পাইলস - Piles - হোমিওপ্যাথিক চিকিৎসা

পাইলস  
Piles



পাইলস (Hemorrhoids) হলে সাধারণত মলদ্বারের ভেতরে বা বাইরে ফুলে যাওয়া রক্তনালী দেখা যায়, যা ব্যথা, চুলকানি বা রক্তপাতের কারণ হতে পারে। 

হোমিওপ্যাথিক চিকিৎসা

পাইলসের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা মূলত লক্ষণভিত্তিক দেওয়া হয়। 

১. Aesculus Hippocastanum

যদি পাইলসের সঙ্গে তীব্র ব্যথা ও জ্বালাপোড়া থাকে
কোষ্ঠকাঠিন্য থাকে এবং মলত্যাগে কষ্ট হয়
পাইলস ফুলে যায় কিন্তু রক্তপাত কম হয়


২. Hamamelis Virginiana

রক্তপাত বেশি হয়, কিন্তু ব্যথা কম
মলত্যাগের পরও রক্তপাত চলতে থাকে

৩. Nitric Acid

মলদ্বারে ফেটে যাওয়ার মতো ব্যথা অনুভূত হয়
দীর্ঘদিন ধরে পাইলস আছে এবং মলদ্বার শক্ত হয়ে গেছে

৪. Sulphur

পাইলসের সঙ্গে চুলকানি ও জ্বালাপোড়া হয়
গরমে সমস্যা বাড়ে এবং ঠান্ডা জিনিসে আরাম লাগে

৫. Collinsonia Canadensis

কোষ্ঠকাঠিন্যজনিত পাইলস
বিশেষ করে নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় বা প্রসবের পর হয়ে থাকলে

এছাড়া, পাইলস কমানোর জন্য পানি বেশি পান করুন, ফাইবারসমৃদ্ধ খাবার খান, ঝাল ও মসলা এড়িয়ে চলুন এবং নিয়মিত ব্যায়াম করুন



পাইলস (হেমোরয়েডস) রোগীদের জন্য পরামর্শ

১. খাদ্যাভ্যাস পরিবর্তন করুন

ফাইবারযুক্ত খাবার খান: শাকসবজি, ফলমূল, ডাল, ওটস, ব্রাউন রাইস ইত্যাদি
পানি বেশি পান করুন: দিনে কমপক্ষে ৮-১০ গ্লাস পানি
দুধ ও দই খান: এটি হজমে সহায়তা করে
অতিরিক্ত ঝাল, ভাজাপোড়া ও মসলা এড়িয়ে চলুন

২. কোষ্ঠকাঠিন্য দূর করুন

প্রতিদিন নির্দিষ্ট সময়ে মলত্যাগের অভ্যাস করুন
অতিরিক্ত চাপ না দিয়ে ধৈর্য ধরে বসুন
যদি প্রয়োজন হয়, তাহলে Isabgol husk (ইসবগুলের ভুষি) পানির সঙ্গে খেতে পারেন

৩. শারীরিক সক্রিয়তা বজায় রাখুন

প্রতিদিন ৩০-৪৫ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন
দীর্ঘ সময় বসে থাকা এড়িয়ে চলুন
যাদের ওজন বেশি, তারা ওজন নিয়ন্ত্রণে রাখুন

৪. ব্যথা বা অস্বস্তি কমাতে

গরম পানিতে ১০-১৫ মিনিট বসে থাকুন 
হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি Witch Hazel বা Aloe Vera জেল মলদ্বারে লাগাতে পারেন
শক্ত টয়লেট পেপার ব্যবহার না করে নরম টিস্যু বা পানি দিয়ে পরিষ্কার করুন

৫. হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করুন

আপনার লক্ষণ অনুযায়ী Aesculus, Hamamelis, Collinsonia, Nux Vomica ইত্যাদি কার্যকর হতে পারে। (ডাক্তারের পরামর্শ নিন)

 

প্রভাষক, ডাঃ মহি উদ্দিন
ফরাজী হোমিও হল ফেনী। 
01814319033

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ