অজীর্ণ (বদ হজম)

অজীর্ণ (বদ হজম)



রোগ কারন: অনিয়মিত বা অতিরিক্ত খাওয়ার করনে, তৈলাক্ত চর্বিযু্ক্ত খাদ্য খাওয়ার করনে, রাত্রি জাগরন অতিরিক্ত চা কফি মদ্য পান ধুমপান শুরুপাক দ্রবাদি খাদ্য ইত্যাদি কারন বশতঃ খাদ্য ভাল রুপে পরিপাক না হইয়া অজীর্ণ রোগ জন্মায় ।ক্ষুধা লোপ কিংবা রাক্ষুসে ক্ষুধা গরম মসলা যুক্ত দ্রব্যাদি খাওয়ার ইচ্ছা বুক গলা জ্বালা, অম্ল উদগার, আহারান্তে পেট বেদনা, বুক ধড়ফড় করা ইত্যাদি লক্ষন দেখা দেয়।

চিকিৎসা

নাক্স ভমিকা (Nux Vomica): হিংসুটে স্বভাব ভীষন রাগী, কলহপ্রিয়, শীত কাতর, মদ্যপায়ী, নেশাখোর, অতিরিক্ত রাত্র জাগরন, অধিক মসলাযুক্ত খাদ্য গুরুপাক দ্রব্যাদি ভোজন বা অধিক ভোজন জনিত অজীর্ণ। খাদ্য দ্রব্য ভালরুপে পরিপাক না হইয়া আহারের দুই এক ঘন্টা পরে পেট ব্যথা মুখে টক জল উঠে।  

কার্বোভেজ (Corbo Veg): কোন প্রকার কঠিন অসুখে রোগী পাখার বাতাস চায়। মুক্ত হাওয়ার জন্য আকাঙ্খা। অন্ধকারে ভুতের ভয়, স্মৃতি শক্তি হ্রাস, শীত কাতর, এই ঋতুর রোগীদের কার্বোভেজ একটি মহৎ উপকারি ঔষুধ। খাদ্য দ্রব্য ভালরুপ পরিপাক না হইয়া পেট ফাপে বিশেষ করে নীচের পেট দুর্গন্ধ বাতকর্ম বা টেকুর উঠিলে আরামবোধ ইত্যাদি।   

লাইকোপোডিয়াম (Lycopodium): রোগী অতিশয় কৃপন, ভিরু, একা থাকিতে ভয়, মেজাজ রাগী, নতুন লোকের আগমনে ভয়, মনের আলন্দে ক্রন্দন, গরম খাবার পছন্দ, গরমে কাতর, অজীর্ণ পীড়ায় বেশ ক্ষুধা হয়। সামান্য আহারে মনে হয় পেট ভরিয়া গিয়োছে। কোষ্ঠ বদ্ধ মাঝে মাঝে তরল মলের সঙ্গে কঠিন (শক্ত) মল দেখা যায়। পেট ফাঁপে, টক ঢেকুর উঠে, ভুট-ভাট করে পেট ডাকে। বিকাল ৪ টা থেকে রাত ৮ টার মধ্যে রোগের বৃদ্ধি।  

নেট্রাম কার্ব (Natrum Carb): গোলমাল পছন্দ করে না, গান বাজনা নিতান্ত অপছন্দনীয়। শীত কাতর দুধ খাইলে অজীর্ণ বা উদরাময় সর্বদা পেট ভার বোধ বায়ূ সঞ্চয় হইয়া পেট ফোলিয়া উঠে। কখনো কোষ্ঠবদ্ধ কখনো টক গন্ধযুক্ত তরল মল শাক সবজি পানাহারে রোগ বৃদ্ধি ।
 
ইপিকাক (Ipecac): ঘূত পক্ক পোলাও, মাংস, অধিক মিষ্টি বা মিষ্টান্ন, গুরুপাক দ্রব্যাদি আহার করিয়া পেট বেদনা, পাতলা পায়খানা, বমি ও বমি বমি ভাব হইলে ইপিকাক উপকারী । 

পালসেটিলা (Prlsatilla): শান্ত স্বভাব কোমল মন অভিমানী অল্প কথায় মনে ব্যথা গরম কাতর মুক্ত বাতাস পছন্দ করে। এই ধাতু রোগীদের উহা অধিক উপকারী। চর্বি যুক্ত মাংস, ঘৃত পক্ক পোলাও অধিক মিষ্টি বা মিষ্টান্ন ভোজন জনিত অজীর্ন বা উদরামর পেট বেদনায় পালসেটিলা অমোঘ ।

ম্যাগনেসিয়া কার্ব (Magnesia Carb): খিটখিটে স্বভাব, বদ মেজাজী, শীত কাতর, মাংস খাবার অত্যন্ত পছন্দনীয়। এই ধাতুর রোগীতে ইহা অধিক কার্যকরী। দুগ্ধ পান অসহ্য, পেট ফাঁপে বুক জ্বলে টক ঢেকুর উঠে, মুখে টক আস্বাদ রুটি, আলু, দুধ খাইলে পেটে বায়ু জমে, শূল ব্যাথা হয়। প্রভৃতি লক্ষনে ইহা উপকারী ।

চায়না (China) : সমস্ত পেট ফাঁপা, পাতলা পায়খানার সাথে অজীর্ণ খাদ্য নির্গত হয় । ফল খাইলে পেটের অসুখ বাড়ে। অথবা ফল খাইয়া অজীর্ণ বা উদরাময়। রোগী দিন দিন দুর্বল হইতে থাকে। খাদ্য দ্রব্য হজম না হইয়া আস্ত বা অর্ধ ভাঙ্গা নির্গত হয়। ইহাতে চায়না অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 3x বা 6 ৩/৪ ফোটা সামান্য জলের সহিত ৩ ঘন্টা অন্তর 30 বা 200 শক্তি উপকারী।

ক্যারিকা পেঁপেয়া (Carreca Papaya): যাহাদের হজম শক্তি দুর্বল মাংস, ডিম, গুরুপাক দ্রব্যাদি এমন কি সামান্য দুধও হজম করিতে পরে না। অল্প অল্প করিয়া দিনে রাত্রে কয়েকবার পায়খানায় যায়। অজীর্ণ তরল মল। চক্ষু হলদে জিহ্বায় হলদে ময়লা রক্ত স্বল্প দুর্বল পেট ফোলা, দুগ্ধ খাইলে অজীর্ণ বা উদরাময় দেখা দেয় ।
সেবন বিধি : শক্তি Q ৮/১০ ফোটা সামান্য জলসহ আহারে পর শিশুদের অর্ধ মাত্রা। 3x ব্যাবহারে ও উপকার পাইয়াছি ।

সালফার (Sulphur): খিট খিটে স্বভাব অল্পতে উত্তেজিত হইয়া উঠে। অত্যন্ত স্বার্থপর, গরমে কাতর, অপরিস্কার অপরিচ্ছন্ন রোগী যাহারা প্রায়ই নানাবিধ চর্ম পীড়ায় ভোগে। পায়ের তলায় জ্বালা শরীরে দুর্গন্ধ ঘাম। রুটি, আলু, ঘৃত প্রভৃতি দ্রব্য আহার করিলেই পেট ফাঁপে টক ঢেকুর উঠে। গন্ধকের বর্ণ পায়খানা বাতকর্মে ভীষন দুর্গন্ধ এই প্রকৃতির রোগীদের নতুন বা পুরাতন অজীর্ণ পীড়ায় ইহা অব্যর্থ ।
 


বাইওকেমিক চিকিৎসা

নেট্রাম ফস (Natrum Phos): টক ঢেকুর উঠে, বুক জ্বলে, মুখে টক জল উঠে। হরিদ্রা বর্ণের জিহ্বা আহারের পার পেট বেদনা। অম্ল গন্ধযুক্ত বাহ্যে মাঝে মাঝে অম্ল বমন ইত্যাদি লক্ষনে ইহা উপকারী। লক্ষন অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষুধের সঙ্গে বাইওকেমিক ঔষধ পর্যায়ক্রমে সেবনে আরো অধিক উপকার হয়।

নেট্রাম মিউর (Natrum Mur): অত্যাধিক লবন প্রিয়, তিক্ত ঝাল খাইবার প্রবল ইচ্ছা। রুটি খাইতে অনিচ্ছা, রুটি খাইলে অজীর্ন পীড়া দেখা দেয়। মুখে জল উঠে, মাথা ধরে, অতিশয় জল পিপাসা ইত্যাদি লক্ষনে ইহা মহৎ কার্যকারী ঔষুধ । 

ক্যালকেরিয়া ফস (Calearea Phos): রক্ত হীন দুর্বল জীর্ণ শীর্ণ রোগীদের হজম শক্তির দুর্বলতা, আহারে অনিচ্ছা, উদরে বায়ু জমে ইত্যাদি লক্ষনে বা অন্য ঔষুধের সহিত পর্যায়ক্রমে ইহা সেবন অজীর্ণ পীড়া আরোগ্য হয়।

ক্যালি মিউর (Kali Mur): ঘৃত পক্ক বা অধিক তৈলাক্ত খাদ্য দ্রব্য আহার জনিত অজীর্ণ পীড়া তৈলাক্ত উদগার উঠে, জিহ্বা সাদা বর্ণের প্রলেপ যুক্ত রোগীদের ইহা অধিক উপযোগী ।



সতর্কতা:- চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করিবেন না।   
ঔষধ আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাহিরে রাখুন। 



প্রভাষক, ডা: মহি উদ্দিন 

ফরাজী হোমিও হল-ফেনী। 
মোবাইল- ০১৮১৪ ৩১ ৯০ ৩৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ