মটর নিরন ডিজিজ, Motor Neuron Disease – MND- প্রভাষক ডাঃ মহি ‍উদ্দিন

মটর নিরন ডিজিজ - Motor Neuron Disease 



মটর নিরন ডিজিজ (Motor Neuron Disease – MND) হলো স্নায়ুতন্ত্রের একটি গুরুতর ও প্রগতিশীল রোগ, যেখানে মোটর স্নায়ু (Motor Neurons) ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।

এগুলো আমাদের পেশীর নড়াচড়া, হাঁটা, কথা বলা, গিলতে পারা, শ্বাস নেওয়াএসব নিয়ন্ত্রণ করে

মটর নিরন ডিজিজ কীভাবে হয়?

মস্তিষ্ক (Brain) এবং স্পাইনাল কর্ডের (Spinal Cord) মোটর নিউরনগুলো মারা যেতে থাকে
ফলে মস্তিষ্ক পেশীগুলোকে সিগনাল দিতে পারে না পেশী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে শেষে কাজ করা বন্ধ করে দেয়

লক্ষণ (Symptoms)

প্রথমে খুব হালকা লক্ষণ দিয়ে শুরু হয়:

🔸 হাত–পায়ের দুর্বলতা
🔸 মাংসপেশি কাঁপা (fasciculation)
🔸 জিনিস ধরা কঠিন
🔸 হাঁটতে কষ্ট
🔸 কথা জড়ানো
🔸 খাবার গিলতে সমস্যা
🔸 শ্বাস নিতে কষ্ট
🔸 ওজন কমে যাওয়া
🔸 ক্র্যাম্প ও খিঁচুনি
রোগটি সময়ের সাথে ক্রমাগত বাড়ে, কমে না

MND কী কারণে হয়?

সঠিক কারণ ১০০% জানা নেই। তবে ঝুঁকি:

  • জেনেটিক/বংশগত (৫–১০%)
  • ইমিউন সিস্টেমের ত্রুটি
  • টক্সিন/রাসায়নিকের প্রভাব
  • ভাইরাস
  • মাথায়/স্পাইনে আঘাত
  • বয়স ৫০–৭০ এর মধ্যে বেশি দেখা যায়

হোমিওপ্যাথিক চিকিৎসা

 ১. Calcarea Phos 6X / 12X

  • হাত–পায়ের দুর্বলতা
  • পেশী ক্ষয়
  • দ্রুত ক্লান্ত
  • স্নায়ুর দুর্বলতা

➡️ দীর্ঘমেয়াদে স্নায়ুর পুষ্টি দেয়

২. Causticum 200

  • হাত পায়ে চলাচল কমে যাওয়া
  • জিনিস ধরতে শক্তি না থাকা
  • গলা ভেঙে যাওয়া / কথা দুর্বল
  • পেশী Rigidity

৩. Plumbum Metallicum 30 / 200

  • পেশী পাতলা হয়ে যাওয়া (muscle atrophy)
  • ক্র্যাম্প ও ব্যথা
  • হাঁটতে সমস্যা
  • হাত–পা শক্ত হয়ে যাওয়া

➡️ MND-এ সবচেয়ে বেশি ব্যবহৃত রেমেডি

৪. Arsenicum Album 200

  • শরীর দুর্বল
  • শ্বাসকষ্ট
  • অস্থিরতা
  • রাতে বেশি কষ্ট
  • ওজন কমে যাওয়া

৫. Gelsemium 200

  • স্নায়ুবিক দুর্বলতা
  • ভারী ভাব
  • চোখের পাতা ঝুলে আসা
  • হাঁটতে কাঁপা 

৬. Zincum Metallicum 30

  • সারা শরীর ঝি–ঝি ভাব
  • পায়ের পেশীতে টান
  • রাতে পা নড়াতে ইচ্ছে হয়
  • স্নায়বিক Hyperactivity

৭. Conium 200

  • গলার পেশী দুর্বলতা
  • কথা জড়ানো
  • গিলতে কষ্ট
  • পেশী Stiffness

৮. Lathyrus Sativus Q / 30

➡️ স্প্যাসটিক প্যারালাইসিস (stiff walking)
হাঁটার সময় পা টেনে হাঁটা
পায়ের মাংসপেশী শক্ত হয়ে যাওয়া

৯. Cocculus Indicus 30

  • ভারসাম্য রাখতে সমস্যা
  • মাথা ঘোরা
  • হাত–পায়ের সমন্বয় কমে যাওয়া

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ