হারপিস
হলো
একটি
ভাইরাসজনিত রোগ, যা
Herpes Simplex Virus (HSV-1 ও HSV-2) দ্বারা হয়।
- HSV-1
→ সাধারণত মুখ, ঠোঁট, মুখগহ্বরের চারপাশে ক্ষুদ্র ফোসকা তৈরি করে (oral herpes)।
- HSV-2
→ সাধারণত যৌনাঙ্গে ক্ষত ও
ফোসকা তৈরি করে (genital herpes)।
কেন হয়? (কারণ)
- সরাসরি সংস্পর্শে
(চুম্বন, যৌন সম্পর্ক ইত্যাদি)
- আক্রান্ত
ব্যক্তির ফোসকা বা ক্ষত থেকে ভাইরাস ছড়ানো
- দুর্বল রোগ প্রতিরোধ
ক্ষমতা (ইমিউন সিস্টেম দুর্বল হলে সহজে সংক্রমণ হয়)
- স্ট্রেস, অতিরিক্ত
পরিশ্রম, সর্দি-জ্বর হলে ভাইরাস সক্রিয় হয়
হারপিসের লক্ষণ
- আক্রান্ত
স্থানে চুলকানি, জ্বালা বা টান অনুভূত হয়
- ছোট ছোট পানিভর্তি
ফোসকা হয়
- ফোসকা ফেটে গিয়ে আলসার বা ক্ষত হয়
- ব্যথা বা জ্বালাপোড়া
হয়
- প্রথম আক্রমণে জ্বর, মাথাব্যথা,
দুর্বলতা থাকতে পারে
- বারবার পুনরায় হতে পারে (recurrent infection)
হোমিওপ্যাথিক চিকিৎসা
হারপিসে লক্ষণ অনুযায়ী বিভিন্ন ঔষধ
ব্যবহার হয়ঃ
- Natrum muriaticum
o
বিশেষ
করে ঠোঁটে ছোট ছোট পানিভর্তি
ফোসকা।
o ফেটে গিয়ে চামড়া
শুকিয়ে যায়।
o অল্প অল্প বিরতিতে
বারবার ফিরে আসে।
o একবার সেরে গেলে কিছুদিন
পর আবার হয়।
o রোদে গেলে বা
গরম আবহাওয়ায় হারপিস বেড়ে যায়।
o কষ্ট, হতাশা, দুঃখ পেলেই ঠোঁট
বা মুখে হারপিস দেখা
দেয়।
o ঠোঁট শুকনো ও
ফেটে যায়।
o ঠোঁটে পানিশূন্যতার কারণে সাদা দাগ।
o রোগী সাধারণত একাকীত্ব
পছন্দ করে, খুব সংবেদনশীল।
- Rhus toxicodendron
·
ছোট
ছোট পানিভর্তি ফোসকা হয়।
·
এগুলো
খুব চুলকায় ও জ্বালা করে।
·
বিশেষ
করে রাতে বা গরমে
চুলকানি বেড়ে যায়।
·
চুলকাতে
গেলে আরাম পাওয়া যায়
কিন্তু পরে জ্বালা বেড়ে
যায়।
·
ভেজা
ঠান্ডা আবহাওয়া বা বৃষ্টিতে উপসর্গ
বেড়ে যায়।
·
উষ্ণতায়
(গরমে) আরাম পাওয়া যায়।
·
ঠোঁট,
মুখমণ্ডল, কখনো শরীরের অন্য
অংশেও হতে পারে।
·
যৌনাঙ্গের
চারপাশেও দেখা দিতে পারে।
·
ফোসকা
চুলকাতে চুলকাতে ক্ষত হয়ে যায়।
·
ফোসকার
চারপাশে লালচে ভাব ও ফুলে
যাওয়া থাকে।
·
শরীর
দুর্বল থাকে, হাড়-মাংসে টান
ধরা বা ব্যথা থাকতে
পারে।
- Graphites
·
ছোট
ফোসকা হয়ে ধীরে ধীরে
ক্ষতে রূপ নেয়।
·
ক্ষত
শুকাতে অনেক সময় লাগে।
·
ক্ষত
বা ফোসকা থেকে আঠার মতো,
আঠালো তরল বের হয়।
·
ত্বকে
জমে শুকিয়ে শক্ত স্তর তৈরি
করে।
·
শুষ্ক,
রুক্ষ, মোটা ও খসখসে।
·
হারপিসের
জায়গায় চামড়া ফেটে যায়, শুকিয়ে
যায়।
·
মুখ,
ঠোঁট, নাকের চারপাশে।
·
মাঝে
মাঝে যৌনাঙ্গ বা ত্বকের ভাঁজে।
·
ঠোঁটের
কোণে ফাটল থাকে।
·
ত্বক
চুলকায়, চুলকালে আঠালো তরল বের হয়।
·
স্থায়ী
ও দীর্ঘস্থায়ী হারপিসে বেশি উপযোগী।
- Mercurius solubilis
·
ফোসকা
ফেটে গিয়ে ব্যথাযুক্ত ক্ষত
তৈরি হয়।
·
ক্ষত
চারপাশে লালচে, ফুলে থাকে।
·
ক্ষত
থেকে দুর্গন্ধ আসে।
·
মুখের
ভেতরে হলে দুর্গন্ধযুক্ত লালা
বেশি বের হয়।
·
আক্রান্ত
স্থান আর্দ্র থাকে, শুকায় না।
·
চারপাশ
ফুলে যায় ও লালচে
থাকে।
·
জিহ্বায়
দাগ, আলসার হয়।
·
লালা
অত্যধিক বেড়ে যায়, বিশেষত
রাতে।
·
দাঁতের
দাগ জিহ্বায় স্পষ্ট দেখা যায়।
·
জ্বর,
দুর্বলতা, রাতে উপসর্গ বেড়ে
যাওয়া।
·
সামান্য
গরমে বা ঠান্ডায়ও সমস্যা
বাড়ে।
- Apis mellifica
·
আক্রান্ত
জায়গা লালচে হয়ে ফুলে ওঠে।
·
স্পর্শ
করলে কোমল ও সংবেদনশীল
মনে হয়।
·
ফোসকায়
চুলকানি থাকে, সাথে পোড়ার মতো
ব্যথা হয়।
·
বরফ/ঠান্ডা জলে দিলে আরাম
পাওয়া যায়।
·
ছোট
ছোট পানিভর্তি ফোসকা।
·
দ্রুত
ছড়িয়ে পড়ে।
·
গরম
আবহাওয়া বা গরমে বসলে।
·
স্পর্শ
করলে বা খোঁচালে।
·
ঠান্ডা
বাতাসে বা ঠান্ডা পানিতে
ভিজালে।
·
আক্রান্ত
স্থান লালচে, চকচকে ও ফোলা।
·
প্রচণ্ড
চুলকানি ও জ্বালা থাকে,
রোগী অস্থির হয়ে পড়ে।
বায়োকেমিক সহায়তা
- Kali mur 6X
→ ফোসকা ও
প্রদাহে
- Natrum mur 6X
→ মুখে বারবার হারপিস হলে
- Ferrum phos 6X
→ জ্বর ও
ব্যথায়

0 মন্তব্যসমূহ