পাইলস ড্রপ - NL 13 Aesculus Hip
রোগ নির্দেশ ঃ অর্শ ( Piles / Hemorrhoid ) , রক্ত- অর্শ , মলদ্বারে চুলকানি , ব্যথা ও রক্তপাত
। মলদ্বার এ ফাটা , পায়ূরস্থানচ্যুতি । পায়ুপথে একজিমা , রক্তাধিক্য জনিত স্ফিতি ( Plethora ) । বাহ্যিক অৰ্শ ( External prolapse ) এর শ্লেষ্মার শুষ্কতা এবং জ্বলন । গাঢ় লাল স্থানচ্যুত অর্শ ( Dark red prolapsing hemorrhoids ) । ত্রিকাস্থি ( Sacrum ) অঞ্চলে নিস্তেজ ব্যথা , শিরাতে রক্তের স্রোত ( venous stasis ) ।
উপাদান ঃ স্কিউল হিপ ( Aesculus hip ) , Acidum Nitricum , Collinsonia Canadensis , Hamamelis , Kalium Carbonicum , Lycopodium , Paeonia , Sulphur এবং হোমিওপ্যাথিক অন্যান্য সহায়ক উপাদান ।
সেবনবিধি ঃ ১০-১৫ ফোটা ঔষধ কিছু পরিমান পানিতে মিশিয়ে দিনে ৩ বার বা লক্ষণের তীব্রতা অনুসারে রেজিষ্টার্ড চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী সেব্য ।
পার্শ্ব প্রতিক্রিয়া ঃ এই ঔষধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই । ঔষধ সেবন করার পর যেকোন বিরূপ প্রতিক্রিয়ায় চিকিৎসকের পরামর্শ নিন ।
সাবধানতা ঃ শিশুদের নাগালের বাইরে রাখুন । অতিরিক্ত ডোজ পরিহার করুন । শুধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে সেব্য । গর্ভাবস্থায় শুধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে সেব্য ।
রেফারেন্স ঃ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া , হেনরি ক্লার্ক মেটেরিয়া মেডিকা , বোরিক মেটেরিয়া মেডিকা
0 মন্তব্যসমূহ