রাতে না ঘুমালে যে সকল সমস্যা হয়

 রাতে না ঘুমালে যে সকল সমস্যা হয় 

 

রাতে ঘুম না হলে আমাদের শরীর মনের ওপর অনেক প্রভাব পড়ে। কারণ ঘুম শরীরের পুনর্গঠন মস্তিষ্কের বিশ্রামের জন্য অপরিহার্য।

 

রাতে না ঘুমালে কী কী সমস্যা হয়


. মস্তিষ্ক মানসিক সমস্যাঃ-

মনোযোগ স্মৃতিশক্তি কমে যায়।

সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দুর্বল হয়।

বিরক্তি, রাগ, মানসিক চাপ বেড়ে যায়।

দীর্ঘদিন ঘুমের অভাবে ডিপ্রেশন উদ্বেগ বাড়ে।

 

. শারীরিক সমস্যাঃ-

রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউন সিস্টেম) দুর্বল হয়ে পড়ে।

মাথাব্যথা, মাথা ঘোরা, চোখ জ্বালা ঝাপসা দেখা দেয়।

হরমোনের ভারসাম্য নষ্ট হয়, বিশেষ করে ইনসুলিনে প্রভাব পড়েডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

শরীরে অতিরিক্ত ক্ষুধা লাগেমোটা হয়ে যাওয়া (Obesity) সম্ভব।

রক্তচাপ বাড়তে পারেহার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি।

 

. হজম লিভার সমস্যাঃ-

বুক জ্বলা, গ্যাস, হজমের গন্ডগোল বাড়ে।

লিভারের স্বাভাবিক কাজ ব্যাহত হয়।

 

. প্রজনন হরমোন সমস্যাঃ-

মহিলাদের মাসিক অনিয়ম হতে পারে।

পুরুষদের টেস্টোস্টেরন কমে গিয়ে যৌন ক্ষমতা কমতে পারে।

 

. দীর্ঘমেয়াদি ঝুঁকিঃ-

আলঝেইমারস (স্মৃতিভ্রংশ) হওয়ার ঝুঁকি বাড়ে।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ স্থায়ী হয়ে যেতে পারে।

 

তাই নিয়মিত রাতে পর্যাপ্ত ঘুম ( ঘন্টা) খুব দরকার।

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ