বৃদ্ধি ও উপশম - (যে কোন রোগ কখন কখন বেড়ে যাওয়া)

বৃদ্ধি ও উপশম
(যে কোন রোগ কখন কখন বেড়ে যাওয়া)




খোলা বাতাসে বৃদ্ধি : এসিড বেঞ্জয়িক, এসিড নাইট্রিক, এসিড সালফিউরিক, এমনকার্ব, ব্যাপ্টিসিয়া, ক্যাল্ককার্ব, ক্যাল্কফস, ক্যাম্ফর, ক্যাপ্সিকাম, কষ্টিকাম, সিড্রন, চেলিডোনিয়াম, চায়না, ককুলাস, কফিয়া, ডালকামেরা, ইউপেটরিয়াম পার্ফ, হিপারসালফ, কেলিকার্ব, ক্রিয়োজট, মার্কসল, সিন্নাবেরিস, নেট্রাম কার্ব, নাক্সভোম, নাক্স মস্কেটা, ফাইটোলাক্কা, পডোফাইলাম, সোরিনাম, সাইলিসিয়া, স্ট্যাফিসেগ্রিয়া, সালফার ।
খোলা বাতাসে উপশম : এসিড ফ্লুওর, এসিড হাইড্রসায়ানিক, এসিড অক্সালিক, এসিড পিক্রিক, এসিড ফসফরিক, এস্কুলাস হিপ, এলিয়াম সেপা, এলুমিনা, এমিল নাইট, আর্জেন্ট মেটালিকাম, আর্জেন্ট নাইট, আর্নিকা, আর্সেনিক, অরাম, বার্বারিস, ক্রোকাস, ক্রোটেলাস-হ, ড্রসেরা, জেলসিমিয়াম, আয়োডিয়াম, ইপিকাক, কেলিবাই, কেলিআর্স, ল্যাকেসিস, লিলিয়াম টি, ম্যাগকার্ব, ম্যাগ মিউর, ম্যাঙ্গেনাম, নেট্রাম মিউর, নেট্রাম সালফ, প্ল্যাটিনা, পালসেটিলা, স্ট্যানাম, সিকেলি কর, সিপিয়া, ট্যাবেকাম ।


উপরে উঠতে বৃদ্ধি : এনাকার্ডিয়াম, এন্টিম ক্রুড, ডিজিটেলিস, পডোফাইলাম, কঠা, সিপিয়া, থুজা।
নীচে নামতে বৃদ্ধি : বোরাক্স। 
নীচে নামতে উপশম : ব্রায়োনিয়া, স্পঞ্জিয়া।


পেছনে বাঁকা হলে বৃদ্ধি : ডালকামেরা, ম্যাঙ্গেনাম ।
পেছনে বাঁকা হলে উপশম : বেলাডোনা।


সামনে ঝুঁকলে বৃদ্ধি : এন্টিম টার্ট, বেলাডোনা, স্পাইজেলিয়া ।  
সামনে ঝুঁকলে উপশম : ম্যাঙ্গেনাম


ঠান্ডা প্রয়োগে বৃদ্ধি : এসিড মিউরেটিক, এসিড নাইট্রিক, একটিয়া রেসিমোসা, এন্টিম ক্রুড, এপোসাইনাম, ব্যারাইটা কার্ব, বেলাডোনা, ক্যাপ্সিকাম, কষ্টিকাম, চিমাফিলা, ক্রিয়োজট, ল্যাকেসিস, ম্যাগ ফস, ফসফরাস, রাসটক্স, রুঠা, সিপিয়া ।
ঠান্ডা প্রয়োগে উপশম ঃ এসিড ফ্লোওর, এসিড পিক্রিক, এলো, এমিল নাইট, এপিস মেল, আর্জেন্ট নাইট, আর্নিকা, অরাম, ব্রায়োনিয়া, গ্লোনয়েন, আয়োডিয়াম, লিডাম, নেট্রাম মিউর, পালসেটিলা, সিকেলি কর, ট্যাবেকাম।


ঠান্ডা পানি পানে বৃদ্ধি ঃ এসিড মিউরেটিক, এসিড সালফিউরিক, এগারিকাস, আর্সেনিক, ব্রোমিয়াম, ক্যান্থারিস, ক্যাপ্সিকাম, কার্বভেজ, ডিজিটেলিস, ইউপেটরিয়াম পার্ফ, গ্রাফাইটিস, ইপিকাক, কেলিকার্ব, লাইকোপডিয়াম, ম্যাগকার্ব, নেট্রামকার্ব, নাক্স ভোম, ভেরেট্রাম এল ।
 
ঠান্ডা পানি পানে উপশম : এসিড ফ্লোওর, ব্রায়োনিয়া, পালসেটিলা ।
গরম পানি পানে বৃদ্ধি : এসিড ফ্লোর, এম্রাগ্রিজিয়া, ল্যাকেসিস, ফসফরাস, সিকেলি কর।
গরম পানি পানে উপশম : এলু, আর্সেনিক, চেলিডোনিয়াম, ড্রসেরা, লাইকোপডিয়াম, নাক্সভোম, রাসটক্স।

আহারে বৃদ্ধি ঃ এসিড নাইট্রিক, এলো, এনাকার্ডিয়াম, এন্টিম ক্রুড, আর্সেনিক, বার্বারিস, ব্রায়োনিয়া, ক্যান্ধকার্ব, ক্যাপ্সিকাম, কার্বভেজ, কষ্টিকাম, ককুলাস, কলো, ডিজিটেলিস, ফেরাম, হাইড্রাসটিস, হায়োসিয়েমাস, কেলিবাই, কেলিকার্ব, ল্যাকেসিস, লাইকোপডিয়াম, ম্যাঙ্গেনাম, মার্ক, মস্কাস, নেট্রাম মিউর, নাক্সভোম, নাক্স মস্কেটা, পডোফাইলাম, পালসেটিলা, রিউম, রাসটক্স, স্যাঙ্গুনেরিয়া, স্পাইজেলিয়া, স্ট্যাফিসেগ্রিয়া, সালফার, থুজা, জিঙ্কাম ।
আহারে উপশম : একটিয়া রেসিমোসা, এগারিকাস, এন্থ্রাগ্রিজিয়া, আর্স আয়োড, ব্রোমিয়াম, চেলিডোনিয়াম, গ্রাফাইটিস, হিপার সালফ, আয়োডিয়াম, ক্যালমিয়া ল্যাট, নেট্রাম কার্ব, নেট্রাম সালফ, ফসফরাস, রডোড্রেনড্রন, সিপিয়া, স্পঞ্জিয়া ।

ঢেকুরে বৃদ্ধি ঃ এগারিকাস, ককুলাস, ফসফরাস, রাসটক্স, , সিপিয়া, জিঙ্কাম । 
ঢেকুরে উপশম ঃ এসিড নাইট্রিক, কার্ব ভেজ, গ্রাফাইটিস, ইগ্লেসিয়া, কেলিকার্ব, ল্যাকেসিস, ম্যাগ মিউর, নাক্সভোম, সাইলিসিয়া, সালফার।

শুলে বৃদ্ধি : এন্টিম টার্ট, আর্সেনিক, বেলাডোনা, ক্যামোমিলা, কোনিয়াম, ড্রসেরা, ফেরাম, গ্লোনয়েন, হায়োসিয়েমাস, লাইকোপডিয়াম, মিউরেক্স, নেট্রাম সালফ, প্ল্যাটিনা, পালসেটিলা, রাসটক্স, রুঠা, স্যাঙ্গুনেরিয়া, স্ট্যানাম, ট্যাবেকাম, জিঙ্কাম।
শুলে উপশম : এসিড নাইট্রিক এসিড পিক্রিক, এন্টিম ক্রুড, এপোসাইনাম, আর্নিকা, আর্সেনিক, ব্রায়োনিয়া, ক্যান্ধফস, ক্যালমিয়া ল্যাট, ম্যাঙ্গেনাম, নাক্সভোম, প্লাম্বাম মেট, পডোফাইলাম, সাইলিসিয়া, স্ট্যাফিসেগ্রিয়া, ভেরেট্রাম এল।

আক্রান্ত অঙ্গ চেপে শুলে বৃদ্ধি ঃ এসিড নাইট্রিক, এসিড ফসফরিক একোনাইট, এন্টিম টার্ট, আর্সেনিক, ব্যাপ্টিসিয়া, ব্যারাইটা কার্ব, বেলাডোনা, হিপার সালফ, আয়োডিয়াম, কেলিকার্ব, লাইকোপডিয়াম, নাক্স মস্কেটা, রুঠা সাইলিসিয়া।
আক্রান্ত অঙ্গ চেপে শুলে উপশম : এমন কার্ব, এন্থ্রাগ্রিজিয়া, ব্রায়োনিয়া, ক্যাল্ককার্ব, ক্যামোমিলা, কলোসিন্থ, পালসেটিলা, সিপিয়া, সালফার।

চিৎ হয়ে শুলে বৃদ্ধি : আর্জেন্ট মেটালিকাম, আর্সেনিক, কলোসিন্থ, ডালকামেরা, নাক্সভোম, ফসফরাস,সিপিয়া ।
চিৎ হয়ে শুলে উপশম : ব্রায়োনিয়া, ক্যান্ধকার্ব, মার্ককর, নেট্রাম মিউর, পালসেটিলা, রাসটক্স।

বাম কাতে শুলে বৃদ্ধি : আর্জেন্ট নাইট, আর্নিকা, ব্যারাইটা কার্ব, কলচিকাম, ক্রোটন টিগ, ল্যাকেসিস, লিলিয়াম টিগ, ন্যাজা, নেট্রাম মিউর, ফসফরাস, পালসেটিলা, সালফার, থুজা।
বাম কাতে শুলে উপশম ঃ এসিড মিউর, ইগ্লেসিয়া, নেট্রাম মিউর, স্ট্যানাম । 
 
ডান কাতে শুলে বৃদ্ধি : এসিড বেঞ্জয়িক, লাইকোপডিয়াম, মার্কসল, নাক্সভোম, ফাইটোলাক্কা, স্যাঙ্গুনেরিয়া, স্পঞ্জিয়া।
ডান কাতে শুলে উপশম : এমন কার্ব, পালসেটিলা, সালফার।

মাসিকের পূর্বে বৃদ্ধি : এসিড ফসফরিক, আর্জেন্ট নাইট, ক্যাল্ককার্ব, ক্যাল্কফস, কার্বভেজ, কোনিয়াম, ক্রোটেলাস হ, কুপ্রাম, জেলসিমিয়াম, গ্রাফাইটিস, হায়োসিয়েমাস, কেলিকার্ব, ক্রিয়োজট, ল্যাকেসিস, লাইকোপডিয়াম, ম্যাঙ্গেনাম, মার্ক, নেট্রাম মিউর, ফসফরাস, প্ল্যাটিনা, পালসেটিলা, সিকেলি কর, সিপিয়া, সালফার, ভেরেট্রাম এল্ব, জিঙ্কাম ।
মাসিকের সময় বৃদ্ধি ঃ একটিয়া রেসিমোসা, এগারিকাস, এলো, এমন কার্ব, কলোফাইলাম, ক্যামোমিলা, ককুলাস, কফিয়া, জেলসিমিয়াম, গ্রাফাইটিস, হায়োসিয়েমাস, কেলিকার্ব, ম্যাগকার্ব, নেট্রাম মিউর, নাক্সভোম, ফাইটোলাক্কা, সোরিনাম, পালসেটিলা, রুঠা, সিকেলি কর, সিপিয়া, সাইলিসিয়া, সালফার, ভেরেট্রাম এহু, জিঙ্কাম ।

মাসিকের সময় উপশম : ল্যাকেসিস, স্ট্যানাম, জিঙ্কাম । 
মাসিকের পরে বৃদ্ধি : এসিড নাইট্রিক, এসিড ফসফরিক, ফেরাম, জেলসিমিয়াম, গ্রাফাইটিস, ক্রিয়োজট, ল্যাকেসিস, লিলিয়াম টিগ, লাইকোপডিয়াম, নেট্রাম মিউর, নাক্সভোম, ফসফরাস, সিপিয়া, স্ট্যামোনিয়াম, সালফার।

নড়াচড়ায় বৃদ্ধি : এসিড বেঞ্জয়িক, এসিড পিত্রিক, এসিড স্যালিসাইলিক, এসিড সালফিউরিক, একোনাইট, একটিয়া রেসিমোসা, এপিস মেল, এপোসাইনাম, আর্নিকা, আর্সেনিক, বেলাডোনা, বার্বারিস, ব্রায়োনিয়া, ক্যাক্টাস, ক্যাল্কফস, ক্যাম্ফর, ক্যান্থারিস, কার্বভেজ, ক্যামোমিলা, চেলিডোনিয়াম, চায়না, ক্লিমেটিস, ককুলাস, কলচিকাম, ডিজিটেলিস, ইউপেটরিয়াম পার্ফ, জেলসিমিয়াম, গ্লোনয়েন, হাইড্রাসটিস, হাইপেরিকাম, আয়োডিয়াম, ইপিকাক, আইরিস, কেলি কার্ব, ক্যালমিয়া ল্যাট, ল্যাকেসিস, লিডাম পাল, ম্যাগফস, ম্যাঙ্গেনাম, মার্কসল, মেজেরিয়াম, মস্কাস, নেট্রাম মিউর, নাক্স মস্কেটা, নাক্স ভোম, ফসফরাস, ফাইটোলাক্কা, প্লাম্বাম মেট, পডোফাইলাম, সোরিনাম, রিউম, স্যাঙ্গুনেরিয়া, সিকেলি কর, স্পাইজেলিয়া, স্পঞ্জিয়া, স্ট্রানাম, স্ট্র্যামোনিয়াম, সালফার, ট্যাবেকাম, ভেরেট্রাম এল্ব, ভেরেট্রাম ভিরিডি, জিঙ্কাম।
নড়াচড়ায় উপশম : এসিড মিউরেটিক, এসিড ফসফরিক, এগারিকাস, এলিয়াম সেপা, সিড্রন, কোনিয়াম, ডালকামেরা, ক্রিয়োজট, লাইকোপডিয়াম, ম্যাগকার্ব, ম্যাগ মিউর, নেট্রাম সালফ, রডোডেনড্রন, রাসটক্স, স্ট্যানাম ।

গান বাজনায় বৃদ্ধি ঃ এসিড ফসফরিক, একোনাইট, এম্রাগ্রিজিয়া, ক্যামোমিলা, গ্রাফাইটিস, ক্রিয়োজট, নেট্রাম কার্ব, নেট্রাম সালফ, নাক্স ভোম, ফসফরাস, স্যাবাইনা, সিপিয়া, থুজা।
গান বাজনায় উপশম : অরাম মেট ।

চাপে বৃদ্ধি : এসিড সালফিউরিক, একোনাইট, এপিস মেল, আর্জেন্ট মেটালিকাম, আর্নিকা, ব্যাপ্টিসিয়া, বেলাডোনা, বার্বারিস, ব্রোমিয়াম, ক্যাল্ক ফস, ক্যান্থারিস, চায়না, সিস্টাস, ককুলাস, ক্রোটেলাস হ, ক্রোটন টিগ, কুপ্রাম মেট, ইউপেটরিয়াম পার্ফ, গ্লোনয়েন, হ্যামামেলিস, হিপার সালফ, ল্যাকেসিস, লিলিয়াম টিগ, লাইকোপডিয়াম, ম্যাগকার্ব, মার্ক, মেজেরিয়াম, মস্কাস, নেট্রাম সালফ, সাইলিসিয়া, স্পঞ্জিয়া, স্ট্যাফিসেগ্রিয়া, স্ট্যামোনিয়াম, সালফার, ট্যাবেকাম, টেরিবিন্থ, জিঙ্কাম ।
চাপে উপশম ঃ এমন কার্ব, ব্রায়োনিয়া, ইপিকাক, কেলিবাই, ক্রিয়োজট, ম্যাগকার্ব, ম্যাগফস, মিউরেক্স, নেট্রাম কার্ব, নেট্রাম মিউর, নাক্স ভোম, প্লাম্বাম, পডোফাইলাম, পালসেটিলা, স্যাবাইনা, সিপিয়া, স্ট্যানাম, থুজা।

মালিশে বৃদ্ধি ঃ এসিড সালফিউরিক, সোরিনাম।
মালিশে উপশম ঃ ক্যাল্ককার্ব, ক্যান্থারিস, নেট্রাম কার্ব, নেট্রাম মিউর, নাক্স ভোম, ফসফরাস, প্লাম্বাম, পডোফাইলাম, পালসেটিলা, রাসটক্স, রুঠা।

শুক্রপাতে বৃদ্ধি:- এসিড ফসফরিক, ক্যাল্ককার্ব, চায়না, নেট্রাম কার্ব, নেট্রাম মিউর, নাক্স ভোম, স্ট্যাফিসেগ্রিয়া ।
শুক্রপাতে উপশম : ল্যাকেসিস, ন্যাজা, জিঙ্কাম । 

বসলে বৃদ্ধি ঃ এসিড ফসফরিক, এগারিকাস, এলু, এন্টিম টার্ট, কেলিবাই, নেট্রাম কার্ব, প্ল্যাটিনা, রডোড্রেনড্রন, রাসটক্স।
বসলে উপশম : এপিস মেল, ব্রায়োনিয়া, আয়োডিয়াম, নাক্স ভোম, স্ট্যাফিসেগ্রিয়া ।

দাঁড়ালে বৃদ্ধি : এসিড ফ্লোওর, এসিড ফসফরিক, এলো, বার্বারিস, ক্যান্থারিস, ককুলাস, ডিজিটেলিস, ক্রিয়োজট, ল্যাকেসিস, ফাইটোলাক্কা, প্ল্যাটিনা, সোরিনাম, রিউম, সিপিয়া, সালফার।
দাঁড়ালে উপশম : বেলাডোনা, সিড্রন ।

রোগের কথা ভাবলে বৃদ্ধি:- এসিড অক্সালিক, অরাম মেট, ব্যারাইটা কার্ব, ক্যাল্কফস, কষ্টিকাম, ক্যামোমিলা, স্পঞ্জিয়া।
রোগের কথা ভাবলে উপশম : ক্যাক্ষর।

বমি হলে বৃদ্ধি : কুপ্রাম, ড্রসেরা, ইপিকাক ।
বমি হলে উপশম ঃ ওপিয়াম, ট্যাবেকাম, জিঙ্কাম।

হাঁটলে বৃদ্ধি : এসিড কার্বলিক এসিড পিক্রিক, একোনাইট, ইস্কুলাস হিপ, আর্জেন্ট মেটালিকাম, ব্যাপ্টিসিয়া, ব্রায়োনিয়া, ক্যাম্ফর, কষ্টিকাম, কোনিয়াম, হিপার সালফ, কেলিকার্ব, লিডাম পাল, ম্যাঙ্গেনাম, নেট্রাম মিউর, নাক্স ভোম, ফাইটোলাক্কা, পডোফাইলাম, সোরিনাম, রিউম, রুঠা, সাইলিসিয়া, স্পঞ্জিয়া, ভেরেট্রাম ভিরিডি ।
হাটলে উপশম : এসিড ফ্লুওর, এসিড ফসফরিক, এন্থ্রাগ্রিজিয়া, ক্যামোমিলা, নেট্রাম সালফ, ওপিয়াম। 

তাপ প্রয়োগে বৃদ্ধি : এসিড ফ্লুওর, এপিস মেল, আয়োডিয়াম, কেলিসালফ, ল্যাকেসিস, লিডাম পাল, পালসেটিলা, সিকেলি কর, সালফার।
তাপ প্রয়োগে উপশম : এসিড মিউরেটিক, এসিড ফসফরিক এসিড স্যালিসাইলিক, এন্থ্রাগ্রিজিয়া, এন্টিম ক্রুড, আর্সেনিক, বেলাডোনা, ক্যাল্কফস, ক্যান্থারিস, কার্বভেজ, চায়না, কলচিকাম, হিপার সালফ, কেলিবাই, লাইকোপডিয়াম, ম্যাগফস, নাক্সভোম, ফসফরাস, রিউম, রডোডেনড্রন,
রাসটক্স, সিপিয়া, সাইলিসিয়া, স্ট্র্যামোনিয়াম । 

গোসলে বৃদ্ধি : ইস্কুলাস হিপ, এলিয়াম সেপা, এমন কার্ব, এন্টিম ক্রুড, ক্যান্ধকার্ব, কষ্টিকাম, কলচিকাম, ডালকামেরা, গ্রাফাইটিস, নাক্স মস্কেটা, পেট্ৰলিয়াম, ফাইটোলাক্কা, সিপিয়া, সাইলিসিয়া, সালফার ।
গোসলে উপশম : এসিড ফ্লুওর, অরাম, পালসেটিলা ।

কাঁদলে বৃদ্ধি : কুপ্রাম মেট, স্ট্যানাম ।
কাঁদলে উপশম : মার্ক, ট্যাবেকাম ।

লিখলে বৃদ্ধি ঃ লাইকোপডিয়াম, রডোডেনড্রন, সাইলিসিয়া। 

হাই তুললে বৃদ্ধি : সিনা, ইগ্নেসিয়া, নাক্স ভোম ।

সান্তনায় বৃদ্ধি : এসিড নাইট্রিক, আর্সেনিক, বেলাডোনা, ক্যাল্কফস, ইগ্নেসিয়া, লিলিয়াম টিগ, নেট্রাম মিউর, প্ল্যাটিনা, সিপিয়া, সাইলিসিয়া ।

কোষ্ঠবদ্ধতায় বৃদ্ধি ঃ নাক্স ভোম ।
কোষ্ঠবদ্ধতায় উপশম : ক্যান্ধকার্ব, মার্কসল, সোরিনাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ