ডেঙ্গ জ্বর (DENGU, FEVER)

 ভেঙ্গ জ্বর (DENGU, FEVER)


সংজ্ঞা (Definition) :-এর অপর নাম ব্রেক বোন (Break bone) ফিভার। এটা একপ্রকার বহুব্যাপক অল্প দিন স্থায়ী জ্বর। হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে এই জ্বর আসে।


কারণ (Aetiology) :- (i) গ্রীষ্মপ্রধান দেশে এবং সকল বয়সের মানুষদের এই রোগ হতে পারে।


(ii) চিকিৎসা বিজ্ঞানীগণ পরীক্ষা নিরীক্ষা করে এক জাতীয় ভাইরাস খুঁজে পান। ডেঙ্গু ভাইরাস নামক এক প্রকার ভাইরাস এই রোগ সৃষ্টি করে। Aedes Aegypti নামক এক প্রকার স্ত্রীমশা এই জীবাণু বহন করে। এই মশা কামড়ালে ঙ্গু রোগে আক্রান্ত হবার সম্ভাবনা।


 লক্ষণ (Signs and Symptoms) : 

(i) সর্বাঙ্গে, বিশেষ করে সন্ধিতে প্রচণ্ড বেদনা। (ii) মাথার যন্ত্রণা, এম, কম্পন, জ্বর। 

(iii) ২/৩ দিন থাকার পর জ্বর ছেড়ে যায় আবার আসে 

(iv) দ্বিতীয় বার জ্বরের সময় উদ্ভেদ (Rash) বের হতে পারে। 

(v) ঘ্রাণ-শক্তি ও আস্বাদ-শক্তি লোপ পায়। 

(vi) Incubation Period 5/6 দিন তবে রোগ লক্ষণগুলো 7/10 দিন পর্যন্ত চলতে থাকে। 

(vii) চোখের যন্ত্রণা, বেদনা, জলপড়া এবং আলোকাতঙ্ক। 

(vii) গ্রাগের সঙ্গে Leucopenia ভাবটি থাকে। 

(ix) আর একটি বিশেষ লক্ষণ—লম্বা হাড়ের যে স্থানে Tendon এবং gament গুলো শেষ হয় (Insertion) সেখানে প্রচণ্ড বেদনা। 

(x) কম্প ও শীত শীত করে জ্বর শুরু হয় এবং


করের মাত্রা যত বৃদ্ধি পায় মাথার যন্ত্রণাও তত বৃদ্ধি পায়।


• রোগনির্ণয় (Diagnosis) :- Blood Examination করলে Leucopenia দেখা যায়। গ্রন্থি ও সন্ধিস্থলগুলো স্ফীত হয়ে বেদনার সৃষ্টি করে।


জটিল উপসর্গ (Complications) : (i) ভয়ানক দুর্বলতা, এত দুর্বল, যে কোনও রোগ অতি সহজেই আক্রমণ করতে সুযোগ পায় ।


(ii) উদরাময় ও হজম শক্তি নষ্ট করে।


(ii) হৃদযন্ত্রের দুর্বলতা, আক্ষেপ, প্রদাহ, মোহ সৃষ্টি (iv) দেহের তাপ কমে যায়।


[ ২১৯]

[9:24 PM, 8/28/2023] Pasonal: INFECTIONS DISEASES


ত্বরিৎ আরোগ্য বিধান


• হোমিওপ্যাথিক চিকিৎসা (Homoeopathic Treatment) :-


লক্ষণ


(Signs and Symptoms)


প্রবল জ্বরসহ শারীরিক এবং মানসিক নিস্তেজ ভাব।


চোখ বুজে চুপ করে শুয়ে থাকা, তন্দ্রাভাব।


শরীরে বিশেষ করে সন্ধিতে অধিক বেদনা, পিপাসাহীনতা, দুর্বলতার জন্য গা, হাত পা কাপা


উদরাময় এবং পেটে ও গায়ে জ্বালাপোড়া। প্রথমাবস্থায় ব্যাপটি 3x উপকারী। হাড়ের ব্যথা থাকলে ইউপেটো পার্ফা 1x, মাথা গরম কিন্তু সর্বাঙ্গে ঠাণ্ডায় কার্বোভেজ 301


ঔষধ ও শক্তি (Medicine)


প্রয়োগবিধি (Application)


জেলসিমিয়াম 3x (Gelsemium 3x )


Distilled water-s মিশ্রিত করে ১ চামচ করে দিনে ৫/৬ বার


আর্সেনিক এখাম 30 একই পদ্ধতি তবে ১ চামচ করে দিনে ৩/৪ বার


ভাল কাজ করে। প্রথমাবস্থায় আর্সেনিক 6, জেলস 30. (Arsenic album 30)


ডেঙ্গু রোগের উৎকৃষ্ট ঔষধ। প্রচণ্ড হাড় বেদনা।


ইউপেটোরিয়াম 1x (Eupatorium 1x)


একই পদ্ধতি তবে ১ চামচ করে প্রতি দুঘণ্টা অন্তর


হাড় ভাঙ্গা বেদনা ও ডেঙ্গুর সদৃশ লক্ষণ এই ঔষধটিতে পাওয়া যায়। এই ঔষধটি এত কার্যকরী যে, একবার The Statesman পত্রিকায় "ইউপেটোরিয়াম” ডেঙ্গুর পেটেস্ট ঔষধ বলে একটি বিজ্ঞাপন বের হয়েছিল। এই রোগের


মহা ঔষধ বলে বিবেচিত।


দ্বিতীয়বার জ্বরের আক্রমণ। গা জ্বালাসহ চুলকানি। অত্যন্ত অস্থিরতা এবং সন্ধিসমুহে বেদনা। কানের ও বগলের গ্রন্থি স্ফীত।


রাসভেনিনেটা 3/6 (Rhus Venenata 3/6 )


বেদনা।


১ মাত্রা করে দিনে ৪ বার


মাথায় অত্যন্ত যন্ত্রণা, শুকনো কাশি; বুকে বেদনা।


ব্রায়োনিয়া 3/6, (Bryonia 3/6 )


১ মাত্রা করে দিনে ৪/৫ বার


পিপাসা, প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য, সন্ধি সমূহে এবং গায়ে প্রচণ্ড স্থির হয়ে থাকলে উপশম বোধ করে।


একোনাইটের সঙ্গে পর্যায়ক্রমে ব্যবহার করলে উপকার।


• অন্যান্য প্রয়োজনীয় ঔষধ (Other Important Remedies) :- একোনাইট ন্যাপ 1x, বেলেডোনা 3/ 6, রাসটক্স 6/30, পালসেটিলা 6/30,


বায়োকেমিক ঔষধ (Biochemic medicines) :- ম্যাগনেসিয়া ফস 6x — শরীরের কোনও অংশ, হাত পা ইত্যাদিতে খিল ধরা, শক্ত হয়ে যাওয়া, মাথা পেছনের দিকে বেঁকে যাওয়া, দাঁতকপাটি লেগে যাওয়া, ঠোঁটে ঠোঁট লেগে যাওয়া। মাঝে মাঝে পেশীর আক্ষেপভাব দেখা দেওয়া, স্বরের আক্ষেপ; গলার আক্ষেপ, আক্ষেপবৎ পেশীর যন্ত্রণা। উত্তাপে উপশম। ২/৩ গ্রেন মাত্রায় সামান্য গরম জলে দিনে ৩/৪ বার সেব্য। এছাড়া ফেরাম ফস 12x, ক্যালকেরিয়া ফস 12x অনেক ক্ষেত্রে সুফল দান করে ।


• আনুষঙ্গিক ব্যবস্থা ও পথ্য (Diet and Management) :—শীত অবস্থায় এবং রোগীর যখন অত্যন্ত শীতভাব তখন একটি বোতলের মধ্যে গরম জল করে পায়ের তলায় এবং বগলের মধ্যে চেপে রাখলে এবং গরম জল বা অন্য কোনও গরম পানীয় পান করতে দিলে শীঘ্রই শীতভাব কমে যাবে এবং রোগী উপশম বোধ করবে।


অত্যন্ত ঘাম হতে থাকলে গরম redire Shothy রিয়েলমি এ আইল করে মুছে দিলে ঘাম নিবারণ




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ