Abroma Augusta - এ্যাব্রোমা আগষ্টা



এই ব্লগটি শুধুমাত্র নব্য চিকিসক এবং শিক্ষাথীদের জন্য প্রযোজ্য।

Abroma Augusta - এ্যাব্রোমা আগষ্টা


কার্যকারিতা : ঔষধটি সাধারণত পায়াবেটিস মিলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, দুর্বলতা, নিদ্রাহীনতা, রজকষ্ট, রজ অনিয়মিত; মাথা ঘোরা ইত্যাদি রোগে ব্যবাহার হয়ে থাকে।
মন : সবকিছু সহজেই ভূলে যায়, খিটখিটে মনের অবসন্নতা।
মস্তক : পিছনের দিকে বেদনা, কেবল এদিক ওদিক ঘোরায়, মাথাঘোরে।
চোখ : অনবরত জল পড়ে, কানে কম শোনে, শ্রবণ শক্তি দুর্বল।
নাক : শুষ্ক মনে হয়, হাঁচি এবং জলের ন্যায় তরল স্রাব।
কান : কানের মধ্যে শব্দ, কানে কম শোনে, শ্রবণ শক্তি দুর্বল।
মুখমন্ডল : দেখতে মনে হয় বুড়োদের মুখ, মলিন, লাল লাল দাগ।
মুখগহ্বর : খয়ানক পিপাসা এবং শুষ্ক মনে হয়।
গলা : শুষ্কভাব, জ্বালাপোড়া, ঠান্ডা পানীয় পানে উপশম।
উদর : আহারের পরে আবার ক্ষুধা, শুন্যতাবোধ।
মল : কোষ্ঠকাঠিন্নতা, শক্ত গোট গোট, খুব কষ্টে বাহির হয়।
মূত্র : বার বার প্রস্রাব, প্রচুর পরিমানে জলের মত, মূত্রত্যাগের পর দুর্বলতা।
মূত্র : বার বার প্রস্রাব, প্রচুর পরিমানে জলের মত, মূত্রত্যাগের পর দুর্বলতা।
স্ত্রীজনণ ইন্দ্রিয় : ঋতু অনিয়মিত, নিয়মিত সময়ের বহু পূর্বে প্রকাশ। মাসিক ‍ঋতু স্রাব কখনো খুব অল্পদিন আবার কখনো অনেকদিন পর্যন্ত থাকে। ঋতুর দুই এক দিন পূর্বে অথবা ঋতুর সময় তলপেট শূলবেদনা। রক্তের রং কালো, চাপ চাপ। প্রদর স্রাব, জলের ন্যায় পাতলা।
শ্বাস-প্রশ্বাস : পূঁজ মিশ্রত কাশি, বুকে বেদনা, ঠান্ডায় কাশির উদ্রেক। গয়ার সাদাটে, হরিদ্রা বর্ণের এবং ডেলা ডেলা। ঠান্ডায় বৃদ্ধি।
হৃদযন্ত্র : দুর্বলতা, উকন্ঠা, ধরফড় করে, নড়াচড়ায় বৃদ্ধি, হৃদযন্ত্রের ক্রিয়া অনিয়মিত, ক্ষীণ এবং মুর্চ্ছা যায়। সামান্য পরশ্রমে কাতর।
অংগ প্রত্যংগ : ঘাড় ও মেরুদন্ডে দুর্বলতা, পিঠে, বেদনা, সর্বাংগে বেদনার ভাব, কোমরে আড়ষ্টভাব বেদনাবোধ। উর্ধ ও নিম্ন অংগ প্রত্যংগে বেদনা, ফোলা ফোলা ভাব।
ত্বক : শুষ্কতা, চুলকানি, গায়ে ছোট ছোট ফোষ্কা, গরমের সময় বেশী হয়। চর্মে জ্বালাপোড়া ভাব, মুখে উদ্ভেদ ও বেদনা।
ঘুম : অনিদ্রা, ভাল ঘুম হয় না। সকালের দিকে বরং একটু ভাল ঘুম হয়। রাতে তেমন ঘুম  আসে না।
জ্বর : সামান্য জ্বর জ্বর ভাব, সাধারণ তাপমাত্রার চেয়ে কিছু বেশী দেখা যায়। প্রচুর পিপাসার লক্ষণ।
মাত্রা : মাদার টিংচার ও ৩x শক্তি।







ডাঃ মহি উদ্দিন
প্রভাষক :- ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।
যোগাযোগ :- ফরাজী হোমিও হল।
সদর হাসপাতাল, উত্তর বিরিঞ্চি রোড় - ফেনী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ