Epigaea repens - এপিগায়া রিপেন্স, প্রভাষক ডাঃ মহি উদ্দিন

 

Epigaea repens - এপিগায়া রিপেন্স



মূলত একটি urinary remedy (কিডনি–মূত্রনালী বিষয়ক) হিসেবে বেশি পরিচিত, তাই এর মানসিক ও চারিত্রক লক্ষণ Materia Medica–তে খুব বিস্তারিতভাবে নেই। তবে সম্পূর্ণতা আনার জন্য নিচে বিভাজন করে দিলাম—

মানসিক লক্ষণ 

Epigaea repens–এর মানসিক লক্ষণ খুব বেশি বর্ণিত নয়। তবুও কিছু মিল পাওয়া যায়—

  • বিরক্তি, অস্থিরতা — প্রস্রাব আটকে থাকা ও জ্বালার কারণে সহজেই বিরক্ত হয়ে যায়
  • উদ্বেগ — বিশেষত প্রস্রাব বন্ধ হয়ে যাবে বা ব্যথা বাড়বে এই চিন্তা
  • কিডনির ব্যথা ও জ্বালার কারণে মানসিক অশান্তি

চারিত্রক লক্ষণ 

  • Uric acid diathesis (যাদের ইউরিক এসিড জমার প্রবণতা বেশি, সহজে কিডনিতে gravel/stone হয়)
  • যারা একটু মোটা, স্থূলকায় এবং সহজেই কিডনি ও ব্লাডারের সমস্যায় আক্রান্ত হয়
  • প্রস্রাবে বালি, গুঁড়া বা ছোট কণিকা পড়ার প্রবণতা থাকে
  • শরীরে টক্সিন জমার কারণে সাধারণ দুর্বলতা ও অবসাদ

বিশেষ লক্ষণ 

  1. Urinary System
    • প্রস্রাব আটকে আটকে আসে
    • প্রস্রাব ঘোলা, মেঘলা বা বালিময় (gravelly urine)
    • প্রস্রাবে প্রচণ্ড জ্বালা
    • মূত্রাশয় ও কিডনিতে ব্যথা
    • প্রস্রাবের সাথে ছোট কণিকা বা বালি বের হয়
  2. Renal Colic (কিডনির ব্যথা)
    • পাথর বা gravel এর কারণে হঠাৎ ব্যথা শুরু হয়
    • ব্যথা কোমর থেকে নিচে ছড়ায়
  3. Uric acid diathesis
    • যাদের শরীরে uric acid বেশি জমে, তাদের জন্য উপযুক্ত

সারাংশ:

  • মানসিক লক্ষণ: প্রস্রাবের সমস্যাজনিত বিরক্তি, উদ্বেগ
  • চারিত্রক লক্ষণ: ইউরিক এসিড প্রবণতা, কিডনি–ব্লাডার সমস্যা প্রবণ দেহগঠন
  • বিশেষ লক্ষণ: ঘোলা/বালিময় প্রস্রাব, প্রচণ্ড জ্বালা, কিডনির ব্যথা, প্রস্রাবে gravel

বৃদ্ধি -Aggravation

প্রস্রাব করার সময়জ্বালা, পোড়া, ব্যথা তীব্র হয়

পাথর বা gravel নড়াচড়ার সময়হঠাৎ তীব্র কিডনি ব্যথা বাড়ে

অল্প পানি খেলে / ডিহাইড্রেশনেপ্রস্রাব ঘন হয়, উপসর্গ বাড়ে

শরীরে uric acid জমলেকিডনির ব্যথা ও প্রস্রাবের সমস্যা বাড়ে

 

হ্রাস -Amelioration 

পর্যাপ্ত পানি পান করলেপ্রস্রাব পাতলা হয়, জ্বালা ও ব্যথা কিছুটা কমে

প্রস্রাব ভালোভাবে হলেচাপ ও ব্যথা হালকা হয়

বিশ্রামে থাকলেকিডনি ও ব্লাডারের ব্যথা হ্রাস পায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ