নাকের পলিপ - Nasal Polyp

 নাকের পলিপ - Nasal Polyp



হোমিওপ্যাথিতে সফলভাবে চিকিৎসা করা সম্ভব, তবে সময় লাগে এবং লক্ষণভেদে সঠিক রেমেডি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলিপ সাধারণত নাক বন্ধ থাকা, বারবার সর্দি, মাথা ভারী লাগা, শ্বাস নিতে কষ্ট, ঘুমের সময় নাক ডাকা ইত্যাদি উপসর্গে দেখা যায়।


 উপসর্গভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ

1. Teucrium Marum Verum

নাকে পলিপ, বিশেষ করে পশমের মতো অনুভূতি

বারবার নাক টানতে ইচ্ছা

নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট

পলিপে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ

ডোজ: ৩০ বা ২০০, দিনে ১–২ বার


2. Calcarea Carbonica

ঠান্ডা বেশি লাগে

নাক সবসময় বন্ধ থাকে

স্থূল শরীর, ঘাম বেশি হয়, বিশেষ করে মাথায়

বারবার সর্দি কাশি

ডোজ: ২০০ সপ্তাহে ১ দিন (প্রয়োজনে মাসে কয়েকবার)


3. Sanguinaria Nitricum

নাক বন্ধ হয়ে মাথা ভারী

চোখ–নাকের মাঝ দিয়ে ব্যথা

শোয়ার সময় বা রাতের দিকে কষ্ট বাড়ে

ডোজ: ২০০ সপ্তাহে ১ দিন।


4. Thuja Occidentalis

দীর্ঘদিনের ক্রনিক সর্দি/পলিপ

নাক বন্ধ থাকে কিন্তু সর্দি পড়ে না

শরীরের অন্যান্য স্থানে পলিপ/গ্রোথ থাকলে খুব কার্যকর

ডোজ: ২০০, সপ্তাহে ১ বার


5. Kali Bichromicum

ঘন, সুতো মতো সর্দি

সাইনোসাইটিসের সাথে পলিপ

মাথা ভারী, কপালে চাপ

ডোজ: ৩০ দিনে ২–৩ বার


 সহায়ক চিকিৎসা

সমস্যা উপযুক্ত ঔষধ

নাক ডাকা ও শ্বাসবন্ধ ভাব Lemna Minor Q – ১০–১৫ ফোঁটা, দিনে ২ বার

সাইনোসাইটিস সঙ্গে থাকলে Natrum Mur 30 / Silicea 30


পরামর্শ

✔ ধুলোবালি, ঠান্ডা পানি, আইসক্রিম এড়িয়ে চলুন

✔ নিয়মানুসারে ওষুধ চালিয়ে যেতে হবে (৪–১২ সপ্তাহ লাগতে পারে)

✔ লবণ পানির স্যালাইন দিয়ে নাক ধুয়ে নিন

✔ শ্বাসকষ্ট বা ঘ্রাণশক্তি কমে গেলে চিকিৎসকের তত্ত্বাবধানে চলুন


** গুরুত্বপূর্ণ পরামর্শ: **

·        🔸 কোনো ওষুধ নিজে নিজে সেবন করবে না

·        🌿  ফারাজী হোমিও হল ফেনী।

·        📞 ০১৮১৪৩১৯০৩৩

·        🧪 হোমিওপ্যাথিতে স্বস্তি  চিকিৎসার নিশ্চয়তা।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ