Grindelia robusta - গ্রিনডেলিয়া রোবাস্টা
Grindelia robusta (গ্রিনডেলিয়া রোবাস্টা) —যার মূল উৎস একটি গাছজাত ভেষজ উদ্ভিদ, ইংরেজিতে যাকে বলে Gum Plant বাংলায় একে সাধারণভাবে বলা যায় “গাম গাছ” বা “আঠাযুক্ত ভেষজ উদ্ভিদ”
উদ্ভিদ পরিচিতি (সংক্ষিপ্তভাবে):
- বৈজ্ঞানিক নাম: Grindelia robusta
- পরিবার: Asteraceae (সূর্যমুখী
পরিবার)
- মূলত উত্তর আমেরিকা ও মেক্সিকো অঞ্চলে জন্মে।
- গাছের ফুল ও পাতায় আঠার মতো পদার্থ (resin) থাকে — সেখান থেকেই “Gum Plant” নামটি এসেছে।
হোমিওপ্যাথিক গুণাগুণ
এই গাছের ফুল ও পাতা থেকে mother tincture প্রস্তুত করা হয়, যা ব্যবহৃত হয় —
- শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসে কফ জমে থাকা,
- ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া,
- ফুসফুস দুর্বলতা বা COPD ইত্যাদিতে।
সংক্ষেপে:
Grindelia
robusta = গ্রিনডেলিয়া রোবাস্টা = আঠাযুক্ত ভেষজ উদ্ভিদ, যা মূলত শ্বাসযন্ত্রের রোগে অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথিক ঔষধ।
লক্ষণ ও প্রয়োগক্ষেত্র:-
Grindelia robusta – মূল ব্যবহারিক দিক
এটি শ্বাসযন্ত্রে “শ্বাস বন্ধ হয়ে আসা, কফ জমে থাকা, ও ঘুমের সময় শ্বাস আটকে যাওয়া” জাতীয় উপসর্গে সবচেয়ে বেশি কার্যকর।
প্রধান প্রধান লক্ষণ (Key Symptoms)
শ্বাস-প্রশ্বাস ও ফুসফুস
- ঘুমের সময় হঠাৎ শ্বাস বন্ধ হয়ে
ঘুম ভেঙে যাওয়া।
- প্রচণ্ড শ্বাসকষ্ট, বিশেষ করে শোয়ার সময় বা ঘুমানোর পর।
- রোগী অর্ধেক বসা
অবস্থায় শ্বাস নিতে স্বাচ্ছন্দ্যবোধ করে (Orthopnoea)।
- বুক ভরে কফ জমে থাকে, কিন্তু উঠতে চায় না।
- শ্বাস নিতে গেলে মনে হয় বুক আটকে যাচ্ছে।
- Asthma বা Bronchitis যেখানে কফ ঘন, সাদা বা ফেনার মতো হয়।
- Emphysema (ফুসফুসের স্থায়ী প্রসারণ) রোগে কার্যকর।
ঘুমের সময় উপসর্গ
- রোগী ঘুমালে শ্বাস বন্ধ হয়ে যায়, জেগে উঠলে আবার শ্বাস শুরু হয়।
- তাই শুয়ে ঘুমাতে ভয়
পায়, কারণ ঘুমালে শ্বাস বন্ধ হয়।
- এটি অনেক সময় “sleep-apnea” বা heart-asthma রোগীর মতো দেখা যায়।
হৃদযন্ত্র
- শ্বাসকষ্টের সাথে বুক ধড়ফড় করা।
- দুর্বল হার্টের কারণে ফুসফুসে রক্ত জমে গেলে উপসর্গ বাড়ে।
কাশি
- কাশি ঘন, কফ ওঠে না সহজে।
- রাতে ও শোয়ার সময় কাশি বেড়ে যায়।
- কাশি শেষে ক্লান্তি বা মাথা ঘোরা হয়।
অন্যান্য লক্ষণ
- শরীর ক্লান্ত ও ভারী লাগে।
- গরমে উপসর্গ কিছুটা উপশম হয়।
- কখনো কফে হালকা ফেনা বা শ্লেষ্মা দেখা যায়।
- হাঁটলে বা সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট বেড়ে যায়।
সতর্কতা
- যদি রোগীর হার্ট দুর্বলতা, ডায়াবেটিস বা ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে, তাহলে চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত।
সারসংক্ষেপে
Grindelia robusta সবচেয়ে কার্যকর যখন —
- শ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যায়,
- কফ জমে থাকে কিন্তু উঠতে চায় না,
- শুয়ে থাকলে শ্বাস নিতে কষ্ট হয়,
- আর অর্ধেক বসা অবস্থায় শ্বাস সহজ হয়।
**গুরুত্বপূর্ণ
পরামর্শ:**
কোনো ওষুধ নিজে নিজে সেবন করবে না
ফারাজী হোমিও হল ফেনী।
০১৮১৪৩১৯০৩৩
হোমিওপ্যাথিতে স্বস্তি ও চিকিৎসার নিশ্চয়তা।

0 মন্তব্যসমূহ