এই ব্লগটি শুধুমাত্র নব্য চিকিৎসক এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ।

Glonoine – গ্লোনয়িন

গ্লোনয়িনের প্রতিশব্দ:-  গ্লোনয়িন নাইট্রো গ্লিসারিন

গ্লোনয়িনের উৎস বর্ণনা:-
নাইট্রো গ্লিসারিন হইতে এই ঔষধটি প্রস্তুত হয়
ইহা একপ্রকার বিষাক্ত গন্ধবিহীন, ভারী মিষ্টি ঝাল স্বাদযুক্ত হলদে বর্ণের তৈলাক্ত পদার্থ
জমাট নাইট্রিক এসিড এবং সালফিউরিক এসিডের মিশ্রণের সহিত গ্লিসারিন শিশ্রিত করিয়া ইহা পাওয়া যায়
গ্লোনয়িনের প্রস্তুত প্রণালী:- ভাগ নাইট্রিা গ্লিসারিণ ভাগ সুরাসারে দ্রব করিয়া ইহা X শক্তি প্রস্তুত হয় ইহার অন্যান্য উচ্চশক্তি সমূহ
                                     হোমিও ফার্মাকোপিয়ার নিয়মানুসারে পরিশ্রুত সুরাসারের সহিত প্রয়োগ হয়
গ্লোনয়িনের ক্রিয়াস্থান:- মেডুলা অবঙ্গাটা, নিউমোগ্যাষ্টিক নার্ভ, মস্তিষ্কের শিরা, আর্টারি
মনসিক লক্ষন:-
 রোগী অত্যান্ত অলস, কাজকর্ম করিতে চায় না
  অত্যধিক উত্তেজনা প্রবণতা, সামান্য মাত্র প্রতিবাদে উত্তেজিত হয়ে উঠে
  রোগী কোথায় আছে তাহা বলিতে পারে না
  পরিচিত রাস্তা অপরিচিত বোধ হয়
  বাড়িতে যাইবার রাস্তা লম্ভা মনে হয় 
চরিত্রগত লক্ষন:-
  ভীষণ যন্ত্রণাদায়ক মাথাব্যথা, মাথা কপালে দপদপ করে
  মাথায় কোন প্রকার গরম, রৌদ্র, টুপী সহ্য করিতে পারে না
  ঋতুস্রাবের পরিবর্ত্তে শিরঃপীড়া
  সূর্য যতই উঠিতে থাকে শিরঃপীড়া তত বৃদ্ধি হয়
  সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শিরঃপীড়াও চলে যায়
  অত্যন্ত বুক ধড়ফড় করে, প্রত্যেক হৃৎস্পন্দন নিজের কানে শুনতে পায়
  শরীরের ভীতর-বাহির উভয়দিকেই একপ্রকার স্পন্দন অনুভব
  দপদপ করা বেদনা
  শিশুদের ধনুষ্টঙ্কার
প্রয়োগ ক্ষেত্র:-
  মস্তিষ্কের রক্ত সঞ্চয়হৃদপিন্ডের পীড়া, স্ত্রী পীড়া, সর্দ্দি গর্মী, শিরঃপীড়া, তড়কা, মূর্ছা, রক্তচাপ, হাঁপানি ।
শিরঃপীড়া লক্ষন:-
  মাথায় ভয়ানক দপদপানি যন্ত্রণাদায়ক ব্যথা, মনে হয় মাথা বুঝি চূর্ণ হইয়া যাইবে
   ঘাড় হইতে আরম্ভ হইয়া ব্যথা ক্রমশঃ সামনে কপালে হইতে থাকে
   মাথায় হাত দিলে দপদপানি স্পষ্ট অনুভব করা যায়
   রুগীও বলে আমার মাথায় দপদপ করিতেছে
   মাথার উপরে কিংবা ঘাড়ের শিরাগুলি যেন ফুলিয়াছে মনে হয়
   রুগীর মুখ ঘোর লালবর্ণ দেখায়
   বালিশে মাথা রাখিতে পারে না  
স্ত্রী-ব্যাধি:-
বিলম্বিত ঋতু কিংবা ঋতুবন্ধ হইয়া শিরঃপীড়া
স্ত্রীলোকদের  প্রায় ৩৫ হইতে ৪০ বৎসরের মধ্যে ঋতু বন্ধ হয়, এই সময় অত্যাধিক রক্তস্রাব, রক্ত দুর্গন্ধ, উজ্জল লালবর্ণ, রক্তের সঙ্গে চাপ এবং তৎসহ দপদপানি মাথাব্যথা, শরীর আগুনের হলকার মত গরম অনুভব করা
মেনিনজাইটস (মস্তিষ্কের রক্ত সঞ্চয়) :-
  মস্তিষ্কের প্রদাহজনিত চীৎকার, সেজন্য রোগী ক্রন্দন করে
  রুগী মনে করে তাহার মাথাটি বড় হইয়াছে (এপিসে আছে )
  অতিমাত্রায় দপদপানি ব্যথা বমি হইতে থাকিলে
  মাথা গরম হাত পা ঠান্ডা থাকে
  পীড়ার প্রথম হইতে খেঁচুনী হয়, মাথায় জল দিলে আক্ষেপ বাড়ে
  মস্তিষ্কে প্রবল রক্ত সঞ্চলন  
সর্দিগর্মী:-
উত্তাপ লাগিলে পীড়া - তাহা  যে কোন উত্তাপে হোক যেমনআগুন, রৌদ্র, গ্রীম্মের গরমে হোক
যদি মস্তিষ্ক আক্রান্ত হয়, রোগীল নাড়ী ক্রমশঃ দুর্ব্বল হইয়া আসে, চক্ষু পলক না পড়িয়া স্থির হইয়া থাকে
স্বাস-প্রশ্বাসে কষ্ট হয়, অত্যন্ত গা-বমি বমি এবং বুক ধড়পড়ানি থাকে
তড়কা:-
প্রসাবের পর অনেক দুর্বল স্ত্রীলোকের আক্ষেপযুক্ত তড়কা হয়
সেই সময় যদি দেখা যায় যে, মুখ রক্তের মত লাল বর্ণ, ফোলা ফোলা, নাড়ী মোটা কঠিন মুখে ফেনা, অজ্ঞান, হাতরে আঙ্গুল কখনও মুঠো কখনও ফাঁকা প্রস্রাবে সাথে এলবুমেন যায়

বৃদ্ধি কখন:-    রৌদ্রে, আগুনে, তাপে, মাথা নিচু করিলে, সিঁডিতে উঠিলে, কেশ কাটিলে
উপশম কখন:-      মদ্যপানে, স্থিরভাবে অবস্থানে 
ক্রিয়ানাশক:-         নাক্স, কফিয়া, ক্যাম্ফার, একোনাইট
অনুপূরক:-              এমিলনাইট, বেলেডোনা, ওপিয়ম, স্ট্রামোনিয়াম, ভিরেট্রাম ভিরিডি 
ক্রিয়াস্থিতিকাল:- দিন
ব্যবহার শক্তি:- ৩০ হইতে ২০০ শক্তি




ডাঃ মোঃ মহি উদ্দিন
প্রভাষক:- ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ।
যোগাযোগ:- ফরাজী হোমিও হল
সদর হসপাতাল মোড়, উত্তর বিরিঞ্চি রোড়-ফেনী