Cepa - সিপিয়া, স্ত্রী পীড়ায় ব্যাবহার

 



Cepa (সিপিয়া) — স্ত্রীলোকের পিরায়/শরীরের নিচের অংশে ব্যথা বা টান ধরার ক্ষেত্রে ব্যবহারের নিয়ম ও লক্ষণ

Sepia হলো নারীদের গাইনি সমস্যায় বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক ওষুধ। বিশেষ করে পিরায় ব্যথা, তলপেট ভারী লাগা, জরায়ু নিচে নেমে আসার অনুভূতি, মাসিকজনিত সমস্যা—এসব ক্ষেত্রে এটি খুব কার্যকর।


যে ক্ষেত্রে স্ত্রীলোকদের Sepia ব্যবহার করা হয়

১. জরায়ু নিচে নেমে আসার অনুভূতি  

  • লাগে যেন সবকিছু নিচের দিকে টানছে
  • হাঁটলে বা দাঁড়ালে ব্যথা বাড়ে
  • বসে বা শুয়ে থাকলে আরা।
  • ২. তলপেট বা পিরায় ভারী অনুভূতি
  • নিচের দিকে চাপ
  • কোমর থেকে পিরায় টান ধরার ব্যথা

৩. মাসিক সমস্যায়

  • মাসিক নিয়মহীন
  • মাসিকের আগে পিরায় টান ব্যথা
  • মাসিক কমে যাওয়া বা মাঝরাস্তায় বন্ধ হয়ে যাওয়া

৪. যৌন অঙ্গের দুর্বলতা, চুলকানি বা শুষ্কতা

৫. প্রসবের পর দুর্বলতা ও পিরায় ব্যথা


মনোভাবের লক্ষণ 

  • ঘরে থাকতে ভালো লাগে না
  • সবকিছু বিরক্ত লাগে
  • স্বামী-সন্তানের প্রতি অনুরাগ কমে যাওয়া
  • অতিরিক্ত ক্লান্তি ও অবসাদ

  • ডোজ  

 Sepia 30

  • দিনে ১–২ বার, ৩–৫ দিন
  • হালকা-মাঝারি সমস্যা হলে

Sepia 200

  • সপ্তাহে ১ দিন
  • দীর্ঘদিনের সমস্যা হলে

Sepia 1M

  • ক্রনিক/দীর্ঘ ৬ মাস–১ বছরের সমস্যা
  • দক্ষ চিকিৎসকের পরামর্শ ছাড়া না নেওয়াই ভাল সতর্কতা
  • মাসিক অত্যন্ত কম বা না থাকলে, বা জরায়ু সংক্রান্ত জটিল রোগ থাকলে আগে পরীক্ষা করতে হবে
  • ডোজ বেশি দিলে মাঝে মাঝে বাড়াবাড়ি (aggravation) হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ