ডায়াবেটিস মেলিটাস Diabetes Mellitus
ডায়াবেটিস মেলিটাস (Diabetes Mellitus (গ্লুকোজ) ক্ষরণ সাধারণত ডায়াবেটিস মেলিটাস (Diabetes Mellitus) বা রেনাল গ্লুকোসুরিয়া (Renal Glucosuria)-এর কারণে হতে পারে। এটি নিশ্চিত করতে রক্তে শর্করার পরীক্ষা (Fasting Blood Sugar, HbA1c) এবং প্রস্রাবের পরীক্ষা (Urine Routine & Microscopic, Urine Sugar Test) করা দরকার।
হোমিওপ্যাথিক চিকিৎসা:
আপনার অন্যান্য লক্ষণগুলোর ওপর ভিত্তি করে নিম্নলিখিত ওষুধ উপকারী হতে পারে—
১. যদি ডায়াবেটিস থেকে প্রস্রাবে সুগার আসে:
- Phosphoric Acid 200 – যদি ক্লান্তি, দুর্বলতা এবং মানসিক অবসাদ থাকে।
- Syzygium Jambolanum Q – রক্তে ও প্রস্রাবে চিনি কমাতে সাহায্য করে (২০ ফোঁটা আধা কাপ পানিতে, দিনে ২ বার)।
- Uranium Nitricum 3X – যদি অতিরিক্ত ক্ষুধা, তৃষ্ণা ও প্রস্রাব হয়।
২. যদি কিডনির কারণে সুগার প্রস্রাবে যায় (Renal Glucosuria):
- Berberis Vulgaris Q – যদি কিডনির দুর্বলতা, কোমরে ব্যথা ও প্রস্রাবের সমস্যা থাকে।
- Lycopodium 200 – যদি গ্যাসের সমস্যা, প্রস্রাব ধীরে ধীরে আসে এবং চিনি থাকে।
অন্যান্য করণীয়:
- চিনি ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার কমান।
- পর্যাপ্ত পানি পান করুন।
- নিয়মিত ব্যায়াম করুন।
- প্রতি মাসে রক্তে ও প্রস্রাবে সুগার পরীক্ষা করুন।
0 মন্তব্যসমূহ