsis )

ফুসকুড়ি ( Pimples )

ব্রণ ( Acne ) ইত্যাদি ।


ক্রিয়াস্থান ( Center of Action )

বিশেষ করে রক্তকণিকা ( Blood Corpuscles ) 

হাড় ( Bones ) 

দাঁত ( Teeth ) 

পাকস্থলী ( Stomach ) 

মলদ্বার ( Rectum ) ইত্যাদি । 


সাধারণ ক্রিয়া ( General Action ) 

ক্যাল্কেরিয়া ফস মানব শরীরে সমস্ত টিসু এবং বিধানসমূহ প্রস্তুত করে এবং দেহকে সুস্থ ও সবল করে গড়ে তােলে । এই ঔষধই একমাত্র অস্থি গঠনের নির্মাণের প্রধান সহায়ক । ইহার অভাবে শিশুগণ বিলম্বে হাঁটিতে শেখে এবং মস্তক বৃদ্ধি হয় , মেরুদন্ড বাঁকা ও দেহ শীর্ণ হয় । ইহার দ্বারা রক্ত কণিকা সৃষ্টি হয় । ইহা দৈহিক , বলবিধান ও বৃদ্ধির অন্যতম প্রধান উপাদান । এই ঔষধের অভাবে শরীরের পুষ্টি সাধনের ব্যাঘাত ঘটায় । শরীর ইহার অভাবে ক্ষয় হতে থাকে । স্কুফুলা রােগের প্রধান ঔষধ । ক্ষয় রােগ হওয়ার আশংকা থাকলে ইহাই একমাত্র ঔষধ । ইহা দূর্বলতা নাশক হিসেবে ব্যবহৃত হয় , সুন্দর শরীর সংগঠক , ক্ষয় নিবারক , পুষ্টিকারক ও ক্যালসিয়াম পরিপুরক ঔষধ । ইহা একটি টনিক হিসেবে ব্যবহৃত হয় । 

গুরুত্বপূর্ন লক্ষণ ( Important Symptoms ) 

ইহা শিশুদের জন্য বেশি উপযােগী যে সকল শিশু অত্যন্ত জীর্ণশীর্ণ , শরীরের গঠন রুগ্ন , বয়স অনুযায়ী যাদের শরীরের সেইরুপ পুষ্টি বা বৃদ্ধি হয় নাই , অস্থি সার , পেটটি যেন খাল পড়া খুব উঁচু , মাথাটি দেহ অপেক্ষা বড় , হাত পা শীর্ণ , পাজৱা যেন জির জির করে , মাথার হাড় পাতলা থাকে যেন একটু চাপ দিলেই ভেঙ্গে যাবে , কাগজের মত পাতলা হাড় , ঘাড়ে ও শরীরের অন্যস্থানে বীচির মত গ্রন্থি ফোলা থাকে , দাঁত অনেক দেরীতে উঠে , মেরুদন্ডের দুর্বলতার জন্য হাঁটিতে পারে না , সেই সমস্ত শিশুদের ধাতুতে ক্যাল্কেরিয়া ফস উপকারী । 

বৃদ্ধিঃ 

পীড়ার কারণ মনে হলে , রাত্রে , শীতল বাতাসে , আর্দ্র বাতাসে , বর্ষায় , ঋতু পরিবর্তনে , নড়াচড়ায় । 

উপশম ঃ

গরম ঘরে শুইলে , গম আবহাওয়ায় এবং পা দোলাইলে

মাত্রা ও সেবনবিধি ( Dosage and Administration ) 

প্রাপ্ত বয়স্কঃ ৪-৬ টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার অপ্রাপ্ত বয়স্কঃ ২-৩ করে ট্যাবলেট দিনে ৩-৪ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।



ডাঃ মহি উদ্দিন

ফরাজী হোমিও হল

সদর হাসপাতাল রোড়, উত্তর বিরিঞ্চি- ফেনী

মোবাইল - ০১৮১৪ ৩১ ৯০ ৩৩

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)