বায়োকেমিক
ঔষধ - ক্যাল্কেরিয়া
সালফিউরিকামের সংক্ষিপ্ত
আলোচনা
Calcarea sulfurica - ক্যাল্কেরিয়া সালফিউরিকা
প্রধান রােগ নির্দেশনা ( Major Indication )
সকল ধরনের পচন বা পূজত্ব ( All kinds of suppuration )
চর্মে ফোঁড়া ( Skin abscess )
স্ফোটক বা ছােট ফোঁড়া ( Boils )
পিত্তকোষে টিউমার ( Cystic tumour )
ফাইব্রাস টিস্যুর বৃদ্ধি ( Fibroids )
একজিমা ( Eczema )
গ্রন্থির বৃদ্ধি ( Glandular swelling )
পায়ের তলায় জ্বালা ও চুলকানি ( Burning & itching in the soles )
কর্ণপ্রদাহ ( Otitis ) ইত্যাদি ।
ক্রিয়াস্থান ( Center of Action )
চোখ ( Eyes
)
অন্ত্র ( Intestine ) ইত্যাদি ।
সাধারণ ক্রিয়া
( General
Action )
ক্যাল্কেরিয়া সালফকে পূজোৎপাদক শক্র বলা হয় কারণ ইহা দেহে থাকিলে কখনই পূজ
উৎপাদন হতে পারে না । পূজ উৎপন্ন বন্ধ করতে ইহার সমকক্ষ আর কেহ নেই ।
ক্যাল্কেরিয়া সালফ টিস্যুর মধ্যের অকর্মণ্য সমস্ত পদার্থকে পরিস্কার করে সুস্থ
অবস্থায় আনে । পূজের ( Pus
) সঙ্গে ইহার খুব
ঘনিষ্ট সম্পর্ক আছে । তবে সর্বদা লক্ষ্য রাখতে হবে যে ইহার পূজ দুর্গন্ধহীন এবং
পূজে রক্তের আভা থাকে । কোন কোন সময়ে সাদা পূজও বাহির হয় । দীর্ঘদিনের পূজস্রাব
- নিবারণ করতে পারে । বসন্ত , ফোড়া , বাঘী , দুষিত ক্ষত , ঘা প্রভৃতিতে পুঁজ জন্মিলে এই ঔষধ ব্যবহারে
শুকিয়ে যায় । দুগন্ধবিহীন যে কোন পূজস্রাব নিবারণে ইহার ক্ষমতা অসীম । হিপার
সালফ অপেক্ষা ক্যাল্কেরিয়া সালফ অধিকতর গভীর কার্যকরী ঔষধ ।
গুরুত্বপূর্ন লক্ষণ ( Important Symptoms )
১ ) শরীরের
স্থানে স্থানে পুঁজ জন্মিবার প্রবণতা ।
২ ) ঘন , হলদে , ডেলা ডেলা রক্তাত্ত পুঁজ ।
৩ ) পায়ে
দুর্গন্ধ শীতল ঘাম ।
৪ ) কাশিলে অতি
সহজে ঘাম হয় ।
৫ ) ডান ওভারীতে
( Ovary
) কেটে ফেণর মত
বেদনা ।
বৃদ্ধিঃ
ঋতু পরিবর্তনে , ঠান্ডায় , ঠান্ডা জলে ।
উপশমঃ
খােলা বাতাসে , গরম ও গরম বাতাসে ।
মাত্রা ও
সেবনবিধি ( Dosage and Administration )
প্রাপ্ত বয়স্কঃ
৪-৬ টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার
অপ্রাপ্ত
বয়স্কঃ ২-৩ টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার
অথবা চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী সেব্য ।
ক্যাল্কেরিয়া সালফিউরিকা শক্তিঃ 3x , 6x , 12x . 30x , 60x , 200x
ডাঃ মহি উদ্দিন
ফরাজী হোমিও হল
সদর হাসপাতাল রোড়, উত্তর বিরিঞ্চি- ফেনী।
মোবাইল - ০১৮১৪ ৩১ ৯০ ৩৩
0 মন্তব্যসমূহ