অনুকূল ও অনুপূরক ঔষধ

 

অনুকূল ও অনুপূরক ঔষধ 





অনুকূল ও অনুপূরক সম্বন্ধ কি?

ঔষধের সহিত ঔষধের সম্বন্ধ তিন রকমের আছে। প্রথম সম্বন্ধের নাম অনুকূল সম্বন্ধ। শক্তীকৃত কোনও ঔষধের পর, অপর শক্তীকৃত যে ঔষধটি ব্যবহার করলে রোগীর দেহে কোন দরনের সমস্যা (ক্ষতি) করে না, তাই অনুকূল সম্বন্ধযুক্ত জানতে হবে। যেমন মনে করুন, অ্যালো ঔষধটির পর সালফার দিলে ক্ষতিতো করেই না, বরং বহু উপকার পাওয়া যায়। তাই এখানে ইহা অনুকূল সম্বন্ধযুক্ত। ক্ষতিকর নহে বরং মঙ্গলকর।

অনুকূল সম্বন্ধ এবং অনুপূরক সম্বন্ধের পার্থক্য বুঝা দরকার। যে ঔষধটি পূর্ববর্তী ঔষধটির ক্ষতি করে না, তাকে বলব অনুকূল ঔষধ। ইংরেজিতে বলে This remedy is followed well by। যেমন অ্যালো ঔষধটির পর সিপিয়া, অ্যাসিড সালফ, কেলি বাই, বা সালফার কোনও অনিষ্ট করে না, অর্থাৎ বেশ খাটে। তাই ঐ-ঐ, ঔষধগুলিকে অ্যালোর পরবর্তী অনুকূল ঔষধ বলা হয়।


আয়োডিয়াম- অ্যাকো, ক্যাল্কে-ফস, ক্যাল্কে-কার্ব, মার্ক-সল, ফসফরাস, *লাইকো, *ব্যাডি, পালস।

আর্নিকা- *অ্যাকো, *ইপি, রাস, *ভেরে, আর্স, বেল, চায়না, ব্রায়ো, ক্যাল্কে, ক্যামো, হিপার, ফস, পালস, হাইপে।

আর্সেনিক-  অ্যালিয়াম সাট, *নেট্রাম সালফ, *কার্বো ভে, *ফসপরাস, *থুজা, *পাইরোজেন, এপিস, বেল, চায়না, ইপি, ফেরাম, হিপার, লাইকো, নাক্স, সালফ, রাস।

অ্যাকোনাইট- *আর্নিকা, কফি, সালফ, আর্স, ইপি, পালস, রাস।

অ্যান্টিম-ক্রুড- *সিনা, ক্যাল্কে, ল্যাকে, মার্ক, পালস, সালফ।

অ্যান্টিম-টার্ট- *ইপি, ক্যাল্কে, কার্বো ভেজ।

আলুমিনা- *ফেরাম, আর্জে-মেট।

অ্যালো- *সালফ, সিপি, কেলি বাই।

অ্যালিয়াম সিপা- *ফস, *পালস, *থুজা, *সার্সা।

অ্যালিয়াম সাট- *আর্স।

অ্যাসেটিক অ্যাসিড- *চায়না।

অ্যাসিড নাইট্রিক- *আর্স, *ক্যালেডিয়াম।

অ্যাসিড ফ্লোর- *সাইলি, গ্র্যাফা।

অ্যাসিড সালফ- *পালস, লাইকো, ক্যাল্কে, সালফার।

ইগ্নেসিয়া- *নেট্রাম মিউর, বেল, চায়না, লাইকো, নাক্স, সালফ।

ইথুজা- ক্যাল্কেরিয়া।

ইপিকাক- *অ্যান্টিম-টার্ট, *আর্নিকা, *কিউপ্রাম, নাক্স, পালস।

এপিস- *নেট্রাম মিউর, পালস, লাইকো, সালফ, আর্স।

কফিয়া- *অ্যাকোনাইট, ওপি, সালফ, লাইকো, নাক্স।

কলোসিন্থ- *মার্ক, ব্রায়ো, নাক্স, সালফ।

কষ্টিকাম- *পেট্রোসে, কলোসি, কার্বো ভেজ।

কার্বো অ্যানি- *ক্যাল্কে-ফস।

কার্বো ভেজ- *কেলি কার্ব, *ফস, *ড্রসেরা, চায়না, নাক্স, অ্যাকো, অ্যাসিড ফস, পালস, সালফার।

কিউপ্রাম অ্যাসেটিকাম- *ক্যাল্কে, *জেলস, *জিঙ্ক, *সিকিউটা।

কিউপ্রাম মেট- *ক্যাল্কে, আর্স, বেল, সিকিউটা।

কেলি কার্ব- *কার্বো ভেজ, নাক্স, আর্স, সালফ, ফস।

কেলি বাইক্রোম- *আর্স, অ্যান্টিম-টার্ট, পালস।

কোনিয়াম- *ব্যারাইটা-মি, আর্স, লাইকো, ফস, নাক্স, সালফ।

ক্যান্থারিস- *ক্যাল্কে, কেলি বাই, বেল, ফস, সালফ।

ক্যামোমিলা- *বেল, *ম্যাগ-কার্ব, *পালস, ব্রায়ো, সালফ।

ক্যাক্ষর- *ক্যান্থা, নাক্স, রাস বেল, আর্স।

ক্যাল্কে-কার্ব- *বেল, *রাস, ইপি, লাইকো, নাক্স ভম, পালস, টিউবারকুলিনাম।

ক্যাল্কে-ফস- *হিপার, *রুটা, *সালফ, *জিঙ্ক, সোরি।

ক্যালমিয়া- *অ্যাসিড বেঞ্জ, ক্যাল্কে, লাইকো, পালস।

কালেডিয়াম- *অ্যাসিড নাই।

ক্যালেন্ডুলা- *হিপার, আর্নি, রাস, ব্রায়ো, ফস।

গ্র্যাফাইটিস- *আর্স, *কষ্টি, *হিপার, *ফেরাম, *লাইকো, সাইলি।

চায়না- *ফেরাম, আর্স, ক্যাল্কে, সালফ।

জিঙ্কাম মেট- *ক্যাল্কে-ফস, ইগনে, সালফ।

টিউবারকুলিনাম- *সোরি, *হাইড্রা-ক্যান, সালফ, *ক্যাল্কে, *বেল।

ডালকামেরা- *ব্যারাইটা কার্ব, ক্যাল্কে, *কেলি, সালফ, বেল, লাইকো, রাস।

ড্রসেরা- *নাক্স, সিনা, ক্যাল্কে, সালফ।

থুজা- *আর্স, *নেট্রাম সালফ, *মেডোরি, *সাবাইনা, *সাইলি, *লাইকো, মার্ক, পালস, সালফ।

নাক্স ভমিকা- *ক্যাল্কে, *কেলি কার্ব, *সিপিয়া, *সালফ, ফস, পালস, রাস।

নেট্রাম কার্ব- *সিপিয়া।

নেট্রাম মিউর- *এপিস, *ক্যান্সি, *ইগনে, সিপি, থুজা, পালস, সালফ।

নেট্রাম সালফ- *আর্স, থুজা।

পডোফিলাম- * সালফার।

পালসেটিলা- *অ্যাসিড সালফ, *অ্যালি সিপা, *আর্জে-নাই, *লাইকো, *সাইলি, *কেলি মিউর, *কেলি সালফ, *ক্যামো, আর্স, অ্যান্টিম-টার্ট।

পেট্রোলিয়াম- *সিপিয়া।

প্ল্যাটিনাম- *প্যালেডিয়াম, ইগনে, পালস, সিপিয়া।

ফসফরাস- *আর্স, *অ্যালি-সিপা, *কার্বো ভেজ, *ইপিকাক।

ফেরাম- *অ্যালু, *চায়না, *হ্যামো, বেল, লাইকো, ফস, সালফ।

বার্বেরিস- *লাইকো।

ব্যাডিয়েগা- *আয়োডি, *মার্ক, *সালফ, ল্যাকে।

ব্যাপটিসিয়া- অ্যাসিড নাই, হ্যামা, ক্রোটে, পাইরো।

বেলেডোনা- *ক্যাল্কেরিয়া

ব্যারাইটা কার্ব- *ডালকামেরা, চায়না, কোনি, লাইকো, মার্ক, সোরি, টিউবারকুলিনাম।

ব্যাসিলিনাম- *ক্যাল্কে-ফস, *ল্যাকে, *কেলি কার্ব, *হাইড্রা- ক্যান।

ব্রায়োনিয়া- *অ্যালুমিনা, *রাস, *কেলি কার্ব, *নেট্রাম মিউর, বেল, আর্স, নাক্স, ফস, পালস, সালফ, ড্রসেরা।

ভেরেট্রাম অ্যালবাম- *আর্নিকা, আর্স, কার্বো ভেজ, চায়না, কিউপ্রাম।

মার্কিউরিয়াস- *ব্যাডিয়েগা, বেল, ক্যাল্কে, হিপার, আয়োডি, ল্যাকে, লাইকো, থুজা, সালফ।

ম্যাগ-কার্ব- *ক্যামো, পালস, ফস, সিপিয়া, সালফ। থুজা, সালফার।

মেডোরিনাম- থুজা, সালফার। 

রাস টক্স- *ব্রায়ো, *ক্যাল্কে, আর্নি, পালস, ক্যামো, গ্র্যাফা, মার্ক, নাক্স, ফস, সালফ।

রিউম- *ম্যাগ-কার্ব, পালস, রাস, সালফ।

রুটা- *ক্যাল্কে-ফস, লাইকো, পালস, সালফ।

লাইকোপোডিয়াম- *আয়োডি, ল্যাকে, *পালস, *ইপি, কেলি আয়োড, *চেলি, ব্রায়ো, বেল, নাক্স, ফস, গ্র্যাফা।

ল্যাকেসিস- *লাইকো, *অ্যাসিড-নাই, *হিপার, *কেলি আয়োড, *আয়োডি, নাক্স, সাইলি, সালফ। পালস।

ষ্ট্যানাম- পালস। 

ষ্ট্যাফিসেগ্রিয়া- *কষ্টি, *কলোসিন্থ, ইগনে, লাইকো, নাক্স। 

সালফার- অ্যালো, *নাক্স, *সোরি, *অ্যাকোন, *পালস, *ব্যাডি, আর্স, ব্রায়ো, বেল, এপিস, পডো, রাস।

সিপিয়া- *নেট্রাম কার্ব, *নেট্রাম মিউর, *নাক্স, *স্যাবা, *সালফ।

সাইলিসিয়া- *ক্যাল্কে, *সালফ, *থুজা, *অ্যাসিড-ফু, আর্স, ল্যাকে, লাইকো, নাক্স, মার্ক, রাস।

সিষ্টাস- *বেল, *কার্বো ভেজ, *ম্যাগ-কার্ব, *ফস।

সোরিনাম- *সালফার, *টিউবারকুলিনাম, হিপার, লাইকো, চায়না।

সাবাইনা- *থুজা, আর্স, পালস, বেল।

স্যাবাডিলা- *সিপিয়া, আর্স, মার্ক, নাক্স, পালস।

হিপার সালফার- *ক্যালেন্ডুলা, বেল, ব্রায়ো, মার্ক, নাক্স, রাস, সাইলি, সালফার।

হ্যামামেলিস- *ফেরাম, আর্নিকা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ