PCOS (Polycystic Ovary Syndrome) প্রভাষক ডাঃ মহি উদ্দিন

PCOS কি?

PCOS (Polycystic Ovary Syndrome)

👉 এটি নারীদের একটি হরমোনজনিত সমস্যা, যা মূলত ডিম্বাশয় (Ovary)-কে প্রভাবিত করে।
👉 এতে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয় এবং ডিম্বাণু নিয়মিত পরিপক্ক মুক্ত হতে পারে না


কেন হয়?

  1. হরমোনের ভারসাম্যহীনতাবিশেষ করে অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) বেশি হলে।
  2. ইনসুলিন রেজিস্ট্যান্সশরীর ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না।
  3. জেনেটিক কারণপরিবারে কারও PCOS থাকলে ঝুঁকি বেশি।
  4. জীবনযাপন খাদ্যাভ্যাসঅতিরিক্ত ফাস্ট ফুড, কম ব্যায়াম, স্থূলতা ইত্যাদি।

প্রধান লক্ষণ

  1. মাসিক অনিয়মিত বা মাসিক বন্ধ হয়ে যাওয়া।
  2. গায়ে/মুখে অতিরিক্ত লোম গজানো (hirsutism)

  3. ব্রণ, তৈলাক্ত ত্বক।
  4. ওজন বেড়ে যাওয়া (বিশেষ করে পেটের চারপাশে)
  5. মাথার চুল পাতলা হয়ে যাওয়া।
  6. গর্ভধারণে সমস্যা।

সম্ভাব্য জটিলতা

  • টাইপ- ডায়াবেটিস হওয়ার ঝুঁকি।
  • উচ্চ রক্তচাপ কোলেস্টেরল সমস্যা।
  • হৃদরোগ।
  • গর্ভধারণ জটিলতা (মিসক্যারেজ, গর্ভকালীন ডায়াবেটিস ইত্যাদি)
  • দীর্ঘমেয়াদে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি।

সংক্ষেপে

PCOS মানে হলোডিম্বাশয় থেকে ডিম্বাণু নিয়মিতভাবে মুক্ত হতে পারে না, হরমোনের গণ্ডগোল হয়, ফলে মাসিক, ত্বক, ওজন, প্রজননসব ক্ষেত্রেই সমস্যা দেখা দেয়।

হোমিওপ্যাথিতে PCOS-এর সাধারণ কিছু ওষুধ

(রোগীর সম্পূর্ণ লক্ষণ দেখে চিকিৎসক বেছে নেন)

  1. Pulsatilla
  • মাসিক অনিয়মিত বা একেবারেই না আসা।
  • মাসিক এলে রং হালকা দেরি করে আসে।
  • রোগী মানসিকভাবে সংবেদনশীল, কান্নাকাটি বেশি করে।
  • তৈলাক্ত খাবারে সমস্যা হয়।
  1. Sepia
  • মাসিক কমে যাওয়া বা দীর্ঘদিন বন্ধ থাকা।
  • মুখে/গায়ে লোম গজানো, ব্রণ।
  • ওজন বেড়ে যাওয়া।
  • মানসিকভাবে বিরক্তি, পরিবারের প্রতি উদাসীনতা।
  1. Lachesis
  • মাসিক না এলে শরীরে অস্বস্তি বেড়ে যাওয়া।
  • গলায় টাইট জামা সহ্য হয় না।
  • বেশি কথা বলা স্বভাব।
  1. Calcarea Carbonica
  • অতিরিক্ত মোটা রোগী, বিশেষ করে পেট শরীর ভারি হয়ে যায়।
  • ঠান্ডা সহ্য করতে পারে না।
  • মাসিক অনিয়মিত, মাঝে মাঝে দেরি করে আসে।
  1. Apis Mellifica
  • ডিম্বাশয়ে ফোলাভাব ব্যথা।
  • মাসিক না আসা বা কম আসা।
  • গরম সহ্য হয় না, ঠান্ডা চাই।
  1. Thuja
  • ডিম্বাশয়ে সিস্ট থাকলে।
  • মাসিক অনিয়মিত, দুর্বলতা।
  • চুল পড়া, তৈলাক্ত ত্বক।

গুরুত্বপূর্ণ

  • হোমিওপ্যাথিতেএকই ওষুধ সবার জন্যনয়। রোগীর মানসিক অবস্থা, শারীরিক লক্ষণ, খাদ্যাভ্যাস, স্বভাবসব মিলিয়ে ওষুধ বাছাই করতে হয়।
  • PCOS-এর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার, মিষ্টি ফাস্ট ফুড এড়িয়ে চলা খুব জরুরি।

 

·        *গুরুত্বপূর্ণ পরামর্শ:**

·        🔸কোনো ঔষধ নিজে নিজে সেবন করবেন না

·        🔸অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন

·        🔸নিয়মিত ফলোআপ করুন

·        🌿ফরাজী হোমিও হল ফেনী।

·        📞01814319033

·        🧪হোমিওপ্যাথিতে স্বস্তি নিরাপদ চিকিৎসার নিশ্চয়তা।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ